ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আওয়ামী লীগের আমলে ব্যাংকের ৮০ শতাংশ অর্থ পাচার হয়ে গেছে অর্থ উপদেষ্টা রেলপথ গুলোকে নতুন করে ঢেলে সাজাতে চায় সরকার আরো ১৪ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা কুষ্টিয়ায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে গোয়েন্দা পুলিশের ওপর হামলা, এসআই গুরুতর আহত নোয়াখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় নিশ্চিত করতেই চার্জশীট দিতে দেরী হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভারত নদীর পাড়ে,জঙ্গলে মানুষ ফেলে যাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ লোহাগড়ায় সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সকল পাবলিক পরীক্ষার খাতা দেখা থেকে ৮ শিক্ষককে আজীবনের জন্য অব্যাহতি

উখিয়ায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ: জামায়াত নেতাসহ প্রাণ গেল ৩ জনের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 60

ছবি সংগৃহীত

 

 

কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। এতে প্রাণ হারিয়েছেন তিনজন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

রোববার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় মসজিদের খতিব ও জামায়াত নেতা নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুতুপালং এলাকায় একাধিক পক্ষের মধ্যে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, “জমি সংক্রান্ত বিরোধের জেরে কুতুপালংয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, এই মর্মান্তিক ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলেছেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ মীমাংসার চেষ্টা চললেও সেটি সফল হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপের আগেই সংঘর্ষ প্রাণঘাতী হয়ে ওঠে।

উল্লেখ্য, উখিয়া-টেকনাফ অঞ্চলে রোহিঙ্গা ক্যাম্পের ছায়ায় বহু জমির মালিকানা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ফলে স্থানীয়দের মধ্যে বিরোধও বেড়ে চলেছে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যেই কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, জমি নিয়ে বিরোধ নিষ্পত্তিতে প্রশাসনের তৎপরতা বাড়ানো না হলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

উখিয়ায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ: জামায়াত নেতাসহ প্রাণ গেল ৩ জনের

আপডেট সময় ০৫:৫৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

 

 

কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। এতে প্রাণ হারিয়েছেন তিনজন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

রোববার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় মসজিদের খতিব ও জামায়াত নেতা নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুতুপালং এলাকায় একাধিক পক্ষের মধ্যে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, “জমি সংক্রান্ত বিরোধের জেরে কুতুপালংয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, এই মর্মান্তিক ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলেছেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ মীমাংসার চেষ্টা চললেও সেটি সফল হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপের আগেই সংঘর্ষ প্রাণঘাতী হয়ে ওঠে।

উল্লেখ্য, উখিয়া-টেকনাফ অঞ্চলে রোহিঙ্গা ক্যাম্পের ছায়ায় বহু জমির মালিকানা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ফলে স্থানীয়দের মধ্যে বিরোধও বেড়ে চলেছে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যেই কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, জমি নিয়ে বিরোধ নিষ্পত্তিতে প্রশাসনের তৎপরতা বাড়ানো না হলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।