শেয়ারবাজার
দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবৃদ্ধি, সূচক বাড়ল ডিএসই ও সিএসইতে

- আপডেট সময় ১১:২৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) রবিবারের লেনদেনে ইতিবাচক প্রবৃদ্ধি দেখিয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থান শুরু হয়, যা বাজারে নতুন প্রাণ সঞ্চারিত করেছে।
ডিএসই সূত্রে জানা যায়, লেনদেন শুরুর আধা ঘণ্টার মধ্যে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় তিন পয়েন্ট বেড়ে ৫,২০৪ পয়েন্টে পৌঁছায়। একই সময়ে ডিএসই শরীয়াহ সূচক এক পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচকও এক পয়েন্ট বাড়ে, যার ফলে তা যথাক্রমে ১,১৫৫ এবং ১,৯২০ পয়েন্টে অবস্থান করে।
সকাল সাড়ে ১০টায় ৫৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়। এক্ষেত্রে ১৬৫টি কোম্পানির শেয়ার মূল্য বেড়েছে, ৮৩টি কমেছে এবং ৮২টি কোম্পানির শেয়ারের মূল্য অপরিবর্তিত রয়েছে।
দিনের প্রথম পাঁচ মিনিটে সূচক তিন পয়েন্ট বেড়ে যাওয়ার পর, সকাল ১০টা ১০ মিনিটে তা আরও দুই পয়েন্ট বৃদ্ধি পায়, এবং পরে বাজারে উর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যায়। সকাল ১০টা ২০ মিনিটে সূচক ৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫,২০৯ পয়েন্টে পৌঁছায়।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট বেড়ে ১৪,৫৪৫ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়। এ সময় ১৭টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, ৫টির দাম কমেছে এবং ৩টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।