০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

গাজীপুরে চিকিৎসকের বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / 121

ছবি সংগৃহীত

 

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক চিকিৎসক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২১ জুন) ভোররাত ৩টার দিকে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী বাজার এলাকার ওই বাড়িতে ঢুকে ডাকাতরা নগদ দেড় লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী চিকিৎসক মোর্শেদুল হক শরীফ জানান, “রাত আনুমানিক ৩টার দিকে ১০-১২ জনের একটি ডাকাতদল মই ব্যবহার করে দোতলার বারান্দা দিয়ে ঘরে প্রবেশ করে। মুখ গামছায় ঢাকা এবং সবার হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা আমাকে ঘুম থেকে তুলে মাথায় কাঁথা চাপিয়ে হাত-পা বেঁধে ফেলে।”

বিজ্ঞাপন

তার স্ত্রী, পেশায় গাইনি চিকিৎসক, তাকেও অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের আলমারি ও ওয়ারড্রবের চাবি ছিনিয়ে নেয় ডাকাতরা। তারা ঘরের ভেতরে তল্লাশি চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুটে নেয়।

ডাকাতদল প্রায় অর্ধঘণ্টা ধরে বাড়ির ভেতরে অবস্থান করে। চলে যাওয়ার সময় তারা পুলিশ ও গণমাধ্যমকে জানালে পরিণতি খারাপ হবে বলে হুমকি দিয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান,“৯৯৯-এ ফোন পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা শুরু হয়েছে।”

ঘনবসতিপূর্ণ এলাকায় চিকিৎসক দম্পতির বাড়িতে সংঘটিত এই ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলছে, এলাকাজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে।

 

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে চিকিৎসকের বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

আপডেট সময় ০৫:১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

 

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক চিকিৎসক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২১ জুন) ভোররাত ৩টার দিকে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী বাজার এলাকার ওই বাড়িতে ঢুকে ডাকাতরা নগদ দেড় লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী চিকিৎসক মোর্শেদুল হক শরীফ জানান, “রাত আনুমানিক ৩টার দিকে ১০-১২ জনের একটি ডাকাতদল মই ব্যবহার করে দোতলার বারান্দা দিয়ে ঘরে প্রবেশ করে। মুখ গামছায় ঢাকা এবং সবার হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা আমাকে ঘুম থেকে তুলে মাথায় কাঁথা চাপিয়ে হাত-পা বেঁধে ফেলে।”

বিজ্ঞাপন

তার স্ত্রী, পেশায় গাইনি চিকিৎসক, তাকেও অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের আলমারি ও ওয়ারড্রবের চাবি ছিনিয়ে নেয় ডাকাতরা। তারা ঘরের ভেতরে তল্লাশি চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুটে নেয়।

ডাকাতদল প্রায় অর্ধঘণ্টা ধরে বাড়ির ভেতরে অবস্থান করে। চলে যাওয়ার সময় তারা পুলিশ ও গণমাধ্যমকে জানালে পরিণতি খারাপ হবে বলে হুমকি দিয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান,“৯৯৯-এ ফোন পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা শুরু হয়েছে।”

ঘনবসতিপূর্ণ এলাকায় চিকিৎসক দম্পতির বাড়িতে সংঘটিত এই ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলছে, এলাকাজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে।