ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নোয়াখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় নিশ্চিত করতেই চার্জশীট দিতে দেরী হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভারত নদীর পাড়ে,জঙ্গলে মানুষ ফেলে যাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ লোহাগড়ায় সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সকল পাবলিক পরীক্ষার খাতা দেখা থেকে ৮ শিক্ষককে আজীবনের জন্য অব্যাহতি ইরানে সুন্নি হামলায় নিহত ৫ গোপালগঞ্জে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন আইন ও সালিশ কেন্দ্রের ইসরায়েলে হুথির ক্ষেপণাস্ত্র হামলা,অনাহারে গাজা আধুনিক হুমকি এআই,অস্ত্রের চেয়েও ভয়াবহ

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ৩ জুনের টিকিট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 82

ছবি সংগৃহীত

 

ঈদযাত্রা: অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, প্রতিদিন মিলছে নির্ধারিত দিনের আসন

আগামী ৭ জুন ঈদুল আজহা উদযাপনের সম্ভাব্য তারিখ ধরে বাংলাদেশ রেলওয়ে শুরু করেছে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ শনিবার থেকে অনলাইনে বিক্রি হচ্ছে আগামী ৩ জুনের টিকিট।

সকাল ৮টা থেকে পাওয়া যাচ্ছে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট, আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, এবারের ঈদ উপলক্ষে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের মোট আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৩৩ হাজার ৩১৫টি। এই বিশেষ ব্যবস্থায় শুধুমাত্র অনলাইনে টিকিট দেওয়া হচ্ছে।

রেলওয়ে গত ২১ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু করে। ওই দিন ৩১ মে’র টিকিট দেওয়া হয়। পরদিন ২২ মে বিক্রি হয় ১ জুনের টিকিট। আজ মিলছে ৩ জুনের টিকিট।

পরবর্তী তারিখ অনুযায়ী, আগামীকাল রবিবার ২৫ মে বিক্রি হবে ৪ জুনের টিকিট, ২৬ মে মিলবে ৫ জুনের এবং ২৭ মে পাওয়া যাবে ৬ জুনের টিকিট।

প্রসঙ্গত, ঈদের আগের সাত দিনের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করছে রেল কর্তৃপক্ষ, এবং এসব টিকিট ফেরত দেওয়ার সুযোগ নেই। ফলে যাত্রীরা টিকিট কেনার ক্ষেত্রে নিশ্চিত পরিকল্পনা করেই সিদ্ধান্ত নিচ্ছেন।

এছাড়া, প্রতিজন টিকিটপ্রত্যাশী সর্বোচ্চ চারটি আসনের টিকিট একসঙ্গে সংগ্রহ করতে পারবেন। তবে টিকিটের চাহিদা বেশি থাকায় নির্ধারিত সময়ের আগেই সিস্টেমে টিকিট শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

রেলওয়ের পক্ষ থেকে যাত্রীদের সময়মতো টিকিট কেনার অনুরোধ জানানো হয়েছে। এবারের ঈদযাত্রাকে নির্বিঘ্ন ও সুষ্ঠু রাখতে ট্রেন চলাচল ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। তবে ট্রেনভ্রমণে আগ্রহী যাত্রীদের উচিত আগে থেকেই পরিকল্পনা করে টিকিট সংগ্রহ করা।

ঈদকে সামনে রেখে দেশের হাজারো মানুষ প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরবেন সেই যাত্রাপথে রেল যেন হয় নির্ভরতার নাম, এটাই প্রত্যাশা সকলের।

নিউজটি শেয়ার করুন

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ৩ জুনের টিকিট

আপডেট সময় ১০:১৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

 

ঈদযাত্রা: অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, প্রতিদিন মিলছে নির্ধারিত দিনের আসন

আগামী ৭ জুন ঈদুল আজহা উদযাপনের সম্ভাব্য তারিখ ধরে বাংলাদেশ রেলওয়ে শুরু করেছে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ শনিবার থেকে অনলাইনে বিক্রি হচ্ছে আগামী ৩ জুনের টিকিট।

সকাল ৮টা থেকে পাওয়া যাচ্ছে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট, আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, এবারের ঈদ উপলক্ষে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের মোট আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৩৩ হাজার ৩১৫টি। এই বিশেষ ব্যবস্থায় শুধুমাত্র অনলাইনে টিকিট দেওয়া হচ্ছে।

রেলওয়ে গত ২১ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু করে। ওই দিন ৩১ মে’র টিকিট দেওয়া হয়। পরদিন ২২ মে বিক্রি হয় ১ জুনের টিকিট। আজ মিলছে ৩ জুনের টিকিট।

পরবর্তী তারিখ অনুযায়ী, আগামীকাল রবিবার ২৫ মে বিক্রি হবে ৪ জুনের টিকিট, ২৬ মে মিলবে ৫ জুনের এবং ২৭ মে পাওয়া যাবে ৬ জুনের টিকিট।

প্রসঙ্গত, ঈদের আগের সাত দিনের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করছে রেল কর্তৃপক্ষ, এবং এসব টিকিট ফেরত দেওয়ার সুযোগ নেই। ফলে যাত্রীরা টিকিট কেনার ক্ষেত্রে নিশ্চিত পরিকল্পনা করেই সিদ্ধান্ত নিচ্ছেন।

এছাড়া, প্রতিজন টিকিটপ্রত্যাশী সর্বোচ্চ চারটি আসনের টিকিট একসঙ্গে সংগ্রহ করতে পারবেন। তবে টিকিটের চাহিদা বেশি থাকায় নির্ধারিত সময়ের আগেই সিস্টেমে টিকিট শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

রেলওয়ের পক্ষ থেকে যাত্রীদের সময়মতো টিকিট কেনার অনুরোধ জানানো হয়েছে। এবারের ঈদযাত্রাকে নির্বিঘ্ন ও সুষ্ঠু রাখতে ট্রেন চলাচল ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। তবে ট্রেনভ্রমণে আগ্রহী যাত্রীদের উচিত আগে থেকেই পরিকল্পনা করে টিকিট সংগ্রহ করা।

ঈদকে সামনে রেখে দেশের হাজারো মানুষ প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরবেন সেই যাত্রাপথে রেল যেন হয় নির্ভরতার নাম, এটাই প্রত্যাশা সকলের।