ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের জন্য সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য ৫ শতাংশ কোটার আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয় ৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেবে সরকার, স্বাস্থ্যসেবায় নেওয়া হবে নতুন উদ্যোগ: রিজওয়ানা বিশ্ব বাণিজ্য পথের নিয়ন্ত্রণে ট্রাম্পের নতুন কৌশল ইবি উপাচার্য কার্যালয়ে উত্তেজনা, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন মুখ, শপথ নিচ্ছেন অধ্যাপক সি আর আবরার ঈদে ৩ নায়কের বক্স অফিসের লড়াই: শাকিব, নিশো ও সিয়ামের শক্তিশালী প্রত্যাবর্তন অবৈধ শিক্ষক নিয়োগ: যবিপ্রবির সাবেক দুই ভিসিসহ চার শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলা বাংলাদেশের পোশাক রপ্তানিতে উল্লখযোগ্য প্রবৃদ্ধি, অগ্রসর অন্যান্য খাতও ২৬/১১ মুম্বাই হামলার অভিযুক্ত তাহাব্বুর রানা ভারতে প্রত্যর্পণের পথে, যুক্তরাষ্ট্রের সম্মতি পতেঙ্গা রিং রোডে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ১২, মামলা দায়েরঃ রাষ্ট্র মন্ত্রণালয়

ঈদে ৩ নায়কের বক্স অফিসের লড়াই: শাকিব, নিশো ও সিয়ামের শক্তিশালী প্রত্যাবর্তন

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

আসন্ন ঈদুল ফিতরে ঢাকাই সিনেমার বক্স অফিসে জমতে যাচ্ছে দারুণ উত্তেজনা। এবারের রেসে তিন সুপারস্টার শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ নিজ নিজ সিনেমা নিয়ে মুখোমুখি হচ্ছেন। শাকিব ফিরছেন অ্যাকশনধর্মী ‘বরবাদ’ নিয়ে, নিশো আসছেন ‘দাগি’ নিয়ে, আর সিয়াম বাজিমাত করতে প্রস্তুত ‘জংলি’ নিয়ে।

শাকিব খানের ‘বরবাদ’: ধ্বংসের গল্পে গ্যাংস্টারের উত্থান

গত ঈদে ‘তুফান’-এর পর আবারও অ্যাকশন অবতারে শাকিব খান। ‘বরবাদ’-এর টিজারেই প্রকাশ পেয়েছে সিনেমার রক্তাক্ত, হিংস্র রূপ। গল্পে শাকিব গ্যাংস্টার বাবার উচ্ছৃঙ্খল ছেলে, যে মাদকাসক্ত, যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, আর শত্রুদের নির্মমভাবে হত্যা করে সে হয়ে ওঠে ভয়ঙ্কর। প্রেমিকা নিতুকে (ইধিকা পাল) পেতে পুরো দুনিয়াকে ধ্বংস করতেও প্রস্তুত সে! এতে শাকিবের বিপরীতে থাকছেন টালিউড তারকা যীশু সেনগুপ্ত, যিনি এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগরসহ অনেকে।

সিয়ামের ‘জংলি’: প্রেমিক থেকে হিংস্র রূপান্তর

দীর্ঘ দুই বছর পর বড় পর্দায় ফিরছেন সিয়াম আহমেদ। তার নতুন সিনেমা ‘জংলি’-তে রয়েছে অ্যাকশন, থ্রিল এবং ভালোবাসার এক করুণ অধ্যায়। চরিত্রের সঙ্গে মিশে যেতে সাত মাস চুল-দাড়ি না কেটে ক্যারিয়ারের অন্যতম কঠিন প্রস্তুতি নিয়েছেন তিনি। পোস্টার ও টিজার দেখে ধারণা করা যায়, প্রেমিকা দীঘির সঙ্গে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার পর বদলে যায় সিয়াম, হয়ে ওঠে ভয়ংকর ‘জংলি’। সেই ধ্বংসস্তূপের মধ্যেই তার জীবনে আসে শবনম বুবলী। সিনেমাটিতে আরও রয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি।

নিশোর ‘দাগি’: রহস্যে মোড়া অপেক্ষার প্রহর

শাকিব ও সিয়ামের তুলনায় প্রচারে পিছিয়ে থাকলেও, ‘দাগি’ নিয়ে উচ্ছ্বসিত আফরান নিশো। সিনেমাটির শুটিং মাত্রই শেষ হয়েছে, এখনো টিজার বা পোস্টার প্রকাশ হয়নি। তবে প্রযোজক শাহরিয়ার শাকিলের দাবি, হলের পর্দায় দর্শক নিরাশ হবেন না। পরিচালনায় শিহাব শাহীন, সঙ্গে আছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামালসহ অনেকে।

ঈদে আরও চমক!

এই তিন নায়কের বাইরেও ঈদে থাকছে আরও চমক! মুক্তি পাচ্ছে সজল-ফারিয়ার ‘জ্বিন থ্রি’। পাশাপাশি ‘পিনিক’, ‘এশা মার্ডার’, ‘আতরবিবি লেন’-এর মতো একাধিক সিনেমা মুক্তির তালিকায় রয়েছে। সব মিলিয়ে এবারের ঈদ হতে যাচ্ছে ঢালিউডের বক্স অফিস যুদ্ধের এক উত্তেজনাপূর্ণ অধ্যায়!

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
৫০৬ বার পড়া হয়েছে

ঈদে ৩ নায়কের বক্স অফিসের লড়াই: শাকিব, নিশো ও সিয়ামের শক্তিশালী প্রত্যাবর্তন

আপডেট সময় ০৪:৩৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

 

আসন্ন ঈদুল ফিতরে ঢাকাই সিনেমার বক্স অফিসে জমতে যাচ্ছে দারুণ উত্তেজনা। এবারের রেসে তিন সুপারস্টার শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ নিজ নিজ সিনেমা নিয়ে মুখোমুখি হচ্ছেন। শাকিব ফিরছেন অ্যাকশনধর্মী ‘বরবাদ’ নিয়ে, নিশো আসছেন ‘দাগি’ নিয়ে, আর সিয়াম বাজিমাত করতে প্রস্তুত ‘জংলি’ নিয়ে।

শাকিব খানের ‘বরবাদ’: ধ্বংসের গল্পে গ্যাংস্টারের উত্থান

গত ঈদে ‘তুফান’-এর পর আবারও অ্যাকশন অবতারে শাকিব খান। ‘বরবাদ’-এর টিজারেই প্রকাশ পেয়েছে সিনেমার রক্তাক্ত, হিংস্র রূপ। গল্পে শাকিব গ্যাংস্টার বাবার উচ্ছৃঙ্খল ছেলে, যে মাদকাসক্ত, যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, আর শত্রুদের নির্মমভাবে হত্যা করে সে হয়ে ওঠে ভয়ঙ্কর। প্রেমিকা নিতুকে (ইধিকা পাল) পেতে পুরো দুনিয়াকে ধ্বংস করতেও প্রস্তুত সে! এতে শাকিবের বিপরীতে থাকছেন টালিউড তারকা যীশু সেনগুপ্ত, যিনি এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগরসহ অনেকে।

সিয়ামের ‘জংলি’: প্রেমিক থেকে হিংস্র রূপান্তর

দীর্ঘ দুই বছর পর বড় পর্দায় ফিরছেন সিয়াম আহমেদ। তার নতুন সিনেমা ‘জংলি’-তে রয়েছে অ্যাকশন, থ্রিল এবং ভালোবাসার এক করুণ অধ্যায়। চরিত্রের সঙ্গে মিশে যেতে সাত মাস চুল-দাড়ি না কেটে ক্যারিয়ারের অন্যতম কঠিন প্রস্তুতি নিয়েছেন তিনি। পোস্টার ও টিজার দেখে ধারণা করা যায়, প্রেমিকা দীঘির সঙ্গে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার পর বদলে যায় সিয়াম, হয়ে ওঠে ভয়ংকর ‘জংলি’। সেই ধ্বংসস্তূপের মধ্যেই তার জীবনে আসে শবনম বুবলী। সিনেমাটিতে আরও রয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি।

নিশোর ‘দাগি’: রহস্যে মোড়া অপেক্ষার প্রহর

শাকিব ও সিয়ামের তুলনায় প্রচারে পিছিয়ে থাকলেও, ‘দাগি’ নিয়ে উচ্ছ্বসিত আফরান নিশো। সিনেমাটির শুটিং মাত্রই শেষ হয়েছে, এখনো টিজার বা পোস্টার প্রকাশ হয়নি। তবে প্রযোজক শাহরিয়ার শাকিলের দাবি, হলের পর্দায় দর্শক নিরাশ হবেন না। পরিচালনায় শিহাব শাহীন, সঙ্গে আছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামালসহ অনেকে।

ঈদে আরও চমক!

এই তিন নায়কের বাইরেও ঈদে থাকছে আরও চমক! মুক্তি পাচ্ছে সজল-ফারিয়ার ‘জ্বিন থ্রি’। পাশাপাশি ‘পিনিক’, ‘এশা মার্ডার’, ‘আতরবিবি লেন’-এর মতো একাধিক সিনেমা মুক্তির তালিকায় রয়েছে। সব মিলিয়ে এবারের ঈদ হতে যাচ্ছে ঢালিউডের বক্স অফিস যুদ্ধের এক উত্তেজনাপূর্ণ অধ্যায়!