নীলফামারীতে প্রতিমা ভাঙচুর, একজন গ্রেপ্তার

- আপডেট সময় ০১:২৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / 133
নীলফামারীতে কালীমন্দিরে চারটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের ডারারপার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় এরফান আলী (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত এরফান আলী নীলফামারীর সৈয়দপুর উপজেলার পোড়ার হাট আবাসনের মঈন খানের ছেলে।
কালীমন্দিরের সভাপতি পঙ্কজ কুমার জানান, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে গ্রামের নারীরা পূজা করার জন্য মন্দিরে গেলে তারা যুবককে মূর্তিগুলো ভাঙতে দেখে চিৎকার করেন। তখন স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়।
মন্দির কমিটির সেক্রেটারি বিজয় চন্দ্র রায় নীলফামারী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহসান হাবীব জানিয়েছেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তদন্ত কার্যক্রম এখনও চলমান।