বলিউড তারকা মালাইকা আরোরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

- আপডেট সময় ০৫:৩৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / ৫১১ বার পড়া হয়েছে
বলিউড তারকা মালাইকা আরোরার বিরুদ্ধে ১৩ বছর আগের এক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মুম্বাইয়ের একটি ম্যাজিস্ট্রেট আদালত। মামলাটি ২০১২ সালের একটি হোটেল মারামারির ঘটনায়, যেখানে মালাইকাকে সাক্ষী হিসেবে আদালতে হাজিরা দিতে বলা হলেও তিনি তা দীর্ঘদিন উপেক্ষা করেন।
ভারতীয় গণমাধ্যম জানায়, দক্ষিণ মুম্বাইয়ের কোলাবা এলাকার একটি পাঁচতারা হোটেলে বলিউড অভিনেতা সাইফ আলি খান, তার বন্ধু বিলাল আমরোহি ও ভগ্নিপতি শাহিল লাদাখের বিরুদ্ধে এনআরআই ব্যবসায়ী ইকবাল শর্মার ওপর হামলার অভিযোগ ওঠে। ঘটনার সময় উপস্থিত ছিলেন মালাইকা আরোরা, যার সাক্ষ্য মামলার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।
ঘটনাটি ঘটে ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি রাতে। সেদিন এক অভিজাত রেস্তোরাঁয় সাইফ আলি খান স্ত্রী কারিনা কাপুর, তার বোন করিশমা কাপুর, মালাইকা আরোরা, অমৃতা আরোরা ও আরও কয়েকজন বন্ধুকে নিয়ে নৈশভোজে যান। সেখানে টেবিল সংক্রান্ত একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ইকবাল শর্মার সঙ্গে সাইফের কথাকাটাকাটি হয়।
দ্রুত পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে এবং অভিযোগ অনুযায়ী, সাইফ ও তার সঙ্গীরা ইকবাল শর্মার ওপর শারীরিক হামলা চালান। এই ঘটনার পরই পুলিশ মামলা দায়ের করে এবং বেশ কয়েকজনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়।
মামলায় মালাইকা প্রত্যক্ষদর্শী হিসেবে তালিকাভুক্ত থাকলেও বারবার আদালতের সমন সত্ত্বেও তিনি হাজির হননি। ফলে ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
সম্প্রতি, একই মামলায় অমৃতা আরোরা আদালতে হাজির হয়ে তার বয়ান দিয়েছেন।
মালাইকার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানাকে কেন্দ্র করে বলিউড মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, পুরনো এই মামলার নতুন মোড় মামলার গতি ও তারকাদের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলবে।
তবে এখনও পর্যন্ত মালাইকা অথবা তার আইনজীবীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মামলাটির পরবর্তী শুনানিতে মালাইকার আদালতে হাজিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।