গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: ঢাকা রেঞ্জ ডিআইজি

- আপডেট সময় ০৪:১৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / 5
গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই মাসের পদযাত্রা ঘিরে সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সাংবাদিকদের তিনি জানান, সহিংসতায় জড়িতদের কেউই রেহাই পাবে না। আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দায়িত্বে গাফিলতি করলে, তার বিরুদ্ধেও তদন্তসাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ডিআইজি রেজাউল করিম আরও বলেন, ইতোমধ্যে এ ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং শহরে শান্ত পরিবেশ ফিরতে শুরু করেছে।
এদিকে, বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে গোপালগঞ্জ শহরে কারফিউ জারি রয়েছে। শহরের বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও পুলিশের সদস্যরা। শহরের পরিবেশ এখনও থমথমে, দোকানপাট প্রায় সব বন্ধ। কিছু সংখ্যক ছোট যানবাহন চলাচল করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির পদযাত্রা চলাকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ করে হামলা চালায়। এরপরই সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি।
সরেজমিনে দেখা গেছে, শহরের রাস্তায় পড়ে থাকা ইট-পাটকেল, ব্যানার, তোরণ গেট ও ভাঙা গাছপালা সরানোর কাজ চলছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।
এদিকে, সহিংসতায় গোপালগঞ্জ জেলা কারাগারেও হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে কারাগার ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়। কারাগারে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা মোতায়েন রয়েছে।
পরিদর্শনে এসে অতিরিক্ত কারা পরিদর্শক জানান, বর্তমানে কারাগারে নিরাপত্তা নিশ্চিত রয়েছে এবং নতুন করে কোনো হামলার আশঙ্কা নেই।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, এই ঘটনার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ভিডিও ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করা হচ্ছে। সহিংসতায় উসকানিদাতা ও জড়িতদের আইনের আওতায় আনা হবে।
প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে এবং গুজবে কান না দেওয়ার অনুরোধ করা হয়েছে।