ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিঃশব্দ আতঙ্কের ছায়া: বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিসের বৈজ্ঞানিক রহস্য। রংপুরে হিন্দুপল্লীতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫ কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই ৫ আগস্ট ঘিরে : স্বরাষ্ট্র উপদেষ্টা মতলব উত্তরে কিস্তি নিয়ে বিরোধ, চাচার ঘুষিতে প্রাণ গেল ভাতিজার সাবেক প্রধান বিচারপতির সাত দিনের রিমান্ড মঞ্জুর লেস্টারে ইতিহাস গড়া দাওয়াতি সম্মেলন, শুরু হলো নতুন দাওয়াতি যুগ নিখোঁজের পর ইউনিয়ন পরিষদের টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার রিয়ালে ১০ নম্বর জার্সির নতুন উত্তরাধিকারী এমবাপে অভিনেত্রী নন্দিনীর গাড়ির ধাক্কায় আহত যুবকের মৃত্যু শুল্কবিরতির মেয়াদ বাড়বে কিনা, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাম্প

নিখোঁজের পর ইউনিয়ন পরিষদের টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / 10

ছবি সংগৃহীত

 

গতকাল মঙ্গলবার বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি এলাকায় মর্মান্তিক একটি ঘটনা ঘটে। বাড়ি থেকে খেলতে বেরিয়ে নিখোঁজ হওয়া শিশু আল হাবিবের (৬) লাশ রাতে উদ্ধার করা হয়েছে ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের একটি টয়লেট থেকে।

শিশু আল হাবিব শিলাইকুঠি এলাকার আশরাফুল ইসলাম ও হ্যাপি আক্তার দম্পতির একমাত্র সন্তান। বিকেলে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে বের হয়ে নিখোঁজ হয় সে। সন্ধ্যা নামার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে রাত আটটার পর বাড়ি থেকে মাত্র ১০০ গজ দূরে ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত একটি টয়লেটে (যার দরজা নেই) ইট-পাথরের স্তূপের ওপর শিশুটির মৃতদেহ দেখতে পান স্বজনরা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তারেক হোসেন জানান, লাশ উদ্ধারের সময় শিশুটির গলায় নিজের পরনের শার্ট প্যাঁচানো ছিল। পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা, শ্বাসরোধে হত্যার পর শিশুটিকে সেখানে ফেলে রাখা হয়। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই লাশ উদ্ধার করে থানায় নেয়।

ওসি মুসা মিয়া জানান, শিশুটির মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে এবং গলায় শার্ট প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে এটি হত্যা বলেই মনে হচ্ছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

চেয়ারম্যান আরও জানান, শিশুটির পরিবার অত্যন্ত অসহায়। বাবা আশরাফুল ইসলাম একসময় বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতেন। কিন্তু দুই বছর আগে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে গুরুতর আহত হয়ে পঙ্গু হয়ে পড়েছেন। সেই থেকে পরিবারটি চরম অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ঘটনাটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

 

বিষয় :

নিউজটি শেয়ার করুন

নিখোঁজের পর ইউনিয়ন পরিষদের টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:৫৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

 

গতকাল মঙ্গলবার বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি এলাকায় মর্মান্তিক একটি ঘটনা ঘটে। বাড়ি থেকে খেলতে বেরিয়ে নিখোঁজ হওয়া শিশু আল হাবিবের (৬) লাশ রাতে উদ্ধার করা হয়েছে ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের একটি টয়লেট থেকে।

শিশু আল হাবিব শিলাইকুঠি এলাকার আশরাফুল ইসলাম ও হ্যাপি আক্তার দম্পতির একমাত্র সন্তান। বিকেলে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে বের হয়ে নিখোঁজ হয় সে। সন্ধ্যা নামার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে রাত আটটার পর বাড়ি থেকে মাত্র ১০০ গজ দূরে ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত একটি টয়লেটে (যার দরজা নেই) ইট-পাথরের স্তূপের ওপর শিশুটির মৃতদেহ দেখতে পান স্বজনরা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তারেক হোসেন জানান, লাশ উদ্ধারের সময় শিশুটির গলায় নিজের পরনের শার্ট প্যাঁচানো ছিল। পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা, শ্বাসরোধে হত্যার পর শিশুটিকে সেখানে ফেলে রাখা হয়। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই লাশ উদ্ধার করে থানায় নেয়।

ওসি মুসা মিয়া জানান, শিশুটির মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে এবং গলায় শার্ট প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে এটি হত্যা বলেই মনে হচ্ছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

চেয়ারম্যান আরও জানান, শিশুটির পরিবার অত্যন্ত অসহায়। বাবা আশরাফুল ইসলাম একসময় বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতেন। কিন্তু দুই বছর আগে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে গুরুতর আহত হয়ে পঙ্গু হয়ে পড়েছেন। সেই থেকে পরিবারটি চরম অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ঘটনাটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।