নাহিদ ইসলাম:
জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন রাষ্ট্রের অঙ্গীকার
জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার ও গুরুতর আহতদের পুনর্বাসন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, এ পরিবারগুলোর ভবিষ্যৎ সুরক্ষিত রাখাই সরকারের অঙ্গীকার।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে উপদেষ্টা উল্লেখ করেন, শহীদ পরিবারের জন্য এককালীন সহায়তার পাশাপাশি মাসিক ভাতা ও কর্মসংস্থানের ব্যবস্থা রাখা হয়েছে। তবে, এই কর্মসংস্থান কোনো নতুন কোটার আওতায় আসবে না। পরিবারগুলোর কর্মক্ষম সদস্যদের যোগ্যতার ভিত্তিতে সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে একবারের জন্য চাকরির সুযোগ দেওয়া হবে, তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটি কোনো বিশেষ সুবিধা দেবে না।
আহতদের প্রসঙ্গে তিনি বলেন, যারা আজীবনের জন্য কর্মক্ষমতা হারিয়েছেন বিশেষ করে দৃষ্টিশক্তিহীন বা অঙ্গহানি হয়েছে তাদের জন্য আজীবন মাসিক ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। আহতদের অনেকেই তরুণ, যাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এদের মধ্যে অনেকে সারাজীবন চিকিৎসার আওতায় থাকতে বাধ্য হবেন।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে হাজারো পরিবার বিপর্যস্ত হয়েছে। এ ক্ষতি কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। তবে, এই পরিবারগুলো কেবল অর্থনৈতিক সহায়তার চেয়ে বেশি সম্মান ও মর্যাদা প্রত্যাশা করে। রাষ্ট্র তাদের পাশে থাকবে এটাই সবার প্রত্যাশা।