ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

ধর্ষণ মামলায় গায়ক নোবেল মুচলেকায় দিয়ে জামিনে মুক্ত, বাদীর আপত্তি নেই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 18

ছবি সংগৃহীত

 

ইডেন কলেজের এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। মামলায় অন্য কোনো বাধা না থাকায় তার কারামুক্তিতে আর কোনো সমস্যা নেই বলে জানান তার আইনজীবী।

জামিন শুনানিতে নোবেলের পক্ষে উপস্থিত ছিলেন তার আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন। তিনি আদালতকে জানান, বাদী ও আসামির মধ্যে আপোষ-মীমাংসা হয়েছে এবং বাদীর কোনো আপত্তি নেই জামিনে। আদালতের প্রশ্নের জবাবে বাদী নিজেও উপস্থিত হয়ে বলেন, “না স্যার, আমার কোনো আপত্তি নেই।”

এরপর বিচারক নির্দেশ দেন, আপোষের বিষয়টি জামিন আবেদনে লিখিতভাবে উপস্থাপন করতে। সংশ্লিষ্ট তথ্য উপস্থাপনের পর বিচারক নোবেলের জামিন মঞ্জুর করেন। শুনানিকালে আসামি নোবেলকে আদালতে হাজির করা হয় এবং দেখা যায়, তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে বাদীর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছেন।

এর আগে ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে নোবেলের আইনজীবী এক আবেদনের মাধ্যমে জানান, নোবেল ও মামলার বাদী পারস্পরিক সম্মতিতে বিয়েতে রাজি হয়েছেন। আদালত বিষয়টি সম্পন্ন করে অবহিত করার নির্দেশ দেন। ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে নোবেল ও তরুণীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

উল্লেখ্য, ১৯ মে ইডেন মহিলা কলেজের সাবেক এক ছাত্রী ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে ডেমরা থানায় মামলা দায়ের করেন গায়ক নোবেলের বিরুদ্ধে। মামলার পরই তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার পর থেকে বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে দুই পক্ষের আপোষ ও বিয়ের ঘটনা মামলার মোড় ঘুরিয়ে দেয়। জামিনের মাধ্যমে এখন আপাতত আইনি প্রক্রিয়ায় কিছুটা বিরতি মিললো গায়ক নোবেলের।

নিউজটি শেয়ার করুন

ধর্ষণ মামলায় গায়ক নোবেল মুচলেকায় দিয়ে জামিনে মুক্ত, বাদীর আপত্তি নেই

আপডেট সময় ০৩:২৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

 

ইডেন কলেজের এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। মামলায় অন্য কোনো বাধা না থাকায় তার কারামুক্তিতে আর কোনো সমস্যা নেই বলে জানান তার আইনজীবী।

জামিন শুনানিতে নোবেলের পক্ষে উপস্থিত ছিলেন তার আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন। তিনি আদালতকে জানান, বাদী ও আসামির মধ্যে আপোষ-মীমাংসা হয়েছে এবং বাদীর কোনো আপত্তি নেই জামিনে। আদালতের প্রশ্নের জবাবে বাদী নিজেও উপস্থিত হয়ে বলেন, “না স্যার, আমার কোনো আপত্তি নেই।”

এরপর বিচারক নির্দেশ দেন, আপোষের বিষয়টি জামিন আবেদনে লিখিতভাবে উপস্থাপন করতে। সংশ্লিষ্ট তথ্য উপস্থাপনের পর বিচারক নোবেলের জামিন মঞ্জুর করেন। শুনানিকালে আসামি নোবেলকে আদালতে হাজির করা হয় এবং দেখা যায়, তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে বাদীর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছেন।

এর আগে ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে নোবেলের আইনজীবী এক আবেদনের মাধ্যমে জানান, নোবেল ও মামলার বাদী পারস্পরিক সম্মতিতে বিয়েতে রাজি হয়েছেন। আদালত বিষয়টি সম্পন্ন করে অবহিত করার নির্দেশ দেন। ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে নোবেল ও তরুণীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

উল্লেখ্য, ১৯ মে ইডেন মহিলা কলেজের সাবেক এক ছাত্রী ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে ডেমরা থানায় মামলা দায়ের করেন গায়ক নোবেলের বিরুদ্ধে। মামলার পরই তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার পর থেকে বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে দুই পক্ষের আপোষ ও বিয়ের ঘটনা মামলার মোড় ঘুরিয়ে দেয়। জামিনের মাধ্যমে এখন আপাতত আইনি প্রক্রিয়ায় কিছুটা বিরতি মিললো গায়ক নোবেলের।