১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন ৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গা*জা, অপসারণে লাগবে কমপক্ষে সাত বছর

স্পেনের আন্তর্জাতিক মঞ্চে মনোনয়ন পেল বাংলাদেশের ‘মাস্তুল’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 110

ছবি সংগৃহীত

 

চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে স্পেনের মাদ্রিদে শুরু হচ্ছে ‘ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৪তম আসর। আর এ গৌরবময় আয়োজনে জায়গা করে নিয়েছে বাংলাদেশি চলচ্চিত্র ‘মাস্তুল’।

সিনেমাটি মনোনয়ন পেয়েছে উৎসবের ‘লাইফ অ্যাওয়ার্ড’ বিভাগে ‘সেরা মানবিক ছবি’র জন্য। উৎসবটির অফিসিয়াল ওয়েবসাইট সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে ‘মাস্তুল’ অংশ নিয়েছে ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও, যেখানে এটি আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবার প্রদর্শিত হয় এবং প্রশংসিতও হয়।

বিজ্ঞাপন

চলচ্চিত্রটির নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান জানিয়েছেন, উৎসব কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে স্পেনে আমন্ত্রণ জানানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে তিনি সেপ্টেম্বরেই যাত্রা করবেন।

এ বিষয়ে নুরুজ্জামান বলেন, “মস্কোতে সিনেমাটির প্রিমিয়ারের পর থেকেই দেশ-বিদেশের অনেকেই ‘মাস্তুল’ নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার ইমাজিনইন্ডিয়া উৎসবেও অংশ নিচ্ছে। আন্তর্জাতিক এই স্বীকৃতি বাংলা সিনেমার জন্য অবশ্যই একটি আনন্দের সংবাদ।”

দেশে মুক্তি প্রসঙ্গে তিনি জানান, “চলতি বছরের ২৪ মার্চ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। কোন বয়সী দর্শক এটি দেখতে পারবেন তাও নিশ্চিত হয়েছে। আমরা চাই স্পেনের উৎসবে অংশ নেয়ার আগেই দেশের দর্শকদের সিনেমাটি দেখাতে। সেই অনুযায়ী পরিকল্পনা চলছে।”

জাহাজে বসবাসরত মানুষদের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মাস্তুল’। নির্মাতা জানান, “আমি বেড়ে উঠেছি নারায়ণগঞ্জের বন্দর এলাকায়। ছোটবেলা থেকেই জাহাজীদের জীবনের নানা দিক দেখেছি, যা আমার ভেতরে গভীরভাবে নাড়া দিয়েছিল। সেই অভিজ্ঞতাগুলোই ‘মাস্তুল’-এর মাধ্যমে পর্দায় তুলে ধরার সুযোগ পেয়েছি।”

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যা প্রমুখ।

উল্লেখ্য, ইমাজিনইন্ডিয়া চলচ্চিত্র উৎসবটি চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশের পক্ষ থেকে এই আন্তর্জাতিক অর্জন দেশের সিনেমা শিল্পকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

 

নিউজটি শেয়ার করুন

স্পেনের আন্তর্জাতিক মঞ্চে মনোনয়ন পেল বাংলাদেশের ‘মাস্তুল’

আপডেট সময় ১১:২৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

 

চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে স্পেনের মাদ্রিদে শুরু হচ্ছে ‘ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৪তম আসর। আর এ গৌরবময় আয়োজনে জায়গা করে নিয়েছে বাংলাদেশি চলচ্চিত্র ‘মাস্তুল’।

সিনেমাটি মনোনয়ন পেয়েছে উৎসবের ‘লাইফ অ্যাওয়ার্ড’ বিভাগে ‘সেরা মানবিক ছবি’র জন্য। উৎসবটির অফিসিয়াল ওয়েবসাইট সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে ‘মাস্তুল’ অংশ নিয়েছে ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও, যেখানে এটি আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবার প্রদর্শিত হয় এবং প্রশংসিতও হয়।

বিজ্ঞাপন

চলচ্চিত্রটির নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান জানিয়েছেন, উৎসব কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে স্পেনে আমন্ত্রণ জানানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে তিনি সেপ্টেম্বরেই যাত্রা করবেন।

এ বিষয়ে নুরুজ্জামান বলেন, “মস্কোতে সিনেমাটির প্রিমিয়ারের পর থেকেই দেশ-বিদেশের অনেকেই ‘মাস্তুল’ নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার ইমাজিনইন্ডিয়া উৎসবেও অংশ নিচ্ছে। আন্তর্জাতিক এই স্বীকৃতি বাংলা সিনেমার জন্য অবশ্যই একটি আনন্দের সংবাদ।”

দেশে মুক্তি প্রসঙ্গে তিনি জানান, “চলতি বছরের ২৪ মার্চ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। কোন বয়সী দর্শক এটি দেখতে পারবেন তাও নিশ্চিত হয়েছে। আমরা চাই স্পেনের উৎসবে অংশ নেয়ার আগেই দেশের দর্শকদের সিনেমাটি দেখাতে। সেই অনুযায়ী পরিকল্পনা চলছে।”

জাহাজে বসবাসরত মানুষদের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মাস্তুল’। নির্মাতা জানান, “আমি বেড়ে উঠেছি নারায়ণগঞ্জের বন্দর এলাকায়। ছোটবেলা থেকেই জাহাজীদের জীবনের নানা দিক দেখেছি, যা আমার ভেতরে গভীরভাবে নাড়া দিয়েছিল। সেই অভিজ্ঞতাগুলোই ‘মাস্তুল’-এর মাধ্যমে পর্দায় তুলে ধরার সুযোগ পেয়েছি।”

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যা প্রমুখ।

উল্লেখ্য, ইমাজিনইন্ডিয়া চলচ্চিত্র উৎসবটি চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশের পক্ষ থেকে এই আন্তর্জাতিক অর্জন দেশের সিনেমা শিল্পকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।