ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

স্পেনের আন্তর্জাতিক মঞ্চে মনোনয়ন পেল বাংলাদেশের ‘মাস্তুল’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 48

ছবি সংগৃহীত

 

চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে স্পেনের মাদ্রিদে শুরু হচ্ছে ‘ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৪তম আসর। আর এ গৌরবময় আয়োজনে জায়গা করে নিয়েছে বাংলাদেশি চলচ্চিত্র ‘মাস্তুল’।

সিনেমাটি মনোনয়ন পেয়েছে উৎসবের ‘লাইফ অ্যাওয়ার্ড’ বিভাগে ‘সেরা মানবিক ছবি’র জন্য। উৎসবটির অফিসিয়াল ওয়েবসাইট সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে ‘মাস্তুল’ অংশ নিয়েছে ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও, যেখানে এটি আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবার প্রদর্শিত হয় এবং প্রশংসিতও হয়।

চলচ্চিত্রটির নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান জানিয়েছেন, উৎসব কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে স্পেনে আমন্ত্রণ জানানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে তিনি সেপ্টেম্বরেই যাত্রা করবেন।

এ বিষয়ে নুরুজ্জামান বলেন, “মস্কোতে সিনেমাটির প্রিমিয়ারের পর থেকেই দেশ-বিদেশের অনেকেই ‘মাস্তুল’ নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার ইমাজিনইন্ডিয়া উৎসবেও অংশ নিচ্ছে। আন্তর্জাতিক এই স্বীকৃতি বাংলা সিনেমার জন্য অবশ্যই একটি আনন্দের সংবাদ।”

দেশে মুক্তি প্রসঙ্গে তিনি জানান, “চলতি বছরের ২৪ মার্চ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। কোন বয়সী দর্শক এটি দেখতে পারবেন তাও নিশ্চিত হয়েছে। আমরা চাই স্পেনের উৎসবে অংশ নেয়ার আগেই দেশের দর্শকদের সিনেমাটি দেখাতে। সেই অনুযায়ী পরিকল্পনা চলছে।”

জাহাজে বসবাসরত মানুষদের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মাস্তুল’। নির্মাতা জানান, “আমি বেড়ে উঠেছি নারায়ণগঞ্জের বন্দর এলাকায়। ছোটবেলা থেকেই জাহাজীদের জীবনের নানা দিক দেখেছি, যা আমার ভেতরে গভীরভাবে নাড়া দিয়েছিল। সেই অভিজ্ঞতাগুলোই ‘মাস্তুল’-এর মাধ্যমে পর্দায় তুলে ধরার সুযোগ পেয়েছি।”

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যা প্রমুখ।

উল্লেখ্য, ইমাজিনইন্ডিয়া চলচ্চিত্র উৎসবটি চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশের পক্ষ থেকে এই আন্তর্জাতিক অর্জন দেশের সিনেমা শিল্পকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

 

নিউজটি শেয়ার করুন

স্পেনের আন্তর্জাতিক মঞ্চে মনোনয়ন পেল বাংলাদেশের ‘মাস্তুল’

আপডেট সময় ১১:২৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

 

চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে স্পেনের মাদ্রিদে শুরু হচ্ছে ‘ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৪তম আসর। আর এ গৌরবময় আয়োজনে জায়গা করে নিয়েছে বাংলাদেশি চলচ্চিত্র ‘মাস্তুল’।

সিনেমাটি মনোনয়ন পেয়েছে উৎসবের ‘লাইফ অ্যাওয়ার্ড’ বিভাগে ‘সেরা মানবিক ছবি’র জন্য। উৎসবটির অফিসিয়াল ওয়েবসাইট সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে ‘মাস্তুল’ অংশ নিয়েছে ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও, যেখানে এটি আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবার প্রদর্শিত হয় এবং প্রশংসিতও হয়।

চলচ্চিত্রটির নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান জানিয়েছেন, উৎসব কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে স্পেনে আমন্ত্রণ জানানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে তিনি সেপ্টেম্বরেই যাত্রা করবেন।

এ বিষয়ে নুরুজ্জামান বলেন, “মস্কোতে সিনেমাটির প্রিমিয়ারের পর থেকেই দেশ-বিদেশের অনেকেই ‘মাস্তুল’ নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার ইমাজিনইন্ডিয়া উৎসবেও অংশ নিচ্ছে। আন্তর্জাতিক এই স্বীকৃতি বাংলা সিনেমার জন্য অবশ্যই একটি আনন্দের সংবাদ।”

দেশে মুক্তি প্রসঙ্গে তিনি জানান, “চলতি বছরের ২৪ মার্চ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। কোন বয়সী দর্শক এটি দেখতে পারবেন তাও নিশ্চিত হয়েছে। আমরা চাই স্পেনের উৎসবে অংশ নেয়ার আগেই দেশের দর্শকদের সিনেমাটি দেখাতে। সেই অনুযায়ী পরিকল্পনা চলছে।”

জাহাজে বসবাসরত মানুষদের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মাস্তুল’। নির্মাতা জানান, “আমি বেড়ে উঠেছি নারায়ণগঞ্জের বন্দর এলাকায়। ছোটবেলা থেকেই জাহাজীদের জীবনের নানা দিক দেখেছি, যা আমার ভেতরে গভীরভাবে নাড়া দিয়েছিল। সেই অভিজ্ঞতাগুলোই ‘মাস্তুল’-এর মাধ্যমে পর্দায় তুলে ধরার সুযোগ পেয়েছি।”

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যা প্রমুখ।

উল্লেখ্য, ইমাজিনইন্ডিয়া চলচ্চিত্র উৎসবটি চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশের পক্ষ থেকে এই আন্তর্জাতিক অর্জন দেশের সিনেমা শিল্পকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।