০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

ঈদে নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / 129

ছবি সংগৃহীত

 

নোয়াখালীর সুবর্ণচরে ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে দুই খালাতো ভাই-বোন। সোমবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর চরমহিউদ্দিন গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- চরমহিউদ্দিন গ্রামের মো. জিহাদের মেয়ে ফারিয়া আক্তার (৪) এবং কুমিল্লার লাকসাম উপজেলার মো. রকির ছেলে মো. তাহাসিন (৫)। তারা সম্পর্কে আপন খালাতো ভাই-বোন।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে জানা গেছে, ঈদের দ্বিতীয় দিনে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে আসে তাহাসিন ও ফারিয়া। বিকেলে তারা বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অজান্তে ঘরের পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ হয়ে গেলেও তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পুকুর থেকে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়। পরে তাদের স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শিশুদের মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীরা গভীরভাবে মর্মাহত।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, “পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনো থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।”

প্রতিবছরই ঈদের ছুটিতে গ্রামে বেড়াতে গিয়ে এমন দুঃখজনক দুর্ঘটনার শিকার হয় অনেক শিশু। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

ঈদে নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ১২:৫৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

 

নোয়াখালীর সুবর্ণচরে ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে দুই খালাতো ভাই-বোন। সোমবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর চরমহিউদ্দিন গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- চরমহিউদ্দিন গ্রামের মো. জিহাদের মেয়ে ফারিয়া আক্তার (৪) এবং কুমিল্লার লাকসাম উপজেলার মো. রকির ছেলে মো. তাহাসিন (৫)। তারা সম্পর্কে আপন খালাতো ভাই-বোন।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে জানা গেছে, ঈদের দ্বিতীয় দিনে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে আসে তাহাসিন ও ফারিয়া। বিকেলে তারা বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অজান্তে ঘরের পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ হয়ে গেলেও তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পুকুর থেকে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়। পরে তাদের স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শিশুদের মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীরা গভীরভাবে মর্মাহত।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, “পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনো থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।”

প্রতিবছরই ঈদের ছুটিতে গ্রামে বেড়াতে গিয়ে এমন দুঃখজনক দুর্ঘটনার শিকার হয় অনেক শিশু। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।