১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 105

ছবি সংগৃহীত

 

 

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ দল কোটচাঁদপুর রেলস্টেশনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

অভিযান চলাকালে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ‘ছ’ নম্বর বগির ৫ ও ৬ নম্বর সিটের ওপরের রেলিংয়ের পাশে ফেলে রাখা একটি স্কুল ব্যাগ থেকে হেরোইনগুলো উদ্ধার করা হয়। ব্যাগটি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালিয়ে ওই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। জব্দকৃত হেরোইনের ওজন ২ কেজি ৩২ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকারও বেশি বলে জানায় বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হেরোইনগুলো ধ্বংস করা হবে।

মাদক পাচারের নতুন কৌশল হিসেবে ট্রেনকে ব্যবহার করা হচ্ছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি। এলাকার সাধারণ মানুষও মাদকের বিরুদ্ধে এমন অভিযানকে স্বাগত জানিয়েছে এবং বিজিবির ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছে।

দেশব্যাপী মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা জানান, মাদক পাচারে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

বিজিবির এই সফল অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকবিরোধী এ ধরনের কার্যক্রম নিয়মিত চালানোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার

আপডেট সময় ১২:১৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

 

 

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ দল কোটচাঁদপুর রেলস্টেশনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

অভিযান চলাকালে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ‘ছ’ নম্বর বগির ৫ ও ৬ নম্বর সিটের ওপরের রেলিংয়ের পাশে ফেলে রাখা একটি স্কুল ব্যাগ থেকে হেরোইনগুলো উদ্ধার করা হয়। ব্যাগটি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালিয়ে ওই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। জব্দকৃত হেরোইনের ওজন ২ কেজি ৩২ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকারও বেশি বলে জানায় বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হেরোইনগুলো ধ্বংস করা হবে।

মাদক পাচারের নতুন কৌশল হিসেবে ট্রেনকে ব্যবহার করা হচ্ছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি। এলাকার সাধারণ মানুষও মাদকের বিরুদ্ধে এমন অভিযানকে স্বাগত জানিয়েছে এবং বিজিবির ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছে।

দেশব্যাপী মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা জানান, মাদক পাচারে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

বিজিবির এই সফল অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকবিরোধী এ ধরনের কার্যক্রম নিয়মিত চালানোর দাবি জানিয়েছেন সচেতন মহল।