০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প

ব্রাহ্মণবাড়িয়ার মোস্ট ওয়ান্টেড আসামী মনেক ডাকাত গ্রেপ্তার, জনমনে প্রশান্তি  

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / 120

ছবি সংগৃহীত

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিমাঞ্চলের কুখ্যাত ডাকাত মন্নাফ মিয়া ওরফে মনেক ডাকাতকে অবশেষে গ্রেপ্তার করেছে র‍্যাব। হত্যা, ডাকাতি, মাদকসহ ১৯টি মামলার ‘মোস্ট ওয়ানটেড’ আসামি মনেক শনিবার (১৫ মার্চ) রাতে উপজেলার বড়িকান্দি মাজার এলাকা থেকে র‍্যাব-৯ এর একটি দল গ্রেপ্তার করে। পরে তাকে নবীনগর থানায় হস্তান্তর করা হয়।

এই গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে আতঙ্কের কারণ হয়ে ওঠা মনেক ডাকাতের গ্রেপ্তারে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। তবে অনেকেই শঙ্কিত আগের মতো এবারও যদি জামিনে বেরিয়ে আসে, তবে আবারও ত্রাসের রাজত্ব কায়েম করবে কি না!

বিজ্ঞাপন

সাম্প্রতিক এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় মনেক ডাকাতের নাম উঠে আসে। গত ৩ ফেব্রুয়ারি উপজেলার বড়িকান্দিতে এক বিয়ে বাড়িতে সশস্ত্র হামলা চালায় মনেক বাহিনী। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় বিয়েবাড়ির আনন্দ। গুলিবিদ্ধ হন বাবা-ছেলেসহ চারজন। এই ঘটনায় বরের মা সেলিনা বেগম নবীনগর থানায় মনেকসহ ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেন।

তবে এলাকাবাসীর অভিযোগ, মামলার পরও মনেক প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন তাকে ধরতে ব্যর্থ হয়। দীর্ঘ দেড় মাস দাপটের সঙ্গে ঘোরাফেরা করলেও আইনের আওতায় আসেনি সে। একজন অবসরপ্রাপ্ত শিক্ষক জানান, ‘যে সরকারই ক্ষমতায় আসুক, মনেক ডাকাত তার সঙ্গে সখ্য গড়ে তোলে। এজন্য বারবার গ্রেপ্তার হলেও বেশি দিন জেলে থাকতে হয় না।’

তবে এবার ভিন্ন কৌশলে মনেককে আইনের আওতায় আনা হয়েছে বলে জানান নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক। তিনি বলেন, ‘বিয়ে বাড়িতে হামলার মামলায় মূল অভিযুক্ত হিসেবে তাকে চালান দেওয়া হবে। আশা করছি, এবার সহজে জামিন পাবে না।’ বহু অভিযানের পরও এতদিন পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিল মনেক। তবে অবশেষে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে শনিবার তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

অপরাধ জগতের এই কুখ্যাত ডাকাতের গ্রেপ্তারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরলেও চরম আতঙ্কও কাজ করছে আবারও জামিনে বেরিয়ে এসে সে কি আগের মতোই ত্রাসের রাজত্ব কায়েম করবে? এখন দেখার বিষয়, প্রশাসন এবার কতটা কঠোর হয়!

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ার মোস্ট ওয়ান্টেড আসামী মনেক ডাকাত গ্রেপ্তার, জনমনে প্রশান্তি  

আপডেট সময় ১১:৫৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিমাঞ্চলের কুখ্যাত ডাকাত মন্নাফ মিয়া ওরফে মনেক ডাকাতকে অবশেষে গ্রেপ্তার করেছে র‍্যাব। হত্যা, ডাকাতি, মাদকসহ ১৯টি মামলার ‘মোস্ট ওয়ানটেড’ আসামি মনেক শনিবার (১৫ মার্চ) রাতে উপজেলার বড়িকান্দি মাজার এলাকা থেকে র‍্যাব-৯ এর একটি দল গ্রেপ্তার করে। পরে তাকে নবীনগর থানায় হস্তান্তর করা হয়।

এই গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে আতঙ্কের কারণ হয়ে ওঠা মনেক ডাকাতের গ্রেপ্তারে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। তবে অনেকেই শঙ্কিত আগের মতো এবারও যদি জামিনে বেরিয়ে আসে, তবে আবারও ত্রাসের রাজত্ব কায়েম করবে কি না!

বিজ্ঞাপন

সাম্প্রতিক এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় মনেক ডাকাতের নাম উঠে আসে। গত ৩ ফেব্রুয়ারি উপজেলার বড়িকান্দিতে এক বিয়ে বাড়িতে সশস্ত্র হামলা চালায় মনেক বাহিনী। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় বিয়েবাড়ির আনন্দ। গুলিবিদ্ধ হন বাবা-ছেলেসহ চারজন। এই ঘটনায় বরের মা সেলিনা বেগম নবীনগর থানায় মনেকসহ ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেন।

তবে এলাকাবাসীর অভিযোগ, মামলার পরও মনেক প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন তাকে ধরতে ব্যর্থ হয়। দীর্ঘ দেড় মাস দাপটের সঙ্গে ঘোরাফেরা করলেও আইনের আওতায় আসেনি সে। একজন অবসরপ্রাপ্ত শিক্ষক জানান, ‘যে সরকারই ক্ষমতায় আসুক, মনেক ডাকাত তার সঙ্গে সখ্য গড়ে তোলে। এজন্য বারবার গ্রেপ্তার হলেও বেশি দিন জেলে থাকতে হয় না।’

তবে এবার ভিন্ন কৌশলে মনেককে আইনের আওতায় আনা হয়েছে বলে জানান নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক। তিনি বলেন, ‘বিয়ে বাড়িতে হামলার মামলায় মূল অভিযুক্ত হিসেবে তাকে চালান দেওয়া হবে। আশা করছি, এবার সহজে জামিন পাবে না।’ বহু অভিযানের পরও এতদিন পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিল মনেক। তবে অবশেষে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে শনিবার তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

অপরাধ জগতের এই কুখ্যাত ডাকাতের গ্রেপ্তারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরলেও চরম আতঙ্কও কাজ করছে আবারও জামিনে বেরিয়ে এসে সে কি আগের মতোই ত্রাসের রাজত্ব কায়েম করবে? এখন দেখার বিষয়, প্রশাসন এবার কতটা কঠোর হয়!