০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫
শিরোনাম :
জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল যারা আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না: মুজিবুর রহমান আজ থেকে শুরু জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া আহসান, নতুন লুকে মুগ্ধ ভক্তরা নতুন ফাঁস হওয়া নথিতে ইসরায়েলের সঙ্গে অ্যামাজন ও গুগলের গোপন চুক্তি উন্মোচিত তাইওয়ানে প্রথমবারের মতো প্রো ইসরাইলি লবি AIPAC প্রতিনিধিদলের সফর প্রবল বর্ষণে নিউইয়র্ক ও নিউ জার্সির রাস্তাঘাট প্লাবিত, যানবাহন ডুবে গেছে পানিতে নিরাপত্তা হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ — যুক্তরাষ্ট্রকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান, তুরস্ক-কাতারের মধ্যস্থতায় সমঝোতা

বাংলাদেশের পর ভারতে বিপাকে পড়লেন নৃত্যশিল্পী নোয়েল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • / 105

ছবি সংগৃহীত

 

ভারত সফরে গিয়ে বিপাকে পড়েছেন জার্মানির জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও নৃত্যশিল্পী নোয়েল রবিনসন। ব্যাঙ্গালুরুর রাস্তায় পারফর্ম করার সময় অতিরিক্ত ভিড় সৃষ্টি হওয়ায় স্থানীয় পুলিশ তাকে সাময়িকভাবে আটক করে। একইদিন একই কারণে আরেক জার্মান ইনফ্লুয়েন্সার ইউনেস জারুকেও পুলিশ হেফাজতে নেয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামে ১ কোটি ১০ লাখের বেশি অনুসারী থাকা নোয়েল এবং ২ কোটি ফলোয়ারের মালিক ইউনেস জারুকে গত ৩০ জুলাই ব্যাঙ্গালুরু পুলিশ জনসমাগম সৃষ্টির অভিযোগে আটক করে।

বিজ্ঞাপন

নোয়েল মূলত স্ট্রিট ডান্স ও আকস্মিকভাবে তার আফ্রো হেয়ার স্টাইল প্রকাশ করে পারফর্ম করার জন্য পরিচিত। পারফর্ম করার সময় বিশাল জনসমাগম সৃষ্টি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। পরে নোয়েল ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় জানান, তাকে মাত্র ১৫ মিনিট আটক রাখা হয় এবং ২ ডলার (প্রায় ১৬০ রুপি) জরিমানা করার পর ছেড়ে দেওয়া হয়। ভিডিওতে তিনি বলেন, “আমি ভেবেছিলাম জেলে পাঠাবে, সত্যি ভয় পেয়েছিলাম। তবে এখন আমি নিরাপদ আছি, আর আমি ভারতকে ভালোবাসি।

এর আগেও মুম্বাইয়ে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে নাচের ভিডিও করে ভাইরাল হয়েছিলেন নোয়েল। এছাড়া, সম্প্রতি তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন এবং ঢাকার বিভিন্ন ঐতিহাসিক স্থানে পারফর্ম করে দর্শকদের মুগ্ধ করেছিলেন। সংসদ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, লালবাগ কেল্লা সহ বিভিন্ন জায়গায় নাচ করেছেন তিনি। ঢাকার গুলশান এলাকায় তাকে বাংলাদেশের নৃত্যশিল্পী হৃদি শেখের সঙ্গে নাচতেও দেখা যায়। পাশাপাশি সংগীতশিল্পী জেফার রহমানের সঙ্গেও সময় কাটান নোয়েল।

অন্যদিকে, ইউনেস জারু ইউরোপের অন্যতম জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, যিনি ব্যাঙ্গালুরুর চার্চ স্ট্রিটে অনুমতি ছাড়া পারফর্ম করতে গিয়ে পুলিশের হেফাজতে পড়েন। পুলিশের অভিযোগ, অনুমতি ছাড়াই জনসমাগম সৃষ্টি করে ভিডিও ধারণের কারণে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বাধ্য হয় তারা।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের পর ভারতে বিপাকে পড়লেন নৃত্যশিল্পী নোয়েল

আপডেট সময় ০৩:২৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

 

ভারত সফরে গিয়ে বিপাকে পড়েছেন জার্মানির জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও নৃত্যশিল্পী নোয়েল রবিনসন। ব্যাঙ্গালুরুর রাস্তায় পারফর্ম করার সময় অতিরিক্ত ভিড় সৃষ্টি হওয়ায় স্থানীয় পুলিশ তাকে সাময়িকভাবে আটক করে। একইদিন একই কারণে আরেক জার্মান ইনফ্লুয়েন্সার ইউনেস জারুকেও পুলিশ হেফাজতে নেয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামে ১ কোটি ১০ লাখের বেশি অনুসারী থাকা নোয়েল এবং ২ কোটি ফলোয়ারের মালিক ইউনেস জারুকে গত ৩০ জুলাই ব্যাঙ্গালুরু পুলিশ জনসমাগম সৃষ্টির অভিযোগে আটক করে।

বিজ্ঞাপন

নোয়েল মূলত স্ট্রিট ডান্স ও আকস্মিকভাবে তার আফ্রো হেয়ার স্টাইল প্রকাশ করে পারফর্ম করার জন্য পরিচিত। পারফর্ম করার সময় বিশাল জনসমাগম সৃষ্টি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। পরে নোয়েল ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় জানান, তাকে মাত্র ১৫ মিনিট আটক রাখা হয় এবং ২ ডলার (প্রায় ১৬০ রুপি) জরিমানা করার পর ছেড়ে দেওয়া হয়। ভিডিওতে তিনি বলেন, “আমি ভেবেছিলাম জেলে পাঠাবে, সত্যি ভয় পেয়েছিলাম। তবে এখন আমি নিরাপদ আছি, আর আমি ভারতকে ভালোবাসি।

এর আগেও মুম্বাইয়ে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে নাচের ভিডিও করে ভাইরাল হয়েছিলেন নোয়েল। এছাড়া, সম্প্রতি তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন এবং ঢাকার বিভিন্ন ঐতিহাসিক স্থানে পারফর্ম করে দর্শকদের মুগ্ধ করেছিলেন। সংসদ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, লালবাগ কেল্লা সহ বিভিন্ন জায়গায় নাচ করেছেন তিনি। ঢাকার গুলশান এলাকায় তাকে বাংলাদেশের নৃত্যশিল্পী হৃদি শেখের সঙ্গে নাচতেও দেখা যায়। পাশাপাশি সংগীতশিল্পী জেফার রহমানের সঙ্গেও সময় কাটান নোয়েল।

অন্যদিকে, ইউনেস জারু ইউরোপের অন্যতম জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, যিনি ব্যাঙ্গালুরুর চার্চ স্ট্রিটে অনুমতি ছাড়া পারফর্ম করতে গিয়ে পুলিশের হেফাজতে পড়েন। পুলিশের অভিযোগ, অনুমতি ছাড়াই জনসমাগম সৃষ্টি করে ভিডিও ধারণের কারণে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বাধ্য হয় তারা।