০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫
শিরোনাম :
যারা আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না: মুজিবুর রহমান আজ থেকে শুরু জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া আহসান, নতুন লুকে মুগ্ধ ভক্তরা নতুন ফাঁস হওয়া নথিতে ইসরায়েলের সঙ্গে অ্যামাজন ও গুগলের গোপন চুক্তি উন্মোচিত তাইওয়ানে প্রথমবারের মতো প্রো ইসরাইলি লবি AIPAC প্রতিনিধিদলের সফর প্রবল বর্ষণে নিউইয়র্ক ও নিউ জার্সির রাস্তাঘাট প্লাবিত, যানবাহন ডুবে গেছে পানিতে নিরাপত্তা হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ — যুক্তরাষ্ট্রকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান, তুরস্ক-কাতারের মধ্যস্থতায় সমঝোতা প্রথম উড্ডয়ন সম্পন্ন করল নাসার নীরব সুপারসনিক জেট X-59

হত্যাসহ ৫ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন আবারও নামঞ্জুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / 150

ছবি সংগৃহীত

 

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ পাঁচটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩ জুন) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়।

আসামিপক্ষের আইনজীবী অপূর্ব কুমার ঘোষ শুনানিতে অসুস্থতার কারণ দেখিয়ে চিকিৎসার প্রয়োজনীয়তা উল্লেখ করে চিন্ময়ের জামিন আবেদন করেন। তবে আদালত জামিন নামঞ্জুর করে কারা কর্তৃপক্ষকে কারাবিধি অনুযায়ী তার যথাযথ চিকিৎসার নির্দেশ দেন।

বিজ্ঞাপন

আদালতের সহকারী পিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী সাংবাদিকদের জানান, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ মোট পাঁচটি মামলায় জামিন আবেদন করা হয়। আদালত সব মামলায়ই জামিন আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, যেসব মামলায় চিন্ময়ের জামিন চাওয়া হয়, তার মধ্যে রয়েছে—সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড, ২৬ নভেম্বর চট্টগ্রামে সংঘটিত ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশের দায়ের করা তিনটি মামলা এবং আলিফের ভাইয়ের দায়ের করা আরও একটি মামলা।

এর আগে ২০২৩ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়, যেখানে আরও ১৮ জনকে আসামি করা হয়। এরপর ২২ নভেম্বর রংপুরে চিন্ময়ের নেতৃত্বে আরেকটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই মামলায় ২৫ নভেম্বর ঢাকায় তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালতে জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

চিন্ময়ের কারাগারে পাঠানোর আদেশের পর চট্টগ্রাম আদালত এলাকায় তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সংঘর্ষ হয়। ওই দিন আদালতের বাইরে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। সেই থেকে কারাবন্দী আছেন চিন্ময় কৃষ্ণ দাস।

চলতি বছরের ২ জানুয়ারি মহানগর দায়রা জজ আদালতও তার জামিন আবেদন খারিজ করেন। পরবর্তীতে হাইকোর্টে জামিন আবেদন করা হয়, যার শুনানি এখনো চলছে।

নিউজটি শেয়ার করুন

হত্যাসহ ৫ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন আবারও নামঞ্জুর

আপডেট সময় ০৬:১৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

 

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ পাঁচটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩ জুন) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়।

আসামিপক্ষের আইনজীবী অপূর্ব কুমার ঘোষ শুনানিতে অসুস্থতার কারণ দেখিয়ে চিকিৎসার প্রয়োজনীয়তা উল্লেখ করে চিন্ময়ের জামিন আবেদন করেন। তবে আদালত জামিন নামঞ্জুর করে কারা কর্তৃপক্ষকে কারাবিধি অনুযায়ী তার যথাযথ চিকিৎসার নির্দেশ দেন।

বিজ্ঞাপন

আদালতের সহকারী পিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী সাংবাদিকদের জানান, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ মোট পাঁচটি মামলায় জামিন আবেদন করা হয়। আদালত সব মামলায়ই জামিন আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, যেসব মামলায় চিন্ময়ের জামিন চাওয়া হয়, তার মধ্যে রয়েছে—সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড, ২৬ নভেম্বর চট্টগ্রামে সংঘটিত ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশের দায়ের করা তিনটি মামলা এবং আলিফের ভাইয়ের দায়ের করা আরও একটি মামলা।

এর আগে ২০২৩ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়, যেখানে আরও ১৮ জনকে আসামি করা হয়। এরপর ২২ নভেম্বর রংপুরে চিন্ময়ের নেতৃত্বে আরেকটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই মামলায় ২৫ নভেম্বর ঢাকায় তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালতে জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

চিন্ময়ের কারাগারে পাঠানোর আদেশের পর চট্টগ্রাম আদালত এলাকায় তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সংঘর্ষ হয়। ওই দিন আদালতের বাইরে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। সেই থেকে কারাবন্দী আছেন চিন্ময় কৃষ্ণ দাস।

চলতি বছরের ২ জানুয়ারি মহানগর দায়রা জজ আদালতও তার জামিন আবেদন খারিজ করেন। পরবর্তীতে হাইকোর্টে জামিন আবেদন করা হয়, যার শুনানি এখনো চলছে।