ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গত পাঁচ বছরে দক্ষিণ কোরিয়ায় প্রতিদিন গড়ে ১০ প্রবীণ আত্মহত্যা করেছেন গাজায় মানবিক বিপর্যয়: হামলায় ৮৩ নিহত, দুর্ভিক্ষে মৃত্যু বাড়ছে বাড়ি ফেরা হলো না, প্রবাসীকে আনতে গিয়ে সড়কে ঝরলো ৭ প্রাণ জাতীয় নির্বাচন ফ্রেব্রুয়ারি মাসে ব্রিটেন পরিকল্পিতভাবে সামুদ্রিক দুর্ঘটনা ঘটাতে চায়: দাবি রুশ গোয়েন্দা সংস্থার জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা, শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বর্ষপূর্তিতে তিনদিনব্যাপী আয়োজন ছাত্রশিবিরের খাগড়াছড়িতে কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ ৫ আগস্ট ইতিহাস কথা বলে জুলাই শহীদদের আত্মত্যাগই হবে আগামীর বাংলাদেশ রুপরেখা : ড. ইউনূস

কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছে মানুষ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / 132

ছবি: সংগৃহীত

 

গ্রামে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদ্‌যাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মমুখী মানুষ। মধ্যাঞ্চলের মানুষ স্বস্তির সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে কর্মস্থলে যোগ দিতে ব্যস্ত হয়ে পড়েছেন। কিছু যাত্রী সরাসরি অফিসে যাচ্ছেন, আবার কেউ কেউ পরিবারকে বাসায় রেখে কর্মস্থলে উপস্থিত হচ্ছেন।

শনিবার (৫ এপ্রিল) মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকার পার্শ্ববর্তী জেলা শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী এবং ভৈরবগামী যাত্রীরা সকাল সকাল স্বস্তির সঙ্গে ঢাকায় ফিরছেন। তবে দূরপাল্লার মধ্যে সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া এবং রংপুর রুটের হাতে গোনা কয়েকটি বাসও সকালে ঢাকায় পৌঁছেছে।

কিশোরগঞ্জে ঈদ উদ্‌যাপন শেষে ঢাকায় ফিরেছেন সৈয়দ অদিত। তিনি বলেন, “ফজরের আযানের আগে রওনা হয়েছি। সকালবেলা রাস্তায় ফাঁকা পেয়েছি। পরিবারকে বাসায় রেখে অফিসে যাব।”

ময়মনসিংহ-ঢাকাগামী এনা পরিবহনের মহাখালী বাস টার্মিনালের কাউন্টারের ম্যানেজার মো. তুষার জানান, “শুক্রবার অনেক যাত্রী ঢাকায় ফিরেছে। আজও একই অবস্থা হবে। ময়মনসিংহ থেকে আসা বেশ কয়েকটি বাস ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে এবং যাত্রীরা স্বস্তির সঙ্গে ফিরতে পারছেন।”

চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ইয়াসিন ভূঁইয়া বলেন, “ঈদে বাড়িতে যেতে আনন্দ হলেও ঢাকায় ফিরতে কষ্ট হয়। কিন্তু কর্মের জন্য ফিরতে হচ্ছে, উপায় নেই। শুক্রবার রাতে রওনা হয়েছি যেন অফিস ধরতে পারি।”

রাজশাহী, বগুড়া এবং রংপুর রুটের একতা পরিবহন, সাহেব ফাতে আলী পরিবহন, ন্যাশনাল ট্রাভেল এবং দেশ ট্রাভেলসের কাউন্টার ম্যানেজার জানান, এসব পরিবহনের ঢাকাগামী স্বল্পসংখ্যক বাস ঢাকায় এসে পৌঁছেছে, এবং দুপুরের মধ্যে আরও কিছু বাস যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছাবে।

একতা পরিবহনের কাউন্টার ম্যানেজার রিঙ্কু মিয়া বলেন, “রাস্তায় এবার তেমন জ্যাম নেই। আমাদের কয়েকটি বাস চাপাই থেকে রওনা হয়েছে। মাত্র একটি গাড়ি ঢাকায় এসেছে, বাকিগুলো রাস্তায় আছে।”

মহাখালী সড়কে দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট মো. আব্বাস জানান, “সকাল থেকে এখানে আছি। শেরপুর, জামালপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহের বাস বেশি আসতে দেখেছি। রংপুর ও বগুড়া রুটের বাস খুব একটা চোখে পড়েনি।”

নিউজটি শেয়ার করুন

কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছে মানুষ

আপডেট সময় ১১:৫৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

 

গ্রামে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদ্‌যাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মমুখী মানুষ। মধ্যাঞ্চলের মানুষ স্বস্তির সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে কর্মস্থলে যোগ দিতে ব্যস্ত হয়ে পড়েছেন। কিছু যাত্রী সরাসরি অফিসে যাচ্ছেন, আবার কেউ কেউ পরিবারকে বাসায় রেখে কর্মস্থলে উপস্থিত হচ্ছেন।

শনিবার (৫ এপ্রিল) মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকার পার্শ্ববর্তী জেলা শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী এবং ভৈরবগামী যাত্রীরা সকাল সকাল স্বস্তির সঙ্গে ঢাকায় ফিরছেন। তবে দূরপাল্লার মধ্যে সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া এবং রংপুর রুটের হাতে গোনা কয়েকটি বাসও সকালে ঢাকায় পৌঁছেছে।

কিশোরগঞ্জে ঈদ উদ্‌যাপন শেষে ঢাকায় ফিরেছেন সৈয়দ অদিত। তিনি বলেন, “ফজরের আযানের আগে রওনা হয়েছি। সকালবেলা রাস্তায় ফাঁকা পেয়েছি। পরিবারকে বাসায় রেখে অফিসে যাব।”

ময়মনসিংহ-ঢাকাগামী এনা পরিবহনের মহাখালী বাস টার্মিনালের কাউন্টারের ম্যানেজার মো. তুষার জানান, “শুক্রবার অনেক যাত্রী ঢাকায় ফিরেছে। আজও একই অবস্থা হবে। ময়মনসিংহ থেকে আসা বেশ কয়েকটি বাস ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে এবং যাত্রীরা স্বস্তির সঙ্গে ফিরতে পারছেন।”

চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ইয়াসিন ভূঁইয়া বলেন, “ঈদে বাড়িতে যেতে আনন্দ হলেও ঢাকায় ফিরতে কষ্ট হয়। কিন্তু কর্মের জন্য ফিরতে হচ্ছে, উপায় নেই। শুক্রবার রাতে রওনা হয়েছি যেন অফিস ধরতে পারি।”

রাজশাহী, বগুড়া এবং রংপুর রুটের একতা পরিবহন, সাহেব ফাতে আলী পরিবহন, ন্যাশনাল ট্রাভেল এবং দেশ ট্রাভেলসের কাউন্টার ম্যানেজার জানান, এসব পরিবহনের ঢাকাগামী স্বল্পসংখ্যক বাস ঢাকায় এসে পৌঁছেছে, এবং দুপুরের মধ্যে আরও কিছু বাস যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছাবে।

একতা পরিবহনের কাউন্টার ম্যানেজার রিঙ্কু মিয়া বলেন, “রাস্তায় এবার তেমন জ্যাম নেই। আমাদের কয়েকটি বাস চাপাই থেকে রওনা হয়েছে। মাত্র একটি গাড়ি ঢাকায় এসেছে, বাকিগুলো রাস্তায় আছে।”

মহাখালী সড়কে দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট মো. আব্বাস জানান, “সকাল থেকে এখানে আছি। শেরপুর, জামালপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহের বাস বেশি আসতে দেখেছি। রংপুর ও বগুড়া রুটের বাস খুব একটা চোখে পড়েনি।”