মাগুরার সেই শিশুর লড়াই শেষ, সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন মাগুরার সেই শিশু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানল। আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ এর দিকে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।
সিএমএইচের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে শিশুটির দুই দফায় কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রথম দফায় সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়া হলে তার হৃৎস্পন্দন ফিরে আসে। কিন্তু দুপুর ১২টার দিকে আবারও কার্ডিয়াক অ্যারেস্ট হলে সিপিআর দেওয়ার পরও তার হৃদযন্ত্র আর সক্রিয় হয়নি। শেষ পর্যন্ত দুপুর ১টা ৩০এর দিকে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
শিশুটির এই করুণ পরিণতি পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এনেছে। চিকিৎসকরাও প্রাণপণ চেষ্টা করেও তাকে বাঁচাতে না পারায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।
শিশুটির চিকিৎসা নিয়ে শুরু থেকেই দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তার শারীরিক অবস্থা অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় সিএমএইচে আনা হয়। চিকিৎসকরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত তাকে ফেরানো সম্ভব হয়নি।
শিশুটির আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও পরিচিতজনরা এ মৃত্যুকে মেনে নিতে পারছেন না। এ ঘটনায় সমাজের বিভিন্ন মহল থেকে শিশুদের স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা ব্যবস্থার উন্নতির প্রয়োজনীয়তা নিয়ে নতুন সংশয় তৈরি হয়েছে