শিরোনাম :
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা
খালেদা জিয়ার আপিলের রায় জানা যাবে বুধবার
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শেষ হয়েছে। আপিল বিভাগ এ মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আগামীকাল বুধবার (১৫ জানুয়ারি)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন। একই মামলায় তার ছেলে তারেক রহমানসহ আরও পাঁচ আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ২ কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।
বিচারিক আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। তবে, ২০১৮ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট তার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধেও আপিল করেন তিনি।