০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫
শিরোনাম :
যারা আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না: মুজিবুর রহমান আজ থেকে শুরু জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া আহসান, নতুন লুকে মুগ্ধ ভক্তরা নতুন ফাঁস হওয়া নথিতে ইসরায়েলের সঙ্গে অ্যামাজন ও গুগলের গোপন চুক্তি উন্মোচিত তাইওয়ানে প্রথমবারের মতো প্রো ইসরাইলি লবি AIPAC প্রতিনিধিদলের সফর প্রবল বর্ষণে নিউইয়র্ক ও নিউ জার্সির রাস্তাঘাট প্লাবিত, যানবাহন ডুবে গেছে পানিতে নিরাপত্তা হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ — যুক্তরাষ্ট্রকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান, তুরস্ক-কাতারের মধ্যস্থতায় সমঝোতা প্রথম উড্ডয়ন সম্পন্ন করল নাসার নীরব সুপারসনিক জেট X-59

রাউজানের সাবেক এমপি ফজলে করীমসহ ৩ আসামি ট্রাইব্যুনালে হাজির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 101

ছবি সংগৃহীত

 

চট্টগ্রামে গত বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করীম চৌধুরীসহ তিন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ সোমবার (৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রাম নগরের ষোলশহর ও মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় এবং গুলি ছোড়ে বলে অভিযোগ ওঠে। এতে ছাত্রদলকর্মী ওয়াসিম আকরাম, শিবিরকর্মী ফয়সাল আহমেদ শান্ত এবং স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী মো. ফারুক গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

বিজ্ঞাপন

এরপর ১৮ জুলাই চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে দোকান কর্মচারী সাইমন, শিক্ষার্থী তানভীর সিদ্দিকী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া নিহত হন।

এই ঘটনায় দায়ের করা মামলায় চলতি বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৫ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আসামিদের তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রামের সাবেক দুই মেয়র আ জ ম নাসির উদ্দীন ও রেজাউল করিম চৌধুরী, তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য নুরুল আজিম রনি।

এ মামলার প্রসিকিউশন জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন দমনে ক্ষমতাসীন দলের একাংশের নির্দেশে হামলা চালানো হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।

মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

নিউজটি শেয়ার করুন

রাউজানের সাবেক এমপি ফজলে করীমসহ ৩ আসামি ট্রাইব্যুনালে হাজির

আপডেট সময় ১২:৪৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

 

চট্টগ্রামে গত বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করীম চৌধুরীসহ তিন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ সোমবার (৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রাম নগরের ষোলশহর ও মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় এবং গুলি ছোড়ে বলে অভিযোগ ওঠে। এতে ছাত্রদলকর্মী ওয়াসিম আকরাম, শিবিরকর্মী ফয়সাল আহমেদ শান্ত এবং স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী মো. ফারুক গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

বিজ্ঞাপন

এরপর ১৮ জুলাই চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে দোকান কর্মচারী সাইমন, শিক্ষার্থী তানভীর সিদ্দিকী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া নিহত হন।

এই ঘটনায় দায়ের করা মামলায় চলতি বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৫ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আসামিদের তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রামের সাবেক দুই মেয়র আ জ ম নাসির উদ্দীন ও রেজাউল করিম চৌধুরী, তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য নুরুল আজিম রনি।

এ মামলার প্রসিকিউশন জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন দমনে ক্ষমতাসীন দলের একাংশের নির্দেশে হামলা চালানো হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।

মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।