ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আসন্ন পাকিস্তান সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাজনৈতিক কর্মসূচি বা বক্তব্যের আগে দলকে হিসেব-নিকেশ করতে হবে: এ্যানি পুলিশের ১১০ কর্মকর্তাকে এসআই থেকে ইন্সপেক্টর পদে উত্তরণ পাকিস্তানে টানা বৃষ্টিতে ২৪ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু, দুর্ভোগে লাখো মানুষ গোয়েন্দা তথ্য ছিল, কিন্তু এমন ব্যাপকতা ধারণা করা যায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা” কিশোরগঞ্জে ব্যবসায়ী সৈয়দুর হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি ড্রোন হামলার তীব্রতা, দুই পক্ষেই হতাহত ভোটার তালিকা সংযোজনসহ তিনটি অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন অবৈধ ৬২ কোটি টাকার সম্পদের প্রমাণ মিলেছে তারিক সিদ্দিকের: দুদক চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণ, আটক ১

গোপালগঞ্জ জেলায় স্থগিত আজকের এইচএসসি পরীক্ষা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 8

ছবি: সংগৃহীত

 

গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের (পত্র কোড-১২৬) পরীক্ষা স্থগিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

বুধবার (১৬ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এইচএসসি ২০২৫ এর আওতায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে গোপালগঞ্জ জেলায় ১৭ জুলাই সকাল ১০টায় অনুষ্ঠিতব্য ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরীক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”

তবে ঢাকা বোর্ডের অধীন অন্যান্য জেলা এবং দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সময় অনুযায়ী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গোপালগঞ্জ জেলার স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে লাখো শিক্ষার্থী অংশ নিচ্ছে। এই পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতেই স্থানীয় প্রশাসনের সুপারিশে গোপালগঞ্জে শুধুমাত্র একটি বিষয়ের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হলো।

শিক্ষার্থী ও অভিভাবকদের বোর্ডের ওয়েবসাইট ও গণমাধ্যমের মাধ্যমে হালনাগাদ তথ্য জানার আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড।

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জ জেলায় স্থগিত আজকের এইচএসসি পরীক্ষা

আপডেট সময় ১২:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

 

গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের (পত্র কোড-১২৬) পরীক্ষা স্থগিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

বুধবার (১৬ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এইচএসসি ২০২৫ এর আওতায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে গোপালগঞ্জ জেলায় ১৭ জুলাই সকাল ১০টায় অনুষ্ঠিতব্য ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরীক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”

তবে ঢাকা বোর্ডের অধীন অন্যান্য জেলা এবং দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সময় অনুযায়ী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গোপালগঞ্জ জেলার স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে লাখো শিক্ষার্থী অংশ নিচ্ছে। এই পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতেই স্থানীয় প্রশাসনের সুপারিশে গোপালগঞ্জে শুধুমাত্র একটি বিষয়ের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হলো।

শিক্ষার্থী ও অভিভাবকদের বোর্ডের ওয়েবসাইট ও গণমাধ্যমের মাধ্যমে হালনাগাদ তথ্য জানার আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড।