শিরোনাম :
ল্যাম্পপোস্ট স্থাপনের চেষ্টা বিএসএফের পাটগ্রাম সীমান্তে, বাধা দিল বিজিবি
পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও ল্যাম্পপোস্ট স্থাপনের চেষ্টা করেছে, কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের বাধা দিয়েছে। এই ঘটনা ঘটেছে লালমনিরহাটের পাটগ্রামের ধবলসুতি সীমান্তে, যেখানে বিএসএফ সদস্যরা শূন্যরেখার ৫০ গজ অভ্যন্তরে ল্যাম্পপোস্ট স্থাপনের কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং বিএসএফকে কাজ বন্ধ করতে বাধ্য করেন।
ঘটনার বিস্তারিত:
- তারিখ ও স্থান: গত মঙ্গলবার রাতে পাটগ্রামের গাটিয়ারভিটা সীমান্তে এই ঘটনা ঘটে।
- বিজিবির প্রতিবাদ: বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার আহ্বান জানায়। বিএসএফ সদস্যরা জানান যে, তারা চা-বাগানে ক্ষতির কারণে ল্যাম্পপোস্ট স্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু বিজিবি তাদের জানিয়ে দেয় যে ,শূন্যরেখায় কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না।
- পূর্বের ঘটনা: এর আগে ১ ডিসেম্বরে বিএসএফ একই ধরনের স্থাপনার চেষ্টা করেছিল, কিন্তু বিজিবির প্রতিবাদে তারা সেখান থেকে চলে যায় ।
বিজিবির কর্মকর্তারা জানান যে, তারা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক দৃষ্টি রাখছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রস্তুত রয়েছেন ।