মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী ও ডাকাতসহ ১০ জন গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই, ডাকাতি ও মাদক কারবারে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (২ মার্চ) এ তথ্য জানানো হয়।
ডিএমপির বিশেষ অভিযানের অংশ হিসেবে মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় শনিবার (১ মার্চ) রাতে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হয়। এ অভিযানে গ্রেপ্তার হন বশির (৪৭), কাশেম (২৩), সানুজ (২২), আলমগীর (৩৪), রহমত আলী (২৫), মনির (২০), এমরান (৩৪), শুভ (২২), রাকিব (২০) ও বাদল (৩২)।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে বেশ কয়েকজন চিহ্নিত অপরাধী। কেউ সক্রিয় ছিনতাইকারী, কেউ মাদক কারবারি, আবার কেউ ডাকাত ও চাঁদাবাজ। এছাড়া, বেশ কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।
ডিএমপির এক কর্মকর্তা জানান, রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। অপরাধ দমনে ধারাবাহিকভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।