মার্চে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি, দেশের অর্থনীতিতে শক্তি সঞ্চার
চলতি মাসের প্রথম আট দিনে বাংলাদেশে প্রবাসী আয়ের পরিমাণ পৌঁছেছে ৮১ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার, যা দেশের মুদ্রায় প্রায় ৯ হাজার ৯৩৩ কোটি ৪৬ লাখ টাকা। প্রতি ডলার ১২২ টাকার হিসাবে গড়ে প্রতিদিন প্রায় ১০ কোটি ১৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের অর্থনীতির জন্য একটি আশাব্যঞ্জক চিত্র।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, মার্চ মাসের প্রথম আট দিনে দেশের ব্যাংকিং সিস্টেমে এসেছে ৮১ কোটি ৪২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। আগের মাসের (ফেব্রুয়ারি ও জানুয়ারি) তুলনায় এটি উল্লেখযোগ্য বৃদ্ধি দেখাচ্ছে। ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ৬৭ কোটি ১০ লাখ ডলার এবং জানুয়ারিতে ৫৩ কোটি ৫২ লাখ ডলার। অর্থাৎ, গত মাসে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
বিশেষভাবে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো এই সময়ে পেয়েছে ২৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ডলার। একইভাবে, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬ কোটি ৮৪ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলো থেকে ৫১ কোটি ২৯ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলো থেকে এসেছে ১৫ লাখ ৪০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংক আরো জানায়, মার্চের ২ থেকে ৮ তারিখের মধ্যে মোট ৭৮ কোটি ৪২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, আর ১ মার্চে রেমিট্যান্স এসেছে ৩ কোটি ৮০ হাজার ডলার।
গত ফেব্রুয়ারি ও জানুয়ারিতে দেশে যথাক্রমে ২৫২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ডলার এবং ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বর্তমানে রেমিট্যান্স প্রবাহের এই শক্তিশালী বৃদ্ধি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা প্রবাসী বাংলাদেশিদের অবদানকে আরও স্বীকৃতি দেয়।