০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
ট্রাম্পের উপস্থিতিতে সিনারকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন আলকারাজ ডিএমপির অভ্যন্তরীণ রদবদল: ৫ কর্মকর্তার নতুন দায়িত্ব নির্বাচনকালে তথ্যে প্রবাহে গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না: মাহফুজ আলম পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব মৌলভীবাজারে বাগানের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যার চেষ্টা ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে : ইসি আনোয়ারুল বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক হিজবুল্লাহ নিরস্ত্রীকরণে লেবাননের মন্ত্রিসভার পরিকল্পনার ধাপসমূহ ২০২৬ সালে মায়ামিতে অনুষ্ঠিত হবে জি-২০ সম্মেলন: ট্রাম্প পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী

মোহাম্মদপুরে আল-আমিন হত্যা: ২৪ ঘণ্টায় প্রধান দুই আসামি গ্রেফতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 66

ছবি সংগৃহীত

 

রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত আল-আমিন হত্যা মামলার প্রধান দুই আসামি মো. মোশারফ হোসেন (২৬) ও মো. রিপন ওরফে গিট্টু রিপন (২৪)–কে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-২ ও র‍্যাব-৮ এর যৌথ আভিযানিক দল।

শুক্রবার (১৮ জুলাই) রাতে ভোলা জেলার চরফ্যাশন থানাধীন বেতুয়া লঞ্চঘাট এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (১৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু।

র‍্যাব জানায়, নিহত আল-আমিন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করতেন। সম্প্রতি তিনি শেরেবাংলা নগর এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত মোশারফের ছোট ভাই মান্নানকে গ্রেফতারে সহায়তা করেছিলেন। এই ঘটনার প্রতিশোধ নিতেই মোশারফ, রিপন ও তাদের কিশোর গ্যাং পরিকল্পিতভাবে আল-আমিনকে হত্যার সিদ্ধান্ত নেয়।

ঘটনার দিন ১৬ জুলাই সন্ধ্যায় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন আল-আমিন। ঠিক সেই সময় সংঘবদ্ধভাবে হামলা চালায় আসামিরা। ধারালো অস্ত্র দিয়ে তার ডান পায়ের হাঁটুর রগ কেটে ফেলে ও ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে নেয়। আশপাশের মানুষ ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আল-আমিনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরদিন নিহতের মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

র‍্যাবের তথ্যমতে, এক নম্বর আসামি মোশারফ পেশায় রিকশাচালক হলেও মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের লিডার হিসেবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত। এর আগেও তিনি একাধিকবার গ্রেফতার হয়েছিলেন, কিন্তু জামিনে মুক্তি পেয়ে আবার অপরাধে ফিরে যান।

অন্যদিকে, রিপন ওরফে গিট্টু রিপন পেশায় রংমিস্ত্রি হলেও অপরাধচক্রে মোশারফের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় কিশোর গ্যাং ও সন্ত্রাস নির্মূলে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মোহাম্মদপুরে আল-আমিন হত্যা: ২৪ ঘণ্টায় প্রধান দুই আসামি গ্রেফতার

আপডেট সময় ০৩:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

 

রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত আল-আমিন হত্যা মামলার প্রধান দুই আসামি মো. মোশারফ হোসেন (২৬) ও মো. রিপন ওরফে গিট্টু রিপন (২৪)–কে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-২ ও র‍্যাব-৮ এর যৌথ আভিযানিক দল।

শুক্রবার (১৮ জুলাই) রাতে ভোলা জেলার চরফ্যাশন থানাধীন বেতুয়া লঞ্চঘাট এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (১৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু।

র‍্যাব জানায়, নিহত আল-আমিন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করতেন। সম্প্রতি তিনি শেরেবাংলা নগর এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত মোশারফের ছোট ভাই মান্নানকে গ্রেফতারে সহায়তা করেছিলেন। এই ঘটনার প্রতিশোধ নিতেই মোশারফ, রিপন ও তাদের কিশোর গ্যাং পরিকল্পিতভাবে আল-আমিনকে হত্যার সিদ্ধান্ত নেয়।

ঘটনার দিন ১৬ জুলাই সন্ধ্যায় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন আল-আমিন। ঠিক সেই সময় সংঘবদ্ধভাবে হামলা চালায় আসামিরা। ধারালো অস্ত্র দিয়ে তার ডান পায়ের হাঁটুর রগ কেটে ফেলে ও ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে নেয়। আশপাশের মানুষ ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আল-আমিনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরদিন নিহতের মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

র‍্যাবের তথ্যমতে, এক নম্বর আসামি মোশারফ পেশায় রিকশাচালক হলেও মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের লিডার হিসেবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত। এর আগেও তিনি একাধিকবার গ্রেফতার হয়েছিলেন, কিন্তু জামিনে মুক্তি পেয়ে আবার অপরাধে ফিরে যান।

অন্যদিকে, রিপন ওরফে গিট্টু রিপন পেশায় রংমিস্ত্রি হলেও অপরাধচক্রে মোশারফের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় কিশোর গ্যাং ও সন্ত্রাস নির্মূলে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।