০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় কয়লা ও কসমেটিকস জব্দ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 76

ছবি সংগৃহীত

 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কয়লা ও কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) আওতাধীন বিশ্বম্ভরপুর উপজেলার ৩ নম্বর ধনপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় গত ১০ মে রাতে মাছিমপুর বিওপির টহল দল মালিকবিহীন অবস্থায় ২২ দশমিক ৫ টন ভারতীয় কয়লাসহ একটি কার্গো ট্রাক জব্দ করে। জব্দকৃত ট্রাক ও কয়লার বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, একই তারিখে রাতে সদর উপজেলার ১ নম্বর জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়নতলা বিওপির টহল দল শ্বশানঘাট এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ধরনের ৫৪৩ পিস কসমেটিকস সামগ্রী জব্দ করে। যার বাজারমূল্য ৯ লাখ ১৯ হাজার ২০০ টাকা।

বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্তে চোরাচালান রোধে বিজিবির অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে পৃথক দুটি অভিযানে কয়লাবাহী ট্রাক ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। তিনি জানান, জব্দকৃত মালামাল শিগগিরই শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, সুনামগঞ্জে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই অভিযানে বিজিবির তৎপরতা ও সজাগ অবস্থানের ফলে বড় ধরনের চোরাচালান প্রতিরোধ সম্ভব হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।

 

নিউজটি শেয়ার করুন

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় কয়লা ও কসমেটিকস জব্দ

আপডেট সময় ০২:১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কয়লা ও কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) আওতাধীন বিশ্বম্ভরপুর উপজেলার ৩ নম্বর ধনপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় গত ১০ মে রাতে মাছিমপুর বিওপির টহল দল মালিকবিহীন অবস্থায় ২২ দশমিক ৫ টন ভারতীয় কয়লাসহ একটি কার্গো ট্রাক জব্দ করে। জব্দকৃত ট্রাক ও কয়লার বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, একই তারিখে রাতে সদর উপজেলার ১ নম্বর জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়নতলা বিওপির টহল দল শ্বশানঘাট এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ধরনের ৫৪৩ পিস কসমেটিকস সামগ্রী জব্দ করে। যার বাজারমূল্য ৯ লাখ ১৯ হাজার ২০০ টাকা।

বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্তে চোরাচালান রোধে বিজিবির অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে পৃথক দুটি অভিযানে কয়লাবাহী ট্রাক ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। তিনি জানান, জব্দকৃত মালামাল শিগগিরই শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, সুনামগঞ্জে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই অভিযানে বিজিবির তৎপরতা ও সজাগ অবস্থানের ফলে বড় ধরনের চোরাচালান প্রতিরোধ সম্ভব হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।