ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দলীয় নেতাকর্মীদের কঠোর বার্তা দিলেন জামায়াত আমির, নির্বাচনের প্রস্তুতির ডাক তারেক রহমানের সুদানে কলেরার ভয়াবহ প্রভাব: দুই দিনে ৭০ জনের মৃত্যু কানাডায় ভয়াবহ দাবানল আতঙ্ক, মধ্য ও পশ্চিমাঞ্চলে জরুরি অবস্থা জারি চট্টগ্রাম বন্দরে ভয়াবহ কনটেইনার জট, বিপাকে শিল্প আমদানিকারকরা লাউয়াছড়ায় গাছের সঙ্গে ট্রেনের ধাক্কা পারমাণবিক কর্মসূচিতে বড় সিদ্ধান্তর পথে ইরান, সমঝোতার সম্ভাবনা বাংলা শিল্পের কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদীর জন্মবার্ষিকী আজ ইশরাক হোসেনের শপথ ইস্যুতে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আপিল বিভাগ আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেবে জাপান, সমঝোতা সই বিশ্বজুড়ে পারস্পরিক আস্থা হুমকির মুখে: নিক্কেই ফোরামে প্রধান উপদেষ্টা

বেইলি রোডে ফ্ল্যাট থেকে কোটি টাকার বিষ্ণু মূর্তি ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 14

ছবি: সংগৃহীত

 

রাজধানীর বেইলি রোডের একটি অভিজাত ফ্ল্যাটে অভিযান চালিয়ে তিনটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি ও বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-১০। এই অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মোহাম্মদ জাকির হোসেন (৬৫), আহমদ মোস্তফা (৪৪), মো. আনারুল হক (৪৮) ও মো. হাবিবুর রহমান (৪২)।

মঙ্গলবার (২৭ মে) রাত ৯টায় দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে র‍্যাব-১০ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, একটি সংঘবদ্ধ চোরাচালান চক্র দেশের বিভিন্ন এলাকা থেকে কষ্টিপাথরের দুষ্প্রাপ্য মূর্তি ও বিদেশি মদ সংগ্রহ করে রাজধানীতে মজুদ করছে।”

এরই প্রেক্ষিতে মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর বেইলি রোডের ‘বেইলি হাইটস’ ভবনের চতুর্থ তলায় অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৩৪ কোটি টাকা মূল্যের তিনটি কষ্টিপাথরের মূর্তি ও ৪০ লাখ টাকা মূল্যের ১১০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মূর্তিগুলোর মধ্যে দুটি বিষ্ণু দেবের এবং একটি গরুর বলে ধারণা করা হচ্ছে।
তথ্য অনুযায়ী,

* একটি মূর্তির ওজন ৮৮.৯৫০ কেজি ও উচ্চতা ৪২.৫ ইঞ্চি

* দ্বিতীয়টির ওজন ১৯.৬৫০ কেজি ও উচ্চতা ২৬.৫ ইঞ্চি

* তৃতীয়টির ওজন ৯২.৬৯০ কেজি ও উচ্চতা ২২.৫ ইঞ্চি

স্থানীয় স্বর্ণকারদের মাধ্যমে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে যে, মূর্তিগুলো প্রাচীন কষ্টিপাথরের তৈরি।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং দ্রুত অর্থ উপার্জনের আশায় এই অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।

উদ্ধারকৃত প্রাচীন মূর্তিগুলো যথাযথ প্রক্রিয়ায় জাদুঘরে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

বেইলি রোডে ফ্ল্যাট থেকে কোটি টাকার বিষ্ণু মূর্তি ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৪

আপডেট সময় ১০:৫৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

 

রাজধানীর বেইলি রোডের একটি অভিজাত ফ্ল্যাটে অভিযান চালিয়ে তিনটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি ও বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-১০। এই অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মোহাম্মদ জাকির হোসেন (৬৫), আহমদ মোস্তফা (৪৪), মো. আনারুল হক (৪৮) ও মো. হাবিবুর রহমান (৪২)।

মঙ্গলবার (২৭ মে) রাত ৯টায় দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে র‍্যাব-১০ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, একটি সংঘবদ্ধ চোরাচালান চক্র দেশের বিভিন্ন এলাকা থেকে কষ্টিপাথরের দুষ্প্রাপ্য মূর্তি ও বিদেশি মদ সংগ্রহ করে রাজধানীতে মজুদ করছে।”

এরই প্রেক্ষিতে মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর বেইলি রোডের ‘বেইলি হাইটস’ ভবনের চতুর্থ তলায় অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৩৪ কোটি টাকা মূল্যের তিনটি কষ্টিপাথরের মূর্তি ও ৪০ লাখ টাকা মূল্যের ১১০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মূর্তিগুলোর মধ্যে দুটি বিষ্ণু দেবের এবং একটি গরুর বলে ধারণা করা হচ্ছে।
তথ্য অনুযায়ী,

* একটি মূর্তির ওজন ৮৮.৯৫০ কেজি ও উচ্চতা ৪২.৫ ইঞ্চি

* দ্বিতীয়টির ওজন ১৯.৬৫০ কেজি ও উচ্চতা ২৬.৫ ইঞ্চি

* তৃতীয়টির ওজন ৯২.৬৯০ কেজি ও উচ্চতা ২২.৫ ইঞ্চি

স্থানীয় স্বর্ণকারদের মাধ্যমে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে যে, মূর্তিগুলো প্রাচীন কষ্টিপাথরের তৈরি।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং দ্রুত অর্থ উপার্জনের আশায় এই অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।

উদ্ধারকৃত প্রাচীন মূর্তিগুলো যথাযথ প্রক্রিয়ায় জাদুঘরে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।