ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে ছিনতাইকারী ও ডাকাতদলের আস্তানায় পুলিশ অভিযান, ২ এসআই আহত

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার বারিক বিল্ডিং এলাকায় এক অভিযানে পুলিশের দুই এসআই আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ছিনতাইকারী ও ডাকাতদলের গোপন আস্তানায় পুলিশ অভিযান চালাতে গেলে তাদের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হন ডবলমুরিং থানার এসআই জামিল উদ্দিন এবং এসআই নজরুল ইসলাম। আহত পুলিশ সদস্যদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযানে পুলিশ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় ছিনতাইকারীদের কাছ থেকে লুট করা টাকা, ছিনতাই ও ডাকাতির সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বারিক বিল্ডিং এলাকায় একটি খালি জায়গায় ছিনতাইকারী দল গোপনে জড়ো হয়ে তাদের চুরি করা মালামাল ভাগাভাগি করছিল। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে ছিনতাইকারীরা তাদের প্রতিরোধ করতে চেষ্টা করে এবং পুলিশের দুই এসআই ছুরির আঘাতে আহত হন। অভিযানে আটক হওয়া ছিনতাইকারীরা হলেন তারেক ও জুয়েল।

ঘটনাস্থলটি একটি শিল্প গ্রুপের জায়গা, যেখানে টিন দিয়ে ঘেরা ছোট একটি ঘর ছিল। এই ঘরটিতে ছিনতাইকারীরা তাদের অস্ত্র এবং চুরি করা সামগ্রী রাখত। পুলিশ অভিযান শেষে এখানে ছুরি, চাকু, টাকার থলি এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির জানান, তাদের কাছে খবর ছিল যে, ছিনতাইকারীরা এই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এবং লুটের টাকা ভাগ করছিল। অভিযানে দুই ছিনতাইকারী আটক হলেও বাকিরা পালিয়ে যায়। বর্তমানে পুলিশ তাদের ধরতে আশপাশের এলাকায় অভিযান অব্যাহত রেখেছে।

এই ঘটনায় একাধিক টিম অভিযান চালাচ্ছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
৫০৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামে ছিনতাইকারী ও ডাকাতদলের আস্তানায় পুলিশ অভিযান, ২ এসআই আহত

আপডেট সময় ০৭:৪২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

 

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার বারিক বিল্ডিং এলাকায় এক অভিযানে পুলিশের দুই এসআই আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ছিনতাইকারী ও ডাকাতদলের গোপন আস্তানায় পুলিশ অভিযান চালাতে গেলে তাদের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হন ডবলমুরিং থানার এসআই জামিল উদ্দিন এবং এসআই নজরুল ইসলাম। আহত পুলিশ সদস্যদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযানে পুলিশ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় ছিনতাইকারীদের কাছ থেকে লুট করা টাকা, ছিনতাই ও ডাকাতির সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বারিক বিল্ডিং এলাকায় একটি খালি জায়গায় ছিনতাইকারী দল গোপনে জড়ো হয়ে তাদের চুরি করা মালামাল ভাগাভাগি করছিল। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে ছিনতাইকারীরা তাদের প্রতিরোধ করতে চেষ্টা করে এবং পুলিশের দুই এসআই ছুরির আঘাতে আহত হন। অভিযানে আটক হওয়া ছিনতাইকারীরা হলেন তারেক ও জুয়েল।

ঘটনাস্থলটি একটি শিল্প গ্রুপের জায়গা, যেখানে টিন দিয়ে ঘেরা ছোট একটি ঘর ছিল। এই ঘরটিতে ছিনতাইকারীরা তাদের অস্ত্র এবং চুরি করা সামগ্রী রাখত। পুলিশ অভিযান শেষে এখানে ছুরি, চাকু, টাকার থলি এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির জানান, তাদের কাছে খবর ছিল যে, ছিনতাইকারীরা এই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এবং লুটের টাকা ভাগ করছিল। অভিযানে দুই ছিনতাইকারী আটক হলেও বাকিরা পালিয়ে যায়। বর্তমানে পুলিশ তাদের ধরতে আশপাশের এলাকায় অভিযান অব্যাহত রেখেছে।

এই ঘটনায় একাধিক টিম অভিযান চালাচ্ছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।