ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুসলিম দেশগুলোকে লক্ষ্য অর্জনে একযোগে কাজের আহ্বান পরিবেশ উপদেষ্টার সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৫৪২ জাতীয় ঐকমত্য গঠনে রাজনৈতিক দলের ভূমিকা জরুরি: বদিউল আলম প্রখ্যাত সাবেক সিইসি এটিএম শামসুল হুদা আর নেই আন্তর্জাতিক অপরাধে দণ্ডিতদের নির্বাচনে অংশ নেওয়া নিষিদ্ধ থাকবে: অ্যাটর্নি জেনারেল পঞ্চগড়ে বিএসএফের পুশইন, নারী-পুরুষ-শিশুসহ আটক ১৫ জন সিরিজ বাঁচাতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, দলে দুই পরিবর্তন গণমাধ্যম সংস্কারে জাতিসংঘের সহায়তা চেয়েছে সরকার: প্রেস সচিব মালয়েশিয়ায় উগ্রপন্থি সংগঠনের অভিযোগে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার: পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার ঘোষণার আলোকে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে: ধর্ম উপদেষ্টা

লোহাগড়ায় একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 3

ছবি সংগৃহীত

 

নড়াইলের লোহাগড়ায় বিয়ের ৩ বছর পর একসঙ্গে ৩ মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন আলপনা খানম (২৪) নামের এক গৃহবধূ। আলপনা খানম উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামের খন্দকার সজীব হাসানের স্ত্রী।

শুক্রবার (৪ জুলাই) স্থানীয় সিকদার ক্লিনিক নামে একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন কণ্যা সন্তান প্রসব করেন তিনি।

জানা গেছে, গত শুক্রবার উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামের খন্দকার সজিব হাসানের স্ত্রী আলপনা খানম ঐ ক্লিনিকে ভর্তি হন। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে সিজারের সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ সার্জন স্বরূপ গোলদার ও অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ পান্থ বিশ্বাস ও অন্যরা সফল ভাবে অপারেশন সম্পন্ন করেন। এসময় তিনটি কন্যা সন্তান জন্ম দেন ওই নারী। মা ও সন্তানদের সবাই বর্তমানে সুস্থ রয়েছেন।

আলপনার স্বামী খন্দকার সজিব হাসান বলেন, আলহামদুলিল্লাহ, বিয়ের ৩ বছর পর আমাদের দাম্পত্য জীবনে আমার স্ত্রীর ৩টি মেয়ে সন্তানের জন্ম হয়েছে। আমি এবং আমার পরিবার অনেক খুশি। আমার বাচ্চাদের জন্য সবার কাছে দোয়া চাই।

ক্লিনিকের জেনারেল ম্যানেজার মো. ইব্রাহিম বলেন, শুক্রবার সকালে একজন রোগী ভর্তি হয়। পরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক নারীর তিনটি মেয়ে সন্তান হয়েছে। বাচ্চা তিনটি ও তার মা সুস্থ আছেন। হাসপাতাল থেকে রোগীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।

ক্লিনিকের গাইনি সার্জন চিকিৎসক স্বরূপ গোলদার বলেন, প্রথম থেকেই রোগী আমার ফলোআপে ছিল। শুক্রবার সকালে তাকে ক্লিনিকে ভর্তি করা হলে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনটি কণ্যা সন্তান হয়। তিন শিশু কন্যা ও তার মা সকলে সুস্থ আছেন।

নিউজটি শেয়ার করুন

লোহাগড়ায় একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম

আপডেট সময় ১২:৪৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

 

নড়াইলের লোহাগড়ায় বিয়ের ৩ বছর পর একসঙ্গে ৩ মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন আলপনা খানম (২৪) নামের এক গৃহবধূ। আলপনা খানম উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামের খন্দকার সজীব হাসানের স্ত্রী।

শুক্রবার (৪ জুলাই) স্থানীয় সিকদার ক্লিনিক নামে একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন কণ্যা সন্তান প্রসব করেন তিনি।

জানা গেছে, গত শুক্রবার উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামের খন্দকার সজিব হাসানের স্ত্রী আলপনা খানম ঐ ক্লিনিকে ভর্তি হন। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে সিজারের সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ সার্জন স্বরূপ গোলদার ও অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ পান্থ বিশ্বাস ও অন্যরা সফল ভাবে অপারেশন সম্পন্ন করেন। এসময় তিনটি কন্যা সন্তান জন্ম দেন ওই নারী। মা ও সন্তানদের সবাই বর্তমানে সুস্থ রয়েছেন।

আলপনার স্বামী খন্দকার সজিব হাসান বলেন, আলহামদুলিল্লাহ, বিয়ের ৩ বছর পর আমাদের দাম্পত্য জীবনে আমার স্ত্রীর ৩টি মেয়ে সন্তানের জন্ম হয়েছে। আমি এবং আমার পরিবার অনেক খুশি। আমার বাচ্চাদের জন্য সবার কাছে দোয়া চাই।

ক্লিনিকের জেনারেল ম্যানেজার মো. ইব্রাহিম বলেন, শুক্রবার সকালে একজন রোগী ভর্তি হয়। পরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক নারীর তিনটি মেয়ে সন্তান হয়েছে। বাচ্চা তিনটি ও তার মা সুস্থ আছেন। হাসপাতাল থেকে রোগীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।

ক্লিনিকের গাইনি সার্জন চিকিৎসক স্বরূপ গোলদার বলেন, প্রথম থেকেই রোগী আমার ফলোআপে ছিল। শুক্রবার সকালে তাকে ক্লিনিকে ভর্তি করা হলে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনটি কণ্যা সন্তান হয়। তিন শিশু কন্যা ও তার মা সকলে সুস্থ আছেন।