ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ আরোহীর ভাগ্য অনিশ্চিত ডোনাল্ড ট্রাম্পকে নতুন রাজনৈতিক দল গঠনের হুমকি ইলন মাস্কের দেশজুড়ে ডেঙ্গুতে আরও এক মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪১৬ জন শেখ রেহানার স্বামী ও দেবরের ১৫ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দের নির্দেশ সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে ৪৮ লাখ ডলার সহায়তা দেবে জাপান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উচ্চ লবণসহিষ্ণু গমের জাত ‘জিএইউ গম ১’ উদ্ভাবন শিক্ষিকার ঘরের মেঝেতে পড়ে ছিল বৃদ্ধার রক্তাক্ত মরদেহ নরসিংদীতে ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা রংপুর ৪ আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেন প্রচণ্ড গরমে শিশুর যত্ন: ভুল করলে হতে পারে বিপদ!

পিলখানা হত্যা মামলা: বিচার কার্যক্রম স্থানান্তরিত হলো কেরানীগঞ্জে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / 55

পিলখানা হত্যা মামলা: বিচার কার্যক্রম স্থানান্তরিত হলো কেরানীগঞ্জে

 

পিলখানা হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম এখন থেকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে।
রোববার (১২ জানুয়ারি) আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত আদেশ জারি করে গেজেটে প্রকাশ করা হয়েছে।
ঢাকার পিলখানায় ২০০৯ সালে বিডিআর সদর দফতরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার বিচার হচ্ছিল রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে।
গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আলিয়া মাদরাসার শিক্ষার্থীরা আদালত সরানোর দাবিতে বিক্ষোভ করেন। সেদিন বিশেষ আদালতের একটি কক্ষে আগুন দেয়া হলে আদালতের নথি ও আসবাবপত্র পুড়ে যায়।
রোববারের প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকার পিলখানায় বিডিআর সদর দফতরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ড মামলার বিচারকার্য ঢাকার বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত অস্থায়ী আদালতের পরিবর্তে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ লক্ষ্যে এই বিভাগের ২০১০ সালের ২৮ ডিসেম্বর জারিকৃত আদেশ বাতিল করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দফতর পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়। ওই ঘটনার পর বাহিনীর নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পিলখানা হত্যা মামলা: বিচার কার্যক্রম স্থানান্তরিত হলো কেরানীগঞ্জে

আপডেট সময় ১০:৪৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

 

পিলখানা হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম এখন থেকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে।
রোববার (১২ জানুয়ারি) আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত আদেশ জারি করে গেজেটে প্রকাশ করা হয়েছে।
ঢাকার পিলখানায় ২০০৯ সালে বিডিআর সদর দফতরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার বিচার হচ্ছিল রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে।
গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আলিয়া মাদরাসার শিক্ষার্থীরা আদালত সরানোর দাবিতে বিক্ষোভ করেন। সেদিন বিশেষ আদালতের একটি কক্ষে আগুন দেয়া হলে আদালতের নথি ও আসবাবপত্র পুড়ে যায়।
রোববারের প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকার পিলখানায় বিডিআর সদর দফতরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ড মামলার বিচারকার্য ঢাকার বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত অস্থায়ী আদালতের পরিবর্তে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ লক্ষ্যে এই বিভাগের ২০১০ সালের ২৮ ডিসেম্বর জারিকৃত আদেশ বাতিল করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দফতর পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়। ওই ঘটনার পর বাহিনীর নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) করা হয়েছে।