০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের কড়া পদক্ষেপ, পাঠানো হলো কারাগারে অগ্নি দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কতা নির্দেশনা দিল মাউশি ইয়েমেনে জাতিসংঘ কার্যালয়ে হুথি বাহিনীর অভিযান, আটক ২০ কর্মী হংকং বিমানবন্দরে বড় দুর্ঘটনা: সাগরে পড়ল কার্গো প্লেন, নিহত ২ কর্মী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: পরিবেশ উপদেষ্টা

কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 69

ছবি সংগৃহীত

 

 

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ দল কোটচাঁদপুর রেলস্টেশনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

অভিযান চলাকালে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ‘ছ’ নম্বর বগির ৫ ও ৬ নম্বর সিটের ওপরের রেলিংয়ের পাশে ফেলে রাখা একটি স্কুল ব্যাগ থেকে হেরোইনগুলো উদ্ধার করা হয়। ব্যাগটি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালিয়ে ওই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। জব্দকৃত হেরোইনের ওজন ২ কেজি ৩২ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকারও বেশি বলে জানায় বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হেরোইনগুলো ধ্বংস করা হবে।

মাদক পাচারের নতুন কৌশল হিসেবে ট্রেনকে ব্যবহার করা হচ্ছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি। এলাকার সাধারণ মানুষও মাদকের বিরুদ্ধে এমন অভিযানকে স্বাগত জানিয়েছে এবং বিজিবির ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছে।

দেশব্যাপী মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা জানান, মাদক পাচারে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

বিজিবির এই সফল অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকবিরোধী এ ধরনের কার্যক্রম নিয়মিত চালানোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার

আপডেট সময় ১২:১৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

 

 

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ দল কোটচাঁদপুর রেলস্টেশনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

অভিযান চলাকালে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ‘ছ’ নম্বর বগির ৫ ও ৬ নম্বর সিটের ওপরের রেলিংয়ের পাশে ফেলে রাখা একটি স্কুল ব্যাগ থেকে হেরোইনগুলো উদ্ধার করা হয়। ব্যাগটি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালিয়ে ওই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। জব্দকৃত হেরোইনের ওজন ২ কেজি ৩২ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকারও বেশি বলে জানায় বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হেরোইনগুলো ধ্বংস করা হবে।

মাদক পাচারের নতুন কৌশল হিসেবে ট্রেনকে ব্যবহার করা হচ্ছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি। এলাকার সাধারণ মানুষও মাদকের বিরুদ্ধে এমন অভিযানকে স্বাগত জানিয়েছে এবং বিজিবির ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছে।

দেশব্যাপী মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা জানান, মাদক পাচারে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

বিজিবির এই সফল অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকবিরোধী এ ধরনের কার্যক্রম নিয়মিত চালানোর দাবি জানিয়েছেন সচেতন মহল।