সাটুরিয়ায় আ. লীগ সাংগঠনিক সম্পাদকসহ ৬ নেতা গ্রেপ্তার

- আপডেট সময় ০২:৩০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
- / ৫০৭ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে পরিচালনা করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ যুবলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গতকাল বুধবার (১৬ এপ্রিল) রাত থেকে আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোর পর্যন্ত একাধিক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তিল্লী ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম ধলা, বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি সদস্য মো. মনির হোসেন (দুর্লভ), বালিয়াটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জহিরুল ইসলাম, দিঘলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বাদশা মিয়া, দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া এবং হরগজ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম।
পুলিশ জানায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ১৩ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিজয় মিছিলের সময় দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অপর দিকে এ ঘটনাকে কেন্দ্র করে ৭ সেপ্টেম্বর বিএনপির নেতা মো. শাহিন খান বাদী হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৩৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে সাটুরিয়া থানায় মামলা করেন। উক্ত মামলায় তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে।
সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম জানান, দরগ্রাম মামলার সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।