০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ৫৬ লাখ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা পাঠানো শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 190

ছবি সংগৃহীত

 

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ৫৬ লাখ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা পাঠানো শুরু হয়েছে। মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) অ্যাকাউন্টে বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর থেকে এ অর্থ পাঠানো শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির প্রশাসন শাখার সহকারী পরিচালক তৌফিক এরফান এ তথ্য জানিয়ে বলেন, “জুলাই থেকে ডিসেম্বর ও জানুয়ারি থেকে জুন কিস্তির উপবৃত্তি বিতরণের প্রশাসনিক কাজ শেষ। এজি অফিস থেকে কাগজ বাংলাদেশ ব্যাংকে গেছে, ব্যাংক টাকা ছাড় শুরু করেছে।”

বিজ্ঞাপন

২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর কিস্তিতে ৪৫ লাখ শিক্ষার্থী এবং জানুয়ারি থেকে জুন কিস্তিতে ৫১ লাখ শিক্ষার্থী উপবৃত্তির টাকা পাবেন। তাদের বেশিরভাগই দুই কিস্তির টাকা পাবেন, কেউ কেউ পাবেন এক কিস্তির। সবমিলিয়ে প্রকৃত শিক্ষার্থী সংখ্যা ৫৬ লাখ।

উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা হওয়ার পরপরই তা তুলে নিতে শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানিয়েছে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি। স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ অনুরোধ জানিয়ে বলা হয়, শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ থেকে এমএফএস কোম্পানি ক্যাশআউট চার্জ কাটবে না।

উপবৃত্তিধারীর তথ্য, অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট নম্বরের পিন অথবা ওটিপি নম্বর অন্য কারো সঙ্গে শেয়ার না করার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির তথ্য বলছে, উপবৃত্তি বাবদ জুলাই থেকে ডিসেম্বর কিস্তিতে ৪৫ লাখ শিক্ষার্থীকে ৮২৪ কোটি টাকা এবং জানুয়ারি থেকে জুন কিস্তিতে ৫১ লাখ শিক্ষার্থী ৮৭২ কোটি টাকা দেওয়া হচ্ছে।

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিমাসে ২০০ টাকা হারে ছয় মাসের কিস্তিতে ১২০০ টাকা; অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিমাসে ২৫০ টাকা হারে ছয় মাসের কিস্তিতে ১৫০০ টাকা; নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা হারে ছয় মাসের কিস্তিতে ১৮০০ টাকা উপবৃত্তি পান। এছাড়াও দশম শ্রেণির শিক্ষার্থীরা এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের ফি বাবদ এককালীন ১০০০ টাকা পান।

আর একাদশ ও দ্বাদশ শিক্ষার্থীরা প্রতিমাসে ৪০০ টাকা হারে ছয় মাসের কিস্তিতে ২৪০০ টাকা উপবৃত্তি পান। বই কিনতে একাদশ ও দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ১৫০০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ১০০০ টাকা পেয়ে থাকেন। আর ফরম পূরণের ফি বাবদ দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পান ১৫০০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ১৩০০ টাকা পেয়ে থাকেন।

নিউজটি শেয়ার করুন

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ৫৬ লাখ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা পাঠানো শুরু

আপডেট সময় ০৫:০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

 

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ৫৬ লাখ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা পাঠানো শুরু হয়েছে। মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) অ্যাকাউন্টে বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর থেকে এ অর্থ পাঠানো শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির প্রশাসন শাখার সহকারী পরিচালক তৌফিক এরফান এ তথ্য জানিয়ে বলেন, “জুলাই থেকে ডিসেম্বর ও জানুয়ারি থেকে জুন কিস্তির উপবৃত্তি বিতরণের প্রশাসনিক কাজ শেষ। এজি অফিস থেকে কাগজ বাংলাদেশ ব্যাংকে গেছে, ব্যাংক টাকা ছাড় শুরু করেছে।”

বিজ্ঞাপন

২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর কিস্তিতে ৪৫ লাখ শিক্ষার্থী এবং জানুয়ারি থেকে জুন কিস্তিতে ৫১ লাখ শিক্ষার্থী উপবৃত্তির টাকা পাবেন। তাদের বেশিরভাগই দুই কিস্তির টাকা পাবেন, কেউ কেউ পাবেন এক কিস্তির। সবমিলিয়ে প্রকৃত শিক্ষার্থী সংখ্যা ৫৬ লাখ।

উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা হওয়ার পরপরই তা তুলে নিতে শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানিয়েছে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি। স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ অনুরোধ জানিয়ে বলা হয়, শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ থেকে এমএফএস কোম্পানি ক্যাশআউট চার্জ কাটবে না।

উপবৃত্তিধারীর তথ্য, অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট নম্বরের পিন অথবা ওটিপি নম্বর অন্য কারো সঙ্গে শেয়ার না করার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির তথ্য বলছে, উপবৃত্তি বাবদ জুলাই থেকে ডিসেম্বর কিস্তিতে ৪৫ লাখ শিক্ষার্থীকে ৮২৪ কোটি টাকা এবং জানুয়ারি থেকে জুন কিস্তিতে ৫১ লাখ শিক্ষার্থী ৮৭২ কোটি টাকা দেওয়া হচ্ছে।

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিমাসে ২০০ টাকা হারে ছয় মাসের কিস্তিতে ১২০০ টাকা; অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিমাসে ২৫০ টাকা হারে ছয় মাসের কিস্তিতে ১৫০০ টাকা; নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা হারে ছয় মাসের কিস্তিতে ১৮০০ টাকা উপবৃত্তি পান। এছাড়াও দশম শ্রেণির শিক্ষার্থীরা এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের ফি বাবদ এককালীন ১০০০ টাকা পান।

আর একাদশ ও দ্বাদশ শিক্ষার্থীরা প্রতিমাসে ৪০০ টাকা হারে ছয় মাসের কিস্তিতে ২৪০০ টাকা উপবৃত্তি পান। বই কিনতে একাদশ ও দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ১৫০০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ১০০০ টাকা পেয়ে থাকেন। আর ফরম পূরণের ফি বাবদ দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পান ১৫০০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ১৩০০ টাকা পেয়ে থাকেন।