ফেনীতে সংঘর্ষ
ফেনীর দাগনভূঞায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত শতাধিক
ফেনীর দাগনভূঞায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গোটা বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দাগনভূঞা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একেএম সাইমুন হক রাজিবের নেতৃত্বে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিলের জন্য নেতাকর্মীরা গজারিয়া সড়কে জড়ো হলে জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে। পরে ইকবাল মেমোরিয়াল কলেজের সামনেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে যায়, পথচারীরা দিগ্বিদিক ছুটতে থাকে।
সংঘর্ষ চলাকালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে রাজিব গ্রুপের সমর্থকদের বিরুদ্ধে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাবেদের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। পরে সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাজারের ব্যবসায়ীরা জানান, ছাত্রদলের গ্রুপিংয়ের কারণে প্রতিদিনই এলাকায় উত্তেজনা বিরাজ করছে, যা ব্যবসার ওপর মারাত্মক প্রভাব ফেলছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে। তবে পুলিশ জানিয়েছে, এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই দলীয় কোন্দল চরমে পৌঁছেছে। এর জেরে দফায় দফায় সংঘর্ষ, বিক্ষোভ মিছিল ও অবরোধের ঘটনা ঘটছে। স্থানীয় নেতারা দ্রুত এ সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।