০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
শিরোনাম :
হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের কড়া পদক্ষেপ, পাঠানো হলো কারাগারে অগ্নি দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কতা নির্দেশনা দিল মাউশি ইয়েমেনে জাতিসংঘ কার্যালয়ে হুথি বাহিনীর অভিযান, আটক ২০ কর্মী হংকং বিমানবন্দরে বড় দুর্ঘটনা: সাগরে পড়ল কার্গো প্লেন, নিহত ২ কর্মী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: পরিবেশ উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সফরে ফোকাস: অভিবাসন ও বিনিয়োগের নতুন দিগন্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / 38

ছবি সংগৃহীত

 

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার তিন দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুপুরে রওনা হবেন তিনি। সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি এক্সচেঞ্জ নোট সই হবে, যেখানে অভিবাসন ও বিনিয়োগের বিষয়গুলো অগ্রাধিকার পাবে।

বিজ্ঞাপন

রোববার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেস সচিব শফিকুল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক শাহ আসিফ রহমানসহ অন্যান্য কর্মকর্তারা। শফিকুল আলম জানান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করবে এই সফর, বিশেষ করে প্রবাসী শ্রমিক নিয়োগের ক্ষেত্রে।

সফরের মূল উদ্দেশ্য হল অভিবাসন ও বিনিয়োগের বিষয়গুলো নিয়ে আলোচনা করা এবং গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়ে সহযোগিতা প্রতিষ্ঠা করা। প্রধান উপদেষ্টা মালয়েশিয়া পৌঁছানোর পর গার্ড অফ অনারের মাধ্যমে স্বাগত জানানো হবে।

মঙ্গলবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানদের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পরপরই দ্বিপক্ষীয় বৈঠক এবং নির্ধারিত সমঝোতা স্মারক সই হবে। পাঁচটি সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে প্রতিরক্ষা ও জ্বালানিবিষয়ক সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন, এবং অন্যান্য সহযোগিতা বিষয়ক সই।

সফরের শেষে সংবাদ সম্মেলন ও প্রধান উপদেষ্টার সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজনের আয়োজন করা হবে। এছাড়া তিনি একটি ব্যবসায়িক ফোরামে অংশগ্রহণ করবেন এবং দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন।

নিউজটি শেয়ার করুন

প্রধান উপদেষ্টার সফরে ফোকাস: অভিবাসন ও বিনিয়োগের নতুন দিগন্ত

আপডেট সময় ১০:৫৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

 

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার তিন দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুপুরে রওনা হবেন তিনি। সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি এক্সচেঞ্জ নোট সই হবে, যেখানে অভিবাসন ও বিনিয়োগের বিষয়গুলো অগ্রাধিকার পাবে।

বিজ্ঞাপন

রোববার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেস সচিব শফিকুল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক শাহ আসিফ রহমানসহ অন্যান্য কর্মকর্তারা। শফিকুল আলম জানান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করবে এই সফর, বিশেষ করে প্রবাসী শ্রমিক নিয়োগের ক্ষেত্রে।

সফরের মূল উদ্দেশ্য হল অভিবাসন ও বিনিয়োগের বিষয়গুলো নিয়ে আলোচনা করা এবং গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়ে সহযোগিতা প্রতিষ্ঠা করা। প্রধান উপদেষ্টা মালয়েশিয়া পৌঁছানোর পর গার্ড অফ অনারের মাধ্যমে স্বাগত জানানো হবে।

মঙ্গলবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানদের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পরপরই দ্বিপক্ষীয় বৈঠক এবং নির্ধারিত সমঝোতা স্মারক সই হবে। পাঁচটি সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে প্রতিরক্ষা ও জ্বালানিবিষয়ক সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন, এবং অন্যান্য সহযোগিতা বিষয়ক সই।

সফরের শেষে সংবাদ সম্মেলন ও প্রধান উপদেষ্টার সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজনের আয়োজন করা হবে। এছাড়া তিনি একটি ব্যবসায়িক ফোরামে অংশগ্রহণ করবেন এবং দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন।