ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২১ আগস্ট মামলায় খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু শ্রীমঙ্গলে করলা চাষে বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ জীবন গণতন্ত্রের পথে ঐকমত্য প্রয়োজন, মতপার্থক্য নয়: আলী রীয়াজ মেয়র পদে ইশরাক হোসেনকে বসানো নিয়ে উত্তপ্ত গুলিস্তান, চলছেই লাগাতার অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের হামলার নিন্দা সারজিস আলমের, ‘ধিক্কার জানাই এমন আচরণে’ সিন্ধু চুক্তি ভাঙার চিন্তা করবেন না, নয়াদিল্লিকে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন বাজেটে মৎস্য-প্রাণিসম্পদে বাড়তি ভর্তুকি ও ঋণ সুবিধা চান খাতসংশ্লিষ্টরা কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪ কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার

জবি শিক্ষার্থীদের আন্দোলনে উত্তপ্ত পরিস্থিতি, তথ্য উপদেষ্টাকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 7

ছবি সংগৃহীত

 

তিন দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার রাত ১০টার পর রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নেয়া শিক্ষার্থীদের সামনে গিয়ে বক্তব্য দেওয়ার সময় একজন বিক্ষুব্ধ শিক্ষার্থী তাঁর দিকে পানির বোতল নিক্ষেপ করেন।

ঘটনার পরপরই সেখান থেকে চলে যান তথ্য উপদেষ্টা। পরে আন্দোলনস্থল থেকে কিছুটা দূরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় মাহফুজ আলম বলেন, “আমার সঙ্গে যা হয়েছে, আমি মনে করি, এটি কোনো সাধারণ শিক্ষার্থীর কাজ নয়। কিছু স্যাবোটাজকারী বিভিন্ন আন্দোলনে ঢুকে এরকম ঘটনা ঘটিয়ে থাকে। আমি এখনই তাদের নাম বলছি না, তবে প্রশাসন ও গণমাধ্যমের দায়িত্ব এসব স্যাবোটাজকারীদের এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা।”

তিনি আরও বলেন, “তাদের একটি নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি আট মাস ধরে হিংসা রয়েছে। তাদের হিংস্র আচরণ সামাজিক মাধ্যমেও প্রকাশ পেয়েছে। আজকের ঘটনাও তারই বহিঃপ্রকাশ।”

তবে তিনি দাবি করেন, সাধারণ শিক্ষার্থীদের দাবি যৌক্তিক হলে সরকার অবশ্যই তা বিবেচনায় নেবে। “আবাসন সংকট, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ ত্বরান্বিত করা এবং বাজেট কর্তন না করার মতো দাবিগুলোর যৌক্তিকতা শিক্ষা মন্ত্রণালয় বিবেচনা করবে। যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট রয়েছে, আগামী বাজেটে শিক্ষার্থীদের জন্য ৭০ শতাংশ পর্যন্ত আবাসন বৃত্তির প্রস্তাবও আলোচনার বিষয় হতে পারে,” বলেন তিনি।

আন্দোলনকারীদের পক্ষ থেকে রাত ১২টার দিকে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন। তিনি বলেন, “তথ্য উপদেষ্টার ওপর পানির বোতল ছুঁড়ে মারার ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। তবে এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী বা শিক্ষকরা দায়ী নন।”

জানা গেছে, শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবিগুলো হলো ২০২৫-২৬ অর্থবছর থেকে ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি কার্যকর করা, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কোনো কাটছাঁট ছাড়াই অনুমোদন করা এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় অনুমোদন দিয়ে দ্রুত বাস্তবায়ন করা।

অচিরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনার কথাও জানিয়েছেন তথ্য উপদেষ্টা। শিক্ষার্থীদের প্রতি তাঁর আহ্বান, “আপনারা স্যাবোটাজকারীদের থেকে নিজেদের আলাদা করুন। সরকার আপনাদের ন্যায্য দাবি শুনতে প্রস্তুত।”

বিষয় :

নিউজটি শেয়ার করুন

জবি শিক্ষার্থীদের আন্দোলনে উত্তপ্ত পরিস্থিতি, তথ্য উপদেষ্টাকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ

আপডেট সময় ০৯:৪৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

 

তিন দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার রাত ১০টার পর রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নেয়া শিক্ষার্থীদের সামনে গিয়ে বক্তব্য দেওয়ার সময় একজন বিক্ষুব্ধ শিক্ষার্থী তাঁর দিকে পানির বোতল নিক্ষেপ করেন।

ঘটনার পরপরই সেখান থেকে চলে যান তথ্য উপদেষ্টা। পরে আন্দোলনস্থল থেকে কিছুটা দূরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় মাহফুজ আলম বলেন, “আমার সঙ্গে যা হয়েছে, আমি মনে করি, এটি কোনো সাধারণ শিক্ষার্থীর কাজ নয়। কিছু স্যাবোটাজকারী বিভিন্ন আন্দোলনে ঢুকে এরকম ঘটনা ঘটিয়ে থাকে। আমি এখনই তাদের নাম বলছি না, তবে প্রশাসন ও গণমাধ্যমের দায়িত্ব এসব স্যাবোটাজকারীদের এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা।”

তিনি আরও বলেন, “তাদের একটি নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি আট মাস ধরে হিংসা রয়েছে। তাদের হিংস্র আচরণ সামাজিক মাধ্যমেও প্রকাশ পেয়েছে। আজকের ঘটনাও তারই বহিঃপ্রকাশ।”

তবে তিনি দাবি করেন, সাধারণ শিক্ষার্থীদের দাবি যৌক্তিক হলে সরকার অবশ্যই তা বিবেচনায় নেবে। “আবাসন সংকট, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ ত্বরান্বিত করা এবং বাজেট কর্তন না করার মতো দাবিগুলোর যৌক্তিকতা শিক্ষা মন্ত্রণালয় বিবেচনা করবে। যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট রয়েছে, আগামী বাজেটে শিক্ষার্থীদের জন্য ৭০ শতাংশ পর্যন্ত আবাসন বৃত্তির প্রস্তাবও আলোচনার বিষয় হতে পারে,” বলেন তিনি।

আন্দোলনকারীদের পক্ষ থেকে রাত ১২টার দিকে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন। তিনি বলেন, “তথ্য উপদেষ্টার ওপর পানির বোতল ছুঁড়ে মারার ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। তবে এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী বা শিক্ষকরা দায়ী নন।”

জানা গেছে, শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবিগুলো হলো ২০২৫-২৬ অর্থবছর থেকে ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি কার্যকর করা, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কোনো কাটছাঁট ছাড়াই অনুমোদন করা এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় অনুমোদন দিয়ে দ্রুত বাস্তবায়ন করা।

অচিরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনার কথাও জানিয়েছেন তথ্য উপদেষ্টা। শিক্ষার্থীদের প্রতি তাঁর আহ্বান, “আপনারা স্যাবোটাজকারীদের থেকে নিজেদের আলাদা করুন। সরকার আপনাদের ন্যায্য দাবি শুনতে প্রস্তুত।”