মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের গডফাদার শয়ন গ্রেপ্তার
ঢাকার মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের কুখ্যাত গডফাদার শিহাব হোসেন শয়ন ওরফে আরাফাত গ্রেপ্তার হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে হত্যাসহ একাধিক গুরুতর অপরাধে জড়িত ছিলেন এবং পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন। সেনাবাহিনী তার গতিবিধি নজরদারিতে রাখছিল এবং নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চতুর্দিক ঘিরে তাকে আটক করা হয়।
শিহাব হোসেন শয়ন ঢাকার বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও অপহরণের মতো অপরাধে অভিযুক্ত। এছাড়া, ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে গিয়ে সহিংসতার অভিযোগে তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়।
তদন্তে জানা গেছে, শয়ন একসময় মিরপুরের দুর্ধর্ষ সন্ত্রাসী শাহাদাতের সহযোগী ছিলেন। এছাড়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৮ ও ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফোরকান ও রাষ্ট্রনের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের এক সংঘর্ষের পর তিনি আত্মগোপনে চলে যান এবং শেরপুরে আশ্রয় নেন। কিন্তু সম্প্রতি নতুন করে সন্ত্রাসী বাহিনী সংগঠিত করতে তিনি ঢাকায় ফিরে আসেন।
সেনাবাহিনী শয়নের গতিবিধির ওপর গভীর পর্যবেক্ষণ চালায় এবং সম্ভাব্য চলাচলের পথ চিহ্নিত করে মোহাম্মদপুরের মানিক মিয়া এভিনিউতে চেকপোস্ট বসায়। পরিকল্পনা অনুযায়ী, সোমবার রাতে মোটরসাইকেলে করে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার দুই সহযোগী, রিদয় ও সোহাগ, আগারগাঁও এলাকা থেকে আটক করা হয়।
গ্রেপ্তারের পর শয়ন ও তার সহযোগীদের শের-ই-বাংলা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে, সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাজধানীর নিরাপত্তা রক্ষায় সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। সাধারণ জনগণকে কোনো সন্ত্রাসী কার্যকলাপ সম্পর্কে তথ্য থাকলে নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর আহ্বান জানানো হয়েছে।