ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
মেসিদের দারুণ প্রত্যাবর্তন: ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের জন্য প্রস্তুতি বাংলাদেশ-ভারত গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশ প্রতিনিধি দল: নতুন আলোচনা শুরু কলকাতায় খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস, আপিল বিভাগের রায় ড. মুহাম্মদ ইউনূস: ‘‘ একটি পলাতক দল দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে’’ মুম্বাইয়ে প্রথম বিক্রয়কেন্দ্র চালু করতে যাচ্ছে ইলন মাস্কের কোম্পানি টেসলা, পরিকল্পনায় রয়েছে কারখানাও অস্কার ২০২৫: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ ঘোষিত হয়েছে বিজয়ী, যাদের হাতে উঠল পুরষ্কার আজ বিশ্ব বন্যপ্রাণী দিবস: বন্যপ্রাণী সংরক্ষণে চরম সংকট বাড়ছে মৃত্যু, নেই আইনের প্রয়োগ বিদেশি নাগরিকত্বে সাবেক এমপি-মন্ত্রীদের অনুসন্ধান, আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি গাজায় ইসরায়েলের ত্রাণ সরবরাহ বন্ধ ও ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা, মধ্যস্থতার আহ্বান হামাসের দেশের সংস্কার নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের দৃঢ় অবস্থান: “এ বছরেই নির্বাচন হবে”

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী ও ডাকাতসহ ১০ জন গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই, ডাকাতি ও মাদক কারবারে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (২ মার্চ) এ তথ্য জানানো হয়।

ডিএমপির বিশেষ অভিযানের অংশ হিসেবে মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় শনিবার (১ মার্চ) রাতে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হয়। এ অভিযানে গ্রেপ্তার হন বশির (৪৭), কাশেম (২৩), সানুজ (২২), আলমগীর (৩৪), রহমত আলী (২৫), মনির (২০), এমরান (৩৪), শুভ (২২), রাকিব (২০) ও বাদল (৩২)।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে বেশ কয়েকজন চিহ্নিত অপরাধী। কেউ সক্রিয় ছিনতাইকারী, কেউ মাদক কারবারি, আবার কেউ ডাকাত ও চাঁদাবাজ। এছাড়া, বেশ কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

ডিএমপির এক কর্মকর্তা জানান, রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। অপরাধ দমনে ধারাবাহিকভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
৫০৬ বার পড়া হয়েছে

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী ও ডাকাতসহ ১০ জন গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৩৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

 

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই, ডাকাতি ও মাদক কারবারে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (২ মার্চ) এ তথ্য জানানো হয়।

ডিএমপির বিশেষ অভিযানের অংশ হিসেবে মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় শনিবার (১ মার্চ) রাতে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হয়। এ অভিযানে গ্রেপ্তার হন বশির (৪৭), কাশেম (২৩), সানুজ (২২), আলমগীর (৩৪), রহমত আলী (২৫), মনির (২০), এমরান (৩৪), শুভ (২২), রাকিব (২০) ও বাদল (৩২)।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে বেশ কয়েকজন চিহ্নিত অপরাধী। কেউ সক্রিয় ছিনতাইকারী, কেউ মাদক কারবারি, আবার কেউ ডাকাত ও চাঁদাবাজ। এছাড়া, বেশ কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

ডিএমপির এক কর্মকর্তা জানান, রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। অপরাধ দমনে ধারাবাহিকভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।