১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

দুর্নীতির মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন ডা. জুবাইদা রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 150

ছবি সংগৃহীত

 

দুর্নীতির মামলায় অধস্তন আদালতের দেয়া তিন বছরের সাজা স্থগিত করে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বুধবার (১৪ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে মামলার আপিল শুনানির জন্য নিম্ন আদালতের নথি তলব করা হয়েছে।

ডা. জুবাইদার আইনজীবী অ্যাডভোকেট এস এম শাহজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার মক্কেল জামিনে থাকবেন। এর আগে মঙ্গলবার (১৩ মে) হাইকোর্ট ৫৮৭ দিন পর দায়ের করা আপিলের বিলম্ব মার্জনা অনুমোদন করেন। বিলম্ব মার্জনার আবেদনের শুনানি শেষে বিচারপতি খসরুজ্জামান এ আদেশ দেন।

বিজ্ঞাপন

মামলার পটভূমিতে জানা যায়, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান, ডা. জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান রায় ঘোষণা করেন। রায়ে তারেক রহমানকে নয় বছর এবং ডা. জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়।

তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৩ সালের ৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বছরের জন্য ডা. জুবাইদার সাজা স্থগিত করে। এরপর গত মঙ্গলবার (১৩ মে) তার পক্ষে হাইকোর্টে আপিল দায়ের করা হলে বিলম্ব মার্জনা মঞ্জুর হয় এবং বুধবার জামিন পান তিনি।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থান শেষে চলতি বছরের ৬ মে দেশে ফিরে এসেছেন ডা. জুবাইদা রহমান। এসময় তিনি তার শাশুড়ি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে তিনি দেশ ত্যাগ করেছিলেন।

হাইকোর্টের জামিনের রায়ে এই মামলার পরবর্তী শুনানির দিকে এখন নজর রাজনৈতিক ও আইনি মহলের।

নিউজটি শেয়ার করুন

দুর্নীতির মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন ডা. জুবাইদা রহমান

আপডেট সময় ১২:৩১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

 

দুর্নীতির মামলায় অধস্তন আদালতের দেয়া তিন বছরের সাজা স্থগিত করে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বুধবার (১৪ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে মামলার আপিল শুনানির জন্য নিম্ন আদালতের নথি তলব করা হয়েছে।

ডা. জুবাইদার আইনজীবী অ্যাডভোকেট এস এম শাহজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার মক্কেল জামিনে থাকবেন। এর আগে মঙ্গলবার (১৩ মে) হাইকোর্ট ৫৮৭ দিন পর দায়ের করা আপিলের বিলম্ব মার্জনা অনুমোদন করেন। বিলম্ব মার্জনার আবেদনের শুনানি শেষে বিচারপতি খসরুজ্জামান এ আদেশ দেন।

বিজ্ঞাপন

মামলার পটভূমিতে জানা যায়, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান, ডা. জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান রায় ঘোষণা করেন। রায়ে তারেক রহমানকে নয় বছর এবং ডা. জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়।

তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৩ সালের ৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বছরের জন্য ডা. জুবাইদার সাজা স্থগিত করে। এরপর গত মঙ্গলবার (১৩ মে) তার পক্ষে হাইকোর্টে আপিল দায়ের করা হলে বিলম্ব মার্জনা মঞ্জুর হয় এবং বুধবার জামিন পান তিনি।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থান শেষে চলতি বছরের ৬ মে দেশে ফিরে এসেছেন ডা. জুবাইদা রহমান। এসময় তিনি তার শাশুড়ি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে তিনি দেশ ত্যাগ করেছিলেন।

হাইকোর্টের জামিনের রায়ে এই মামলার পরবর্তী শুনানির দিকে এখন নজর রাজনৈতিক ও আইনি মহলের।