ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

মার্চে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি, দেশের অর্থনীতিতে শক্তি সঞ্চার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 53

ছবি: সংগৃহীত

 

চলতি মাসের প্রথম আট দিনে বাংলাদেশে প্রবাসী আয়ের পরিমাণ পৌঁছেছে ৮১ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার, যা দেশের মুদ্রায় প্রায় ৯ হাজার ৯৩৩ কোটি ৪৬ লাখ টাকা। প্রতি ডলার ১২২ টাকার হিসাবে গড়ে প্রতিদিন প্রায় ১০ কোটি ১৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের অর্থনীতির জন্য একটি আশাব্যঞ্জক চিত্র।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, মার্চ মাসের প্রথম আট দিনে দেশের ব্যাংকিং সিস্টেমে এসেছে ৮১ কোটি ৪২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। আগের মাসের (ফেব্রুয়ারি ও জানুয়ারি) তুলনায় এটি উল্লেখযোগ্য বৃদ্ধি দেখাচ্ছে। ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ৬৭ কোটি ১০ লাখ ডলার এবং জানুয়ারিতে ৫৩ কোটি ৫২ লাখ ডলার। অর্থাৎ, গত মাসে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

বিশেষভাবে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো এই সময়ে পেয়েছে ২৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ডলার। একইভাবে, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬ কোটি ৮৪ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলো থেকে ৫১ কোটি ২৯ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলো থেকে এসেছে ১৫ লাখ ৪০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক আরো জানায়, মার্চের ২ থেকে ৮ তারিখের মধ্যে মোট ৭৮ কোটি ৪২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, আর ১ মার্চে রেমিট্যান্স এসেছে ৩ কোটি ৮০ হাজার ডলার।

গত ফেব্রুয়ারি ও জানুয়ারিতে দেশে যথাক্রমে ২৫২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ডলার এবং ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বর্তমানে রেমিট্যান্স প্রবাহের এই শক্তিশালী বৃদ্ধি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা প্রবাসী বাংলাদেশিদের অবদানকে আরও স্বীকৃতি দেয়।

নিউজটি শেয়ার করুন

মার্চে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি, দেশের অর্থনীতিতে শক্তি সঞ্চার

আপডেট সময় ০২:৫৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

 

চলতি মাসের প্রথম আট দিনে বাংলাদেশে প্রবাসী আয়ের পরিমাণ পৌঁছেছে ৮১ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার, যা দেশের মুদ্রায় প্রায় ৯ হাজার ৯৩৩ কোটি ৪৬ লাখ টাকা। প্রতি ডলার ১২২ টাকার হিসাবে গড়ে প্রতিদিন প্রায় ১০ কোটি ১৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের অর্থনীতির জন্য একটি আশাব্যঞ্জক চিত্র।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, মার্চ মাসের প্রথম আট দিনে দেশের ব্যাংকিং সিস্টেমে এসেছে ৮১ কোটি ৪২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। আগের মাসের (ফেব্রুয়ারি ও জানুয়ারি) তুলনায় এটি উল্লেখযোগ্য বৃদ্ধি দেখাচ্ছে। ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ৬৭ কোটি ১০ লাখ ডলার এবং জানুয়ারিতে ৫৩ কোটি ৫২ লাখ ডলার। অর্থাৎ, গত মাসে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

বিশেষভাবে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো এই সময়ে পেয়েছে ২৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ডলার। একইভাবে, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬ কোটি ৮৪ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলো থেকে ৫১ কোটি ২৯ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলো থেকে এসেছে ১৫ লাখ ৪০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক আরো জানায়, মার্চের ২ থেকে ৮ তারিখের মধ্যে মোট ৭৮ কোটি ৪২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, আর ১ মার্চে রেমিট্যান্স এসেছে ৩ কোটি ৮০ হাজার ডলার।

গত ফেব্রুয়ারি ও জানুয়ারিতে দেশে যথাক্রমে ২৫২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ডলার এবং ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বর্তমানে রেমিট্যান্স প্রবাহের এই শক্তিশালী বৃদ্ধি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা প্রবাসী বাংলাদেশিদের অবদানকে আরও স্বীকৃতি দেয়।