ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বাধীনতার উদ্দেশ্য ছিল গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি : মঈন খান সিন্ডিকেট রুখতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: স্বাস্থ্য উপদেষ্টা ১৫ বছরের ধ্বংস করা দেশ এক দিনে ঠিক করা সম্ভব নয়: মির্জা ফখরুল ভারতের রাষ্ট্রদূত হিসেবে সার্জিও গোরকে মনোনীত করলেন ট্রাম্প দুই সপ্তাহের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত প্রকাশ হবে: সিইসি জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা শ্রীবরদীতে পাহাড় ও টিলা কর্তন রোধে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন ১৩ বছর পর নব অধ্যায়? ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইবিতে ইকসু গঠন নিয়ে শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত চীনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রাবি শিক্ষার্থী রেদওয়ান ইসলাম রিদয়

সুন্দরবনে হরিণ শিকারের ৬০০ ফাঁদ ও নিষিদ্ধ কাঁকড়া চারু জব্দ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 23

ছবি সংগৃহীত

 

সুন্দরবনের অভ্যন্তরে হরিণ শিকারে ব্যবহৃত প্রায় ৬০০টি ফাঁদ এবং কাঁকড়া ধরার নিষিদ্ধ ১৬টি চারু জব্দ করেছে বনবিভাগ। সোমবার (গতকাল) পূর্ব সুন্দরবন বিভাগের কোকিলমনি টহল ফাঁড়ির টিয়ারচর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, দুবলা জেলে পল্লীর পাশে কোকিলমনি টহল ফাঁড়ির আওতাধীন টিয়ারচর এলাকায় নিয়মিত টহলে ছিলেন বনপ্রহরীরা। নৌকা ও পায়ে হেঁটে দেওয়া ওই টহলের সময় বনের ভেতরে চোরা শিকারীদের পেতে রাখা হরিণ শিকারের গোলাকৃতি ফাঁদগুলোর সন্ধান পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করা হয় মোট ৬০০টি ফাঁদ এবং একই স্থানে পাওয়া যায় ১৬টি নিষিদ্ধ কাঁকড়া ধরার চারু।

এর আগেও সুন্দরবনের বিভিন্ন এলাকায় একাধিক ফাঁদ জব্দ করে বনপ্রহরীরা। গত ৬ জুন ঢাংমারী স্টেশনের হুলার ভারানী এলাকা থেকে উদ্ধার করা হয় ৮২টি গোল ফাঁদ। একই দিনে নন্দবালা টহল ফাঁড়ির আওতাধীন সূর্যমুখী খাল এলাকা থেকে জব্দ করা হয় আরও ৫৩টি ফাঁদ। এছাড়া, ১০ জুন সুপতি স্টেশনের শাপলা ক্যাম্পের ছোট সিন্দুক বারিয়া খাল এলাকায় অভিযান চালিয়ে বনরক্ষীরা উদ্ধার করেন হরিণ শিকারের জন্য পাতা ৪৫০টি ফাঁদ।

বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী আরও বলেন, “বনের জীববৈচিত্র্য রক্ষায় এবং চোরাশিকার রোধে আমাদের টহল কার্যক্রম প্রতিদিনই চলছে। বন অপরাধ দমনে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আমাদের এই কঠোর অবস্থান বজায় থাকলে সুন্দরবনের বনসম্পদ রক্ষা করা সম্ভব হবে।”

বনবিভাগের এই নিয়মিত অভিযান ও তৎপরতায় চোরা শিকারিরা যেমন চাপের মুখে পড়েছে, তেমনি বনের প্রাণীজ সম্পদও পাচ্ছে বাড়তি নিরাপত্তা। সুন্দরবনের অস্তিত্ব টিকিয়ে রাখতে বনবিভাগের এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবিদার বলে মনে করছেন পরিবেশবাদীরা।

নিউজটি শেয়ার করুন

সুন্দরবনে হরিণ শিকারের ৬০০ ফাঁদ ও নিষিদ্ধ কাঁকড়া চারু জব্দ

আপডেট সময় ০৪:৫৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

 

সুন্দরবনের অভ্যন্তরে হরিণ শিকারে ব্যবহৃত প্রায় ৬০০টি ফাঁদ এবং কাঁকড়া ধরার নিষিদ্ধ ১৬টি চারু জব্দ করেছে বনবিভাগ। সোমবার (গতকাল) পূর্ব সুন্দরবন বিভাগের কোকিলমনি টহল ফাঁড়ির টিয়ারচর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, দুবলা জেলে পল্লীর পাশে কোকিলমনি টহল ফাঁড়ির আওতাধীন টিয়ারচর এলাকায় নিয়মিত টহলে ছিলেন বনপ্রহরীরা। নৌকা ও পায়ে হেঁটে দেওয়া ওই টহলের সময় বনের ভেতরে চোরা শিকারীদের পেতে রাখা হরিণ শিকারের গোলাকৃতি ফাঁদগুলোর সন্ধান পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করা হয় মোট ৬০০টি ফাঁদ এবং একই স্থানে পাওয়া যায় ১৬টি নিষিদ্ধ কাঁকড়া ধরার চারু।

এর আগেও সুন্দরবনের বিভিন্ন এলাকায় একাধিক ফাঁদ জব্দ করে বনপ্রহরীরা। গত ৬ জুন ঢাংমারী স্টেশনের হুলার ভারানী এলাকা থেকে উদ্ধার করা হয় ৮২টি গোল ফাঁদ। একই দিনে নন্দবালা টহল ফাঁড়ির আওতাধীন সূর্যমুখী খাল এলাকা থেকে জব্দ করা হয় আরও ৫৩টি ফাঁদ। এছাড়া, ১০ জুন সুপতি স্টেশনের শাপলা ক্যাম্পের ছোট সিন্দুক বারিয়া খাল এলাকায় অভিযান চালিয়ে বনরক্ষীরা উদ্ধার করেন হরিণ শিকারের জন্য পাতা ৪৫০টি ফাঁদ।

বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী আরও বলেন, “বনের জীববৈচিত্র্য রক্ষায় এবং চোরাশিকার রোধে আমাদের টহল কার্যক্রম প্রতিদিনই চলছে। বন অপরাধ দমনে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আমাদের এই কঠোর অবস্থান বজায় থাকলে সুন্দরবনের বনসম্পদ রক্ষা করা সম্ভব হবে।”

বনবিভাগের এই নিয়মিত অভিযান ও তৎপরতায় চোরা শিকারিরা যেমন চাপের মুখে পড়েছে, তেমনি বনের প্রাণীজ সম্পদও পাচ্ছে বাড়তি নিরাপত্তা। সুন্দরবনের অস্তিত্ব টিকিয়ে রাখতে বনবিভাগের এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবিদার বলে মনে করছেন পরিবেশবাদীরা।