১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
‘জুলাই যোদ্ধা’ শনাক্তে গোয়েন্দা তদন্ত শুরু কুয়াকাটার হোটেলে ঝুলন্ত মরদেহ, স্বামী পরিচয়ে থাকা যুবকের খোঁজ নেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা বৃদ্ধি: যোগ হচ্ছে ফিলিস্তিনসহ আরও ছয় দেশ ‘২৫ তারিখ ইনশা আল্লাহ দেশে ফিরছি’: তারেক রহমান হাদিকে গুলি: প্রধান আসামি ফয়সালের বাবা–মা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শ্রদ্ধা গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে হোয়াইট হাউসের সতর্কবার্তা, নেতানিয়াহুকে সরাসরি বার্তা

নতুন মুদ্রানীতি ঘোষণা আজ: মূল্যস্ফীতি ও বিনিয়োগে নজর বাংলাদেশ ব্যাংকের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 111

ছবি সংগৃহীত

 

২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি আজ ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। বিকেল ৩টায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে জানুয়ারি-জুন ২০২৫ মেয়াদের জন্য এ নীতি প্রকাশ করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গভর্নর আহসান এইচ মনসুর। উপস্থিত থাকবেন ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তীব্র অর্থনৈতিক চাপে এবারের মুদ্রানীতি বিশেষ গুরুত্ব পাচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিময়হারের স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ ও বিনিয়োগ বৃদ্ধির ওপর থাকবে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নজর। জানুয়ারিতে মূল্যস্ফীতি কিছুটা কমায় নীতি সুদহার স্থিতিশীল রাখার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের প্রথম ছয় মাসে বড় ধরনের অর্থনৈতিক উন্নতি না হলেও অবনতির ধারা রোধ করা গেছে। বিশেষ করে অর্থপাচার রোধে কঠোর নীতির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগের মতো হ্রাস পাচ্ছে না। বর্তমানে রিজার্ভ স্থিতিশীল রয়েছে ২০ বিলিয়ন ডলারের ঘরে। গত সপ্তাহের তথ্য অনুযায়ী, রিজার্ভ দাঁড়িয়েছে ২০.২০ বিলিয়ন ডলারে।

বিশ্লেষকরা মনে করছেন, ব্যবসায়ীদের আস্থা ফেরানো, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং মুদ্রার স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে কার্যকর ও সুসমন্বিত মুদ্রানীতি গ্রহণ জরুরি। আজকের ঘোষণায় এসব দিক কতটা প্রতিফলিত হবে, তা নিয়ে অর্থনীতি সংশ্লিষ্টদের আগ্রহ তুঙ্গে।

নিউজটি শেয়ার করুন

নতুন মুদ্রানীতি ঘোষণা আজ: মূল্যস্ফীতি ও বিনিয়োগে নজর বাংলাদেশ ব্যাংকের

আপডেট সময় ০১:৩৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

 

২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি আজ ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। বিকেল ৩টায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে জানুয়ারি-জুন ২০২৫ মেয়াদের জন্য এ নীতি প্রকাশ করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গভর্নর আহসান এইচ মনসুর। উপস্থিত থাকবেন ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তীব্র অর্থনৈতিক চাপে এবারের মুদ্রানীতি বিশেষ গুরুত্ব পাচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিময়হারের স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ ও বিনিয়োগ বৃদ্ধির ওপর থাকবে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নজর। জানুয়ারিতে মূল্যস্ফীতি কিছুটা কমায় নীতি সুদহার স্থিতিশীল রাখার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের প্রথম ছয় মাসে বড় ধরনের অর্থনৈতিক উন্নতি না হলেও অবনতির ধারা রোধ করা গেছে। বিশেষ করে অর্থপাচার রোধে কঠোর নীতির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগের মতো হ্রাস পাচ্ছে না। বর্তমানে রিজার্ভ স্থিতিশীল রয়েছে ২০ বিলিয়ন ডলারের ঘরে। গত সপ্তাহের তথ্য অনুযায়ী, রিজার্ভ দাঁড়িয়েছে ২০.২০ বিলিয়ন ডলারে।

বিশ্লেষকরা মনে করছেন, ব্যবসায়ীদের আস্থা ফেরানো, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং মুদ্রার স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে কার্যকর ও সুসমন্বিত মুদ্রানীতি গ্রহণ জরুরি। আজকের ঘোষণায় এসব দিক কতটা প্রতিফলিত হবে, তা নিয়ে অর্থনীতি সংশ্লিষ্টদের আগ্রহ তুঙ্গে।