ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের দুই দিনে ৩,৬২২ মামলা চাঁদপুরে সেরা সাঁতারু বাছাইয়ে ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত, অংশগ্রহণ ২ শতাধিক সাঁতারু ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত অন্তত ১৫ জন আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে সাহস জোগায়: প্রধান উপদেষ্টা হাতিরঝিলে ‘এগিয়ে বাংলাদেশ’ দৌড় প্রতিযোগিতা, অংশগ্রহণে ৮০০ প্রতিযোগী ইসলামবিরোধী কার্যকলাপে কঠোর অবস্থানের হুঁশিয়ারি খেলাফত আমিরের শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতা, ২৪৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ জামালপুরে নগর মাতৃসদনে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু, আটক ২ নার্স দেশে করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬ আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান

সিলেটে ৫ দফা দাবিতে পরিবহন ধর্মঘট, কর্মসূচি জারি রাখতে ৪৮ ঘণ্টার হুঁশিয়ারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫১:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 4

ছবি সংগৃহীত

 

সিলেটে পাথরকোয়ারি পুনরায় চালুসহ ৫ দফা দাবিতে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান ও পিকআপের চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার সকাল ছয়টা থেকে এ ধর্মঘট শুরু করেছে সিলেট জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। দাবি না মানা হলে ৪৮ ঘণ্টা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।

এর আগে বুধবার সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় বিক্ষোভ সমাবেশ থেকে এ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দাবি অনুযায়ী, সিলেটে বন্ধ থাকা পাথরকোয়ারিগুলো খুলে দেওয়া, ক্রাশার মেশিন ধ্বংস ও অভিযান বন্ধ করা, পাথর পরিবহনকারী ট্রাক আটকানো বন্ধ করা, চালকদের ওপর হয়রানি-নির্যাতন বন্ধ এবং জেলা প্রশাসককে অপসারণ করতে হবে।

ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, সিলেটের প্রান্তিক মানুষের জীবিকার অন্যতম বড় ক্ষেত্র এই পাথরকোয়ারি। এগুলো বন্ধ থাকায় অসংখ্য শ্রমিক কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

তাছাড়া পাথর পরিবহন ও সংশ্লিষ্ট পেশার হাজারো মানুষ দুর্দশায় পড়েছেন। কোয়ারিগুলো পুনরায় চালু করা হলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি জেলার বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তাঁদের দাবি।

এদিকে ধর্মঘটের কারণে আজ শনিবার পর্যটকবাহী যানবাহনে হামলার ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ বিকেলে পাথরসংশ্লিষ্ট মালিক ও ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বানে পরিবহন শ্রমিক ও মালিকদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানেই পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

তবে জেলা পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, আজ শনিবার সরকারি ছুটি এবং আগামীকাল রবিবার পবিত্র আশুরার ছুটি থাকায় এ সময় ধর্মঘট কর্মসূচি ডাকা যৌক্তিক নয়।

এর আগে জেলা পাথরসংশ্লিষ্ট মালিক-শ্রমিক ঐক্য পরিষদ পাথরকোয়ারি খোলার দাবিতে বিক্ষোভ ও অনশন কর্মসূচি পালন করেছিল।

নিউজটি শেয়ার করুন

সিলেটে ৫ দফা দাবিতে পরিবহন ধর্মঘট, কর্মসূচি জারি রাখতে ৪৮ ঘণ্টার হুঁশিয়ারি

আপডেট সময় ০৫:৫১:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

 

সিলেটে পাথরকোয়ারি পুনরায় চালুসহ ৫ দফা দাবিতে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান ও পিকআপের চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার সকাল ছয়টা থেকে এ ধর্মঘট শুরু করেছে সিলেট জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। দাবি না মানা হলে ৪৮ ঘণ্টা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।

এর আগে বুধবার সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় বিক্ষোভ সমাবেশ থেকে এ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দাবি অনুযায়ী, সিলেটে বন্ধ থাকা পাথরকোয়ারিগুলো খুলে দেওয়া, ক্রাশার মেশিন ধ্বংস ও অভিযান বন্ধ করা, পাথর পরিবহনকারী ট্রাক আটকানো বন্ধ করা, চালকদের ওপর হয়রানি-নির্যাতন বন্ধ এবং জেলা প্রশাসককে অপসারণ করতে হবে।

ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, সিলেটের প্রান্তিক মানুষের জীবিকার অন্যতম বড় ক্ষেত্র এই পাথরকোয়ারি। এগুলো বন্ধ থাকায় অসংখ্য শ্রমিক কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

তাছাড়া পাথর পরিবহন ও সংশ্লিষ্ট পেশার হাজারো মানুষ দুর্দশায় পড়েছেন। কোয়ারিগুলো পুনরায় চালু করা হলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি জেলার বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তাঁদের দাবি।

এদিকে ধর্মঘটের কারণে আজ শনিবার পর্যটকবাহী যানবাহনে হামলার ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ বিকেলে পাথরসংশ্লিষ্ট মালিক ও ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বানে পরিবহন শ্রমিক ও মালিকদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানেই পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

তবে জেলা পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, আজ শনিবার সরকারি ছুটি এবং আগামীকাল রবিবার পবিত্র আশুরার ছুটি থাকায় এ সময় ধর্মঘট কর্মসূচি ডাকা যৌক্তিক নয়।

এর আগে জেলা পাথরসংশ্লিষ্ট মালিক-শ্রমিক ঐক্য পরিষদ পাথরকোয়ারি খোলার দাবিতে বিক্ষোভ ও অনশন কর্মসূচি পালন করেছিল।