১১:০১ অপরাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
শিরোনাম :
গণভোট নিয়ে দলগুলো ‘ঐকমত্যে’ পৌঁছাতে না পারলে সিদ্ধান্ত দেবে সরকার পানি ব্যবস্থাপনা নিয়ে ইরাক–তুরস্ক সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২০ অবিশ্বাস্য উড়ন্ত গাড়ি আনছে টেসলা, জানালেন ইলন মাস্ক এমবাপ্পের পেনাল্টি মিস দেখেই হার্ট অ্যাটাকে রিয়াল সমর্থকের মৃত্যু জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল যারা আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না: মুজিবুর রহমান আজ থেকে শুরু জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া আহসান, নতুন লুকে মুগ্ধ ভক্তরা নতুন ফাঁস হওয়া নথিতে ইসরায়েলের সঙ্গে অ্যামাজন ও গুগলের গোপন চুক্তি উন্মোচিত

শুল্ক নীতিতে এশিয়ার দেশগুলোর চীনের প্রতি ঝোঁক বাড়ার শঙ্কা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 76

ছবি সংগৃহীত

 

ট্রাম্প প্রশাসনের কঠোর শুল্ক নীতির কারণে এশিয়ার দেশগুলো চীনের প্রতি আরও বেশি ঝুঁকে পড়তে পারে এবং এতে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন জাপানের শাসক দলের নীতিনির্ধারক প্রধান।

তিনি বলেন, “বর্তমানে শুল্ক সংক্রান্ত সিদ্ধান্তগুলোর ফলে এশিয়ার অনেক দেশ গভীর উদ্বেগে রয়েছে। অনেক রাষ্ট্রই যুক্তরাষ্ট্রের নীতির বিরূপ প্রভাব থেকে নিজেদের দূরে সরিয়ে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারে। এটি এমন একটি পরিস্থিতি, যা জাপান কখনোই প্রত্যাশা করে না।”

বিজ্ঞাপন

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক বৃদ্ধি নীতির ফলে বেশ কয়েকটি এশীয় দেশ অর্থনৈতিক চাপের মুখে পড়েছে। বিশেষ করে যেসব দেশ যুক্তরাষ্ট্রের বাজারের ওপর নির্ভরশীল, তারা বিকল্প বাজার খুঁজতে বাধ্য হচ্ছে। চীন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, এ ক্ষেত্রে অনেকের কাছেই একটি বাস্তবিক বিকল্প হিসেবে উঠে আসছে।

জাপানী নীতিনির্ধারক আরও বলেন, “আমরা চাই এশিয়ায় স্থিতিশীলতা বজায় থাকুক এবং সব দেশের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক। কিন্তু যদি শুল্ক নীতির কারণে দেশগুলো একতরফাভাবে চীনের দিকে ঝুঁকে পড়ে, তবে সেটি গোটা অঞ্চলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।”

তিনি যুক্তরাষ্ট্রকে আরও দায়িত্বশীল বাণিজ্য নীতি গ্রহণের আহ্বান জানান, যাতে আঞ্চলিক শান্তি ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষা পায়।

বিশ্লেষকদের মতে, বর্তমান প্রেক্ষাপটে এশিয়ার দেশগুলোর জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া আরও কঠিন হয়ে পড়েছে। তারা এখন অর্থনৈতিক স্বার্থ এবং কৌশলগত নিরাপত্তার মধ্যে ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জের মুখোমুখি।

নিউজটি শেয়ার করুন

শুল্ক নীতিতে এশিয়ার দেশগুলোর চীনের প্রতি ঝোঁক বাড়ার শঙ্কা

আপডেট সময় ০৫:৪৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

 

ট্রাম্প প্রশাসনের কঠোর শুল্ক নীতির কারণে এশিয়ার দেশগুলো চীনের প্রতি আরও বেশি ঝুঁকে পড়তে পারে এবং এতে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন জাপানের শাসক দলের নীতিনির্ধারক প্রধান।

তিনি বলেন, “বর্তমানে শুল্ক সংক্রান্ত সিদ্ধান্তগুলোর ফলে এশিয়ার অনেক দেশ গভীর উদ্বেগে রয়েছে। অনেক রাষ্ট্রই যুক্তরাষ্ট্রের নীতির বিরূপ প্রভাব থেকে নিজেদের দূরে সরিয়ে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারে। এটি এমন একটি পরিস্থিতি, যা জাপান কখনোই প্রত্যাশা করে না।”

বিজ্ঞাপন

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক বৃদ্ধি নীতির ফলে বেশ কয়েকটি এশীয় দেশ অর্থনৈতিক চাপের মুখে পড়েছে। বিশেষ করে যেসব দেশ যুক্তরাষ্ট্রের বাজারের ওপর নির্ভরশীল, তারা বিকল্প বাজার খুঁজতে বাধ্য হচ্ছে। চীন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, এ ক্ষেত্রে অনেকের কাছেই একটি বাস্তবিক বিকল্প হিসেবে উঠে আসছে।

জাপানী নীতিনির্ধারক আরও বলেন, “আমরা চাই এশিয়ায় স্থিতিশীলতা বজায় থাকুক এবং সব দেশের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক। কিন্তু যদি শুল্ক নীতির কারণে দেশগুলো একতরফাভাবে চীনের দিকে ঝুঁকে পড়ে, তবে সেটি গোটা অঞ্চলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।”

তিনি যুক্তরাষ্ট্রকে আরও দায়িত্বশীল বাণিজ্য নীতি গ্রহণের আহ্বান জানান, যাতে আঞ্চলিক শান্তি ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষা পায়।

বিশ্লেষকদের মতে, বর্তমান প্রেক্ষাপটে এশিয়ার দেশগুলোর জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া আরও কঠিন হয়ে পড়েছে। তারা এখন অর্থনৈতিক স্বার্থ এবং কৌশলগত নিরাপত্তার মধ্যে ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জের মুখোমুখি।