মিশিগানে হাউসফুল শাকিব খানের ‘বরবাদ’, মুগ্ধ প্রবাসী বাঙালিরা

- আপডেট সময় ০৪:২৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / ২ বার পড়া হয়েছে
মিশিগানে শাকিব খানের নতুন ছবি ‘বরবাদ’ দেখার জন্য দর্শকদের ঢল নেমেছে। ১৮, ১৯ ও ২০ এপ্রিল ওয়ারেন সিটির এমজেআর ইউনিভার্সেল গ্র্যান্ড সিনেমা হলে ছবিটির প্রদর্শনী হয়, এবং প্রতিদিন সন্ধ্যা ৬টায় শুরু হওয়া শোগুলো ছিল একেবারে হাউসফুল। স্থানীয় প্রবাসী বাঙালিদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তাঁরা জানান, মিশিগানে এই প্রথম বড় পর্দায় বাংলাদেশের কোনো ছবি দেখার সুযোগ পেয়েছেন, যা তাঁদের আবেগাপ্লুত করেছে। ছবির মান ও নির্মাণশৈলী তাঁদের মুগ্ধ করেছে।
দর্শকদের মতে, “ছবির অভিনয়, গান, ক্যামেরার কাজ ও সম্পাদনা সবই চমৎকার। বিশেষ করে ‘চাঁদ মামা’ গানটি হলে সবাই একসাথে ঠোঁট মিলিয়েছেন। আমরা চাই মিশিগানে আরও বাংলা সিনেমা প্রদর্শিত হোক।”
এ প্রসঙ্গে উল্লেখ্য, গত ঈদে ‘বরবাদ’ মুক্তি পেয়েছিল বাংলাদেশের ১২৩টি প্রেক্ষাগৃহে। এখনও দেশে ছবিটি চলছে। শুধু দেশেই নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের থিয়েটারেও ছবিটি প্রদর্শিত হয়েছে। যেখানে প্রবাসী বাঙালিরা ছবিটি উপভোগ করেছেন।
‘বরবাদ’ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। ছবির প্রধান চরিত্রে আছেন শাকিব খান, ভারতের ইধিকা পাল, কলকাতার যীশু সেনগুপ্ত। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, শ্যাম ভট্টাচার্যসহ অনেকে। আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নুসরাত জাহান।
এর আগে, ১২ এপ্রিল সন্ধ্যায় মিশিগানের ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে সিনেমাটির প্রদর্শনী উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে এস কে ফিল্মসের পক্ষ থেকে নিউইয়র্ক থেকে আসা বদরুদ্দোজা সাগর ও মিশিগানের বিশিষ্ট কবি-গীতিকার ইশতিয়াক রুপু সিনেমাটির বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রবাসী দর্শকদের উচ্ছ্বাস এবং এই সাফল্য প্রমাণ করে যে, বাংলাদেশের সিনেমার গুণগত মান দিন দিন উন্নত হচ্ছে এবং আন্তর্জাতিক পর্যায়েও এ ধরনের চলচ্চিত্রের চাহিদা বাড়ছে। ‘বরবাদ’ এর এই সাফল্য বাংলা সিনেমার জন্য একটি অনুপ্রেরণা।