ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

গাছের ডালে চাপা পড়ে র‍্যাব সদস্য নিহত গাইবান্ধায়

গাইবান্ধা, র‍্যাব, দুর্ঘটনা, নিহত
  • আপডেট সময় ০৬:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 51

ছবি সংগৃহীত

 

গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে আবু বক্কর সিদ্দিক (২৭) নামের এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় সাইফুর রহমান (৪০) নামের আরেক র‍্যাব সদস্য আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আবু বক্কর র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কুষ্টিয়ায়। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান তালুকদার। এ ছাড়া র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের মিডিয়া সেলও তাঁর মৃত্যুর তথ্য জানিয়েছে।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, দায়িত্ব পালন শেষে গতকাল রাতে সাইফুরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে সাদুল্লাপুর থেকে গাইবান্ধার ক্যাম্পে ফিরছিলেন আবু বক্কর। তাঁরা রাত সাড়ে ১০টার দিকে সাহারবাজার এলাকায় পৌঁছালে ঝড় শুরু হয়। এ সময় গাছের একটি ডাল ভেঙে মোটরসাইকেলের ওপর আছড়ে পড়ে যায়। তখন মোটরসাইকেল চালাচ্ছিলেন আবু বক্কর। ডালের আঘাতে তিনি তাৎক্ষণিকভাবে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় আহত সাইফুরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীনুল ইসলাম মণ্ডল জানান, ওই র‍্যাব সদস্যকে গতকাল রাত পৌনে ১১টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। সাইফুর রহমান (৪০) আরেক র‍্যাব সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে র‍্যাব-১৩ রংপুর কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত এএসআই মিজান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আজ সোমবার বাদ জোহর রংপুরে আবু বক্করের জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে তাঁর পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

গাছের ডালে চাপা পড়ে র‍্যাব সদস্য নিহত গাইবান্ধায়

আপডেট সময় ০৬:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

 

গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে আবু বক্কর সিদ্দিক (২৭) নামের এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় সাইফুর রহমান (৪০) নামের আরেক র‍্যাব সদস্য আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আবু বক্কর র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কুষ্টিয়ায়। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান তালুকদার। এ ছাড়া র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের মিডিয়া সেলও তাঁর মৃত্যুর তথ্য জানিয়েছে।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, দায়িত্ব পালন শেষে গতকাল রাতে সাইফুরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে সাদুল্লাপুর থেকে গাইবান্ধার ক্যাম্পে ফিরছিলেন আবু বক্কর। তাঁরা রাত সাড়ে ১০টার দিকে সাহারবাজার এলাকায় পৌঁছালে ঝড় শুরু হয়। এ সময় গাছের একটি ডাল ভেঙে মোটরসাইকেলের ওপর আছড়ে পড়ে যায়। তখন মোটরসাইকেল চালাচ্ছিলেন আবু বক্কর। ডালের আঘাতে তিনি তাৎক্ষণিকভাবে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় আহত সাইফুরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীনুল ইসলাম মণ্ডল জানান, ওই র‍্যাব সদস্যকে গতকাল রাত পৌনে ১১টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। সাইফুর রহমান (৪০) আরেক র‍্যাব সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে র‍্যাব-১৩ রংপুর কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত এএসআই মিজান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আজ সোমবার বাদ জোহর রংপুরে আবু বক্করের জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে তাঁর পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়।