স্বরাষ্ট্র উপদেষ্টা
অপারেশন ডেভিল হান্ট চলবেই, যতদিন ডেভিল থাকবে
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধ নির্মূলে ‘অপারেশন ডেভিল হান্ট’ চালানো হচ্ছে, এটি চলবে যতদিন পর্যন্ত অপরাধীদের অস্তিত্ব থাকবে।”
তিনি বলেন, “দেশ থেকে দুর্নীতি সমূলে বিনাশ করতে হবে, অন্যথায় জাতীয় অগ্রগতি থমকে যাবে।” জেলা প্রশাসকদের দুর্নীতি রোধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জেলা প্রশাসকরা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য সংখ্যা বৃদ্ধির দাবি জানিয়েছেন। পাশাপাশি, নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌপুলিশ বাড়ানোর প্রস্তাবও এসেছে। শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে জনবল বৃদ্ধিরও সুপারিশ করা হয়েছে।
তিনি আরও বলেন, “গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) জনবল বাড়ানোর দাবি জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক। এসব বিষয় নিয়ে আজকের সম্মেলনে বিস্তারিত আলোচনা হয়েছে এবং করণীয় ঠিক করা হচ্ছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্টভাবে জানান, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কোনো ধরনের ছাড় দেবে না। “অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এবং জনগণের সহযোগিতায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে,” বলেন তিনি।