ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরাসি নেতার দাবি: ‘স্ট্যাচু অফ লিবারর্টি ফিরিয়ে দিন’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারত ও ভিয়েতনাম থেকে আমদানি করা চালের দুটি জাহাজ রোজা অবস্থায় যদি কয়েল বা আগরবাতির ধোঁয়া নাকে যায়, তবে কি রোজা ভঙ্গ হবে? এআই মিথ্যাচার রোধে স্পেনের ঐতিহাসিক আইন: বড় জরিমানার বিধান পিলখানা বিদ্রোহ: বিস্ফোরক মামলায় ২৩৯ আসামির জামিন আদেশ ১০ এপ্রিল আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত হলে প্রতিটি যুদ্ধেই বিজয় অর্জন করা সম্ভব: প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন মার্কিন অস্ত্র ক্রয় কমিটির প্রধান গ্যারি পিটার্স নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী, দ্রুত বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিতকরণের উদ্যোগ: আইন উপদেষ্টা গ্রীষ্ম ও রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে বিশেষ নির্দেশনা এক দশক পর ভারত-নিউজিল্যান্ডের ফের মুক্ত বাণিজ্য আলোচনার সূচনা

শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির পরিকল্পনা

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

তৈরি পোশাকসহ অন্যান্য পণ্যে শুল্ক আরোপ ঠেকাতে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির পরিকল্পনার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সোমবার (১৭ মার্চ) সকালে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘তুলা চাষের সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “বাংলাদেশ তুলা উৎপাদনে পিছিয়ে থাকায় নিম্নমানের কটন আমদানি করতে বাধ্য হচ্ছে, যা তুলনামূলকভাবে ব্যয়বহুল। কৃষকদের উৎসাহিত করতে তুলা চাষে ভর্তুকি দেয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। পাশাপাশি তুলাকে কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি দেয়ার জন্যও কার্যকর উদ্যোগ নেয়া হবে।”

তিনি আরও জানান, ট্রাম্প প্রশাসন যাতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে শুল্ক আরোপ না করে, সে জন্য পাল্টা কৌশল হিসেবে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রেক্ষিতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উত্তীর্ণ হওয়ার জন্য বর্ধিত সময়সীমা চাওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও স্পষ্ট করেন তিনি।

এদিকে, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, “এ ধরনের প্রচারণা দুই দেশের সম্পর্ককে অস্থিতিশীল করার অপচেষ্টা ছাড়া কিছু নয়। সরকার এ বিষয়ে যথাযথ কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করবে।”

বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্পের গুরুত্ব বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক বাণিজ্য নীতিতে ভারসাম্য রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে সঠিক কৌশল গ্রহণ করে বৈশ্বিক বাজারে অবস্থান সুসংহত করতে হবে।”

তুলা চাষের প্রসার এবং আমদানিনির্ভরতা কমাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন হলে এটি কৃষি ও শিল্প উভয় খাতেই ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৪৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
৫০৪ বার পড়া হয়েছে

শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির পরিকল্পনা

আপডেট সময় ০১:৪৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

 

তৈরি পোশাকসহ অন্যান্য পণ্যে শুল্ক আরোপ ঠেকাতে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির পরিকল্পনার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সোমবার (১৭ মার্চ) সকালে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘তুলা চাষের সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “বাংলাদেশ তুলা উৎপাদনে পিছিয়ে থাকায় নিম্নমানের কটন আমদানি করতে বাধ্য হচ্ছে, যা তুলনামূলকভাবে ব্যয়বহুল। কৃষকদের উৎসাহিত করতে তুলা চাষে ভর্তুকি দেয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। পাশাপাশি তুলাকে কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি দেয়ার জন্যও কার্যকর উদ্যোগ নেয়া হবে।”

তিনি আরও জানান, ট্রাম্প প্রশাসন যাতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে শুল্ক আরোপ না করে, সে জন্য পাল্টা কৌশল হিসেবে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রেক্ষিতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উত্তীর্ণ হওয়ার জন্য বর্ধিত সময়সীমা চাওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও স্পষ্ট করেন তিনি।

এদিকে, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, “এ ধরনের প্রচারণা দুই দেশের সম্পর্ককে অস্থিতিশীল করার অপচেষ্টা ছাড়া কিছু নয়। সরকার এ বিষয়ে যথাযথ কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করবে।”

বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্পের গুরুত্ব বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক বাণিজ্য নীতিতে ভারসাম্য রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে সঠিক কৌশল গ্রহণ করে বৈশ্বিক বাজারে অবস্থান সুসংহত করতে হবে।”

তুলা চাষের প্রসার এবং আমদানিনির্ভরতা কমাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন হলে এটি কৃষি ও শিল্প উভয় খাতেই ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন তিনি।