ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের, ভারতের প্রতিক্রিয়া কী? আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে ভারতের উদ্বেগ নোয়াখালীতে যুবলীগ কর্মীকে হত্যা, মরদেহ ফেলার সময় আটক ২ ঢাকার মূল সড়কে রিকশা নিষিদ্ধ: ডিএনসিসি প্রশাসক ভোজ্যতেল বাজারে স্থিতিশীলতা আনতে রাইস ব্রান তেল কিনবে সরকার কমেছে উড়োজাহাজ জ্বালানির দাম দেশীয় গরুর জাত রক্ষায় জরুরি রোডম্যাপের তাগিদ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার স্বাস্থ্যসেবায় নিরাপত্তা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্র উপদেষ্টা মানবিক করিডোর নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা বললেন হাফিজ উদ্দিন বিয়ের খরচ চিন্তা করে এখনো সিঙ্গেল সালমান খান!

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় কয়লা ও কসমেটিকস জব্দ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 7

ছবি সংগৃহীত

 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কয়লা ও কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) আওতাধীন বিশ্বম্ভরপুর উপজেলার ৩ নম্বর ধনপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় গত ১০ মে রাতে মাছিমপুর বিওপির টহল দল মালিকবিহীন অবস্থায় ২২ দশমিক ৫ টন ভারতীয় কয়লাসহ একটি কার্গো ট্রাক জব্দ করে। জব্দকৃত ট্রাক ও কয়লার বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।

অন্যদিকে, একই তারিখে রাতে সদর উপজেলার ১ নম্বর জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়নতলা বিওপির টহল দল শ্বশানঘাট এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ধরনের ৫৪৩ পিস কসমেটিকস সামগ্রী জব্দ করে। যার বাজারমূল্য ৯ লাখ ১৯ হাজার ২০০ টাকা।

বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্তে চোরাচালান রোধে বিজিবির অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে পৃথক দুটি অভিযানে কয়লাবাহী ট্রাক ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। তিনি জানান, জব্দকৃত মালামাল শিগগিরই শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, সুনামগঞ্জে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই অভিযানে বিজিবির তৎপরতা ও সজাগ অবস্থানের ফলে বড় ধরনের চোরাচালান প্রতিরোধ সম্ভব হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।

 

নিউজটি শেয়ার করুন

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় কয়লা ও কসমেটিকস জব্দ

আপডেট সময় ০২:১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কয়লা ও কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) আওতাধীন বিশ্বম্ভরপুর উপজেলার ৩ নম্বর ধনপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় গত ১০ মে রাতে মাছিমপুর বিওপির টহল দল মালিকবিহীন অবস্থায় ২২ দশমিক ৫ টন ভারতীয় কয়লাসহ একটি কার্গো ট্রাক জব্দ করে। জব্দকৃত ট্রাক ও কয়লার বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।

অন্যদিকে, একই তারিখে রাতে সদর উপজেলার ১ নম্বর জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়নতলা বিওপির টহল দল শ্বশানঘাট এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ধরনের ৫৪৩ পিস কসমেটিকস সামগ্রী জব্দ করে। যার বাজারমূল্য ৯ লাখ ১৯ হাজার ২০০ টাকা।

বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্তে চোরাচালান রোধে বিজিবির অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে পৃথক দুটি অভিযানে কয়লাবাহী ট্রাক ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। তিনি জানান, জব্দকৃত মালামাল শিগগিরই শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, সুনামগঞ্জে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই অভিযানে বিজিবির তৎপরতা ও সজাগ অবস্থানের ফলে বড় ধরনের চোরাচালান প্রতিরোধ সম্ভব হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।