ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের জন্য সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য ৫ শতাংশ কোটার আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয় ৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেবে সরকার, স্বাস্থ্যসেবায় নেওয়া হবে নতুন উদ্যোগ: রিজওয়ানা বিশ্ব বাণিজ্য পথের নিয়ন্ত্রণে ট্রাম্পের নতুন কৌশল ইবি উপাচার্য কার্যালয়ে উত্তেজনা, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন মুখ, শপথ নিচ্ছেন অধ্যাপক সি আর আবরার ঈদে ৩ নায়কের বক্স অফিসের লড়াই: শাকিব, নিশো ও সিয়ামের শক্তিশালী প্রত্যাবর্তন অবৈধ শিক্ষক নিয়োগ: যবিপ্রবির সাবেক দুই ভিসিসহ চার শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলা বাংলাদেশের পোশাক রপ্তানিতে উল্লখযোগ্য প্রবৃদ্ধি, অগ্রসর অন্যান্য খাতও ২৬/১১ মুম্বাই হামলার অভিযুক্ত তাহাব্বুর রানা ভারতে প্রত্যর্পণের পথে, যুক্তরাষ্ট্রের সম্মতি পতেঙ্গা রিং রোডে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ১২, মামলা দায়েরঃ রাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও সৌদি আরবের ব্যবসায়িক সম্পর্ক: উন্নতির নতুন দিগন্ত

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা সম্প্রতি এক সেমিনারের আয়োজন করেছে, যেখানে বাংলাদেশ ও সৌদি আরবের বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন, রপ্তানি বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর বিভিন্ন দিক আলোচনা করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির।

সৈয়দা নাহিদা হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। এতে অংশ নেন সৌদি-বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টরস ফোরামের সদস্য, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং সাংবাদিকরা।

সেমিনারে বক্তারা প্রবাসীদের জন্য নতুন পেনশন স্কিম, স্বাস্থ্য বিমা, রেমিট্যান্স প্রবাহ ত্বরান্বিত করতে বিভিন্ন পরিকল্পনা এবং প্রবাসী কর্মীদের জন্য বিশেষ প্রকল্প গ্রহণের বিষয়ে আলোচনা করেন। এছাড়া প্রবাসীদের জন্য শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর প্রস্তাবও তুলে ধরা হয়।

রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক এখন শুধু শ্রমিক রপ্তানির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এখানে অনেক উচ্চশিক্ষিত প্রবাসী আছেন, যারা সৌদি আরবে গুরুত্বপূর্ণ স্থানে কাজ করছেন। সৌদি আরবে আমাদের লক্ষ্য এখন স্কিলড প্রফেশনালদের বৃদ্ধি।”

তিনি আরও বলেন, সৌদি আরবে বাংলাদেশী ব্যবসায়ীদের সংখ্যা উল্লেখযোগ্য এবং এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে।

অনুষ্ঠানে সৌদি-বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টরস ফোরামের পক্ষ থেকে রাষ্ট্রদূত, কনসাল জেনারেল এবং কমার্শিয়াল কাউন্সেলরের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এটি প্রমাণ করে যে, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক আরও দৃঢ় হতে যাচ্ছে এবং আগামীতে ব্যবসায়িক সুযোগের নতুন দ্বার উন্মুক্ত হতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
৫০৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও সৌদি আরবের ব্যবসায়িক সম্পর্ক: উন্নতির নতুন দিগন্ত

আপডেট সময় ০৪:২৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

 

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা সম্প্রতি এক সেমিনারের আয়োজন করেছে, যেখানে বাংলাদেশ ও সৌদি আরবের বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন, রপ্তানি বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর বিভিন্ন দিক আলোচনা করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির।

সৈয়দা নাহিদা হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। এতে অংশ নেন সৌদি-বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টরস ফোরামের সদস্য, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং সাংবাদিকরা।

সেমিনারে বক্তারা প্রবাসীদের জন্য নতুন পেনশন স্কিম, স্বাস্থ্য বিমা, রেমিট্যান্স প্রবাহ ত্বরান্বিত করতে বিভিন্ন পরিকল্পনা এবং প্রবাসী কর্মীদের জন্য বিশেষ প্রকল্প গ্রহণের বিষয়ে আলোচনা করেন। এছাড়া প্রবাসীদের জন্য শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর প্রস্তাবও তুলে ধরা হয়।

রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক এখন শুধু শ্রমিক রপ্তানির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এখানে অনেক উচ্চশিক্ষিত প্রবাসী আছেন, যারা সৌদি আরবে গুরুত্বপূর্ণ স্থানে কাজ করছেন। সৌদি আরবে আমাদের লক্ষ্য এখন স্কিলড প্রফেশনালদের বৃদ্ধি।”

তিনি আরও বলেন, সৌদি আরবে বাংলাদেশী ব্যবসায়ীদের সংখ্যা উল্লেখযোগ্য এবং এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে।

অনুষ্ঠানে সৌদি-বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টরস ফোরামের পক্ষ থেকে রাষ্ট্রদূত, কনসাল জেনারেল এবং কমার্শিয়াল কাউন্সেলরের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এটি প্রমাণ করে যে, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক আরও দৃঢ় হতে যাচ্ছে এবং আগামীতে ব্যবসায়িক সুযোগের নতুন দ্বার উন্মুক্ত হতে যাচ্ছে।