ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাগরিকার হ্যাটট্রিক: শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসাল বাংলাদেশ বিএনপির দুই পক্ষে সংঘর্ষ: পাবনায় ১০ নেতাকর্মীর বহিষ্কার কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৮ ইউনিটের অভিযান চারদিন সাগরে ভেসে থাকা ৯ জেলেকে উদ্ধার: এখনও নিখোঁজ ৩ বাংলাদেশে প্রথমবার মুক্তি পাচ্ছে নেপালি ছবি: ‘ন ডরাই’ এর বিনিময়ে ফয়জুল করীম: ‘দেশের রাজনৈতিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’ বিশ্বাসীদের কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের পথে ইউরোপীয় ইউনিয়ন হাসপাতাল নিতে বলায় গৃহবধূকে কুপিয়ে হত্যা: আতঙ্কজনক ঘটনা ডেঙ্গু আতঙ্ক: মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৩৩৭

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তারে অনুমতি ৩ মাসের জন্য স্থগিত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / 36

ছবি: সংগৃহীত

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নিতে হবে ঢাকা মহানগর পুলিশের এমন নির্দেশনা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।

গত ৯ এপ্রিল ঢাকা মহানগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন এই অফিস আদেশ জারি করেন। নির্দেশনায় বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলায় অধিকাংশ ক্ষেত্রে এজাহারভুক্ত আসামি অনেক বেশি। তাই এসব মামলায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের আগে উপযুক্ত প্রমাণসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। অনুমতি ও প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার না করার অনুরোধও জানানো হয় নির্দেশনায়।

এই অফিস আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন ২০ এপ্রিল হাইকোর্টে একটি রিট দায়ের করেন। পরদিন আদালত রিটটি শুনানির জন্য গ্রহণ করেন এবং আজ এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস। সঙ্গে ছিলেন রিটকারী মো. জসিম উদ্দিন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব শুনানিতে অংশ নেন।

শুনানি শেষে হাইকোর্ট শুধু নির্দেশনা স্থগিত করেননি, পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কারণ দর্শানোরও নির্দেশ দেন। কেন ৯ এপ্রিল জারি করা অফিস আদেশটি আইনগত কর্তৃত্বের বাইরে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

এই রুলে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ডিবি প্রধান, সিআইডি প্রধান ও এসবি প্রধানসহ মোট সাতজনকে বিবাদী করা হয়েছে।

আদালতের স্থগিতাদেশের ফলে আপাতত বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার সংক্রান্ত ডিএমপির ওই নির্দেশনার কার্যকারিতা বন্ধ থাকবে। এখন আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকেই নজর সবার।

নিউজটি শেয়ার করুন

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তারে অনুমতি ৩ মাসের জন্য স্থগিত

আপডেট সময় ০১:০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নিতে হবে ঢাকা মহানগর পুলিশের এমন নির্দেশনা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।

গত ৯ এপ্রিল ঢাকা মহানগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন এই অফিস আদেশ জারি করেন। নির্দেশনায় বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলায় অধিকাংশ ক্ষেত্রে এজাহারভুক্ত আসামি অনেক বেশি। তাই এসব মামলায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের আগে উপযুক্ত প্রমাণসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। অনুমতি ও প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার না করার অনুরোধও জানানো হয় নির্দেশনায়।

এই অফিস আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন ২০ এপ্রিল হাইকোর্টে একটি রিট দায়ের করেন। পরদিন আদালত রিটটি শুনানির জন্য গ্রহণ করেন এবং আজ এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস। সঙ্গে ছিলেন রিটকারী মো. জসিম উদ্দিন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব শুনানিতে অংশ নেন।

শুনানি শেষে হাইকোর্ট শুধু নির্দেশনা স্থগিত করেননি, পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কারণ দর্শানোরও নির্দেশ দেন। কেন ৯ এপ্রিল জারি করা অফিস আদেশটি আইনগত কর্তৃত্বের বাইরে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

এই রুলে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ডিবি প্রধান, সিআইডি প্রধান ও এসবি প্রধানসহ মোট সাতজনকে বিবাদী করা হয়েছে।

আদালতের স্থগিতাদেশের ফলে আপাতত বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার সংক্রান্ত ডিএমপির ওই নির্দেশনার কার্যকারিতা বন্ধ থাকবে। এখন আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকেই নজর সবার।