ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গা/জা/য় অনির্দিষ্টকাল সেনা রাখার ঘোষণা ই*স*রা*য়ে*লের মানুষের ঢলে মুখরিত ৪০০ বছরের প্রাচীন কুলিকুন্ডার শুঁটকি মেলা দাবি আদায়ে দেশজুড়ে অবরোধ কর্মসূচি ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর ব্যবস্থা : হুঁশিয়ারি পরিবেশ উপদেষ্টার ই*স*রা*য়ে*লের ভয়াবহ হামলা গা/জা/য় আরো ২৫ ফিলিস্তিনি নিহত দেশীয় মাছের সুরক্ষা ও উৎপাদন বাড়াতে জোর দিলেন মৎস্য উপদেষ্টা শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলা শেষ পর্যায়ে পৌঁছেছে: প্রসিকিউটর আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তহবিল বন্ধের প্রস্তাব দিল ট্রাম্প প্রশাসন 

রাজধানী

মেট্রোরেল সেবা বন্ধের হুমকি: চাকরি বিধিমালা প্রণয়ন না হলে ২১ ফেব্রুয়ারি থেকে বন্ধ হতে পারে সেবা

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধ হয়ে যেতে পারে, যদি ১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারির মধ্যে প্রতিষ্ঠানের স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হয়।

ডিএমটিসিএল-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটির স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের চাকরি বিধিমালা প্রণয়নের বিষয়ে জোরালো দাবি জানানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গত সোমবার খসড়া চাকরি বিধিমালার ওপর বিস্তারিত আলোচনা করেছে এবং শীঘ্রই একটি বোর্ড মিটিংয়ের মাধ্যমে এটি চূড়ান্ত করার আশ্বাস দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী, প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করার প্রয়োজনীয়তা ছিল। গত ৫ মাসে অনেক উদ্যোগ নেওয়া হলেও এখনও এটি চূড়ান্ত করা হয়নি, যার ফলে ২০০ জনের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। এতে মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম বিপদের মুখে পড়েছে।

ডিএমটিসিএল জানায়, যদি ২০ ফেব্রুয়ারির মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না করা হয়, তবে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধ হয়ে যাবে এবং এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্তভাবে দায়ী থাকবে।

এ অবস্থায় ঢাকা শহরের নাগরিকদের জন্য মেট্রোরেল সেবার স্থিতিশীলতা এখনই জরুরি হয়ে দাঁড়িয়েছে, বিশেষত যখন কর্মী সংকট এবং প্রশাসনিক জটিলতা সেবা কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৫৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
৫২৭ বার পড়া হয়েছে

রাজধানী

মেট্রোরেল সেবা বন্ধের হুমকি: চাকরি বিধিমালা প্রণয়ন না হলে ২১ ফেব্রুয়ারি থেকে বন্ধ হতে পারে সেবা

আপডেট সময় ০২:৫৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধ হয়ে যেতে পারে, যদি ১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারির মধ্যে প্রতিষ্ঠানের স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হয়।

ডিএমটিসিএল-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটির স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের চাকরি বিধিমালা প্রণয়নের বিষয়ে জোরালো দাবি জানানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গত সোমবার খসড়া চাকরি বিধিমালার ওপর বিস্তারিত আলোচনা করেছে এবং শীঘ্রই একটি বোর্ড মিটিংয়ের মাধ্যমে এটি চূড়ান্ত করার আশ্বাস দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী, প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করার প্রয়োজনীয়তা ছিল। গত ৫ মাসে অনেক উদ্যোগ নেওয়া হলেও এখনও এটি চূড়ান্ত করা হয়নি, যার ফলে ২০০ জনের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। এতে মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম বিপদের মুখে পড়েছে।

ডিএমটিসিএল জানায়, যদি ২০ ফেব্রুয়ারির মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না করা হয়, তবে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধ হয়ে যাবে এবং এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্তভাবে দায়ী থাকবে।

এ অবস্থায় ঢাকা শহরের নাগরিকদের জন্য মেট্রোরেল সেবার স্থিতিশীলতা এখনই জরুরি হয়ে দাঁড়িয়েছে, বিশেষত যখন কর্মী সংকট এবং প্রশাসনিক জটিলতা সেবা কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।