আন্দোলনের মুখে সরিয়ে দেয়া হলো শিক্ষা সচিবকে

- আপডেট সময় ০৪:৫৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / 5
বিমান দূর্ঘটনায় হওয়ার পরও এইচএসসি পরীক্ষা না পেছানোয় আন্দোলনে নেমে পড়ে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীেদের আন্দোলনের মুখে সরিয়ে দেয়া হয়েছে শিক্ষা সচিবকে। মঙ্গলবার (২২ জুলাই) এ বিষয়টি নিশ্চিত করেছে উপদেষ্টা মাহফুজ আলম।
অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে দুপুর থেকে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
সাইন্সল্যাবে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। পরে তারা মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে যান। এ সময় তারা শিক্ষা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরে সেখান থেকে সচিবালয়ের সামনে এসে বসে পড়েন। বিকেল পৌনে ৪টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয়ের গেট ভেঙে ঢুকে যায়। এরপর লাঠিচার্জ করে তাদের বের করা হয়েছে।